কবিতা

রোমান্টিক কবিতা। ভালোবাসার রোমান্টিক কবিতা

রোমান্টিক কবিতা। প্রিয় পাঠক আমরা জানি প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ অনলাইন থেকে রোমান্টিক কবিতা পড়ে থাকেন। এক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের রোমান্টিক কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। সেই সাথে নতুন নতুন রোমান্টিক কবিতা তুলে ধরা হবে এখানে। সুতরাং আপনারা যারা কবিতা পছন্দ করেন কবিতা পড়তে ভালোবাসেন তাদের জন্য খুবই সহযোগী একটি পোস্ট।

বহুদিন আগে থেকেই মানুষ কবিতা পড়ে আসছেন। এর মধ্য দিয়ে অনেকেই কবিতাকে এতটা ভালোবাসেন যে প্রায় সকল কিছু নিয়েই কবিতা পড়তে ইচ্ছুক। সকল বয়সের মানুষ কবিতা পড়তে আগ্রহী হয়ে থাকেন। বিভিন্ন বিষয়ে কবিতা পড়ার জন্য বই কেনা সম্ভব হয় না। এক্ষেত্রে বর্তমান সময়ে মোবাইল কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে অনলাইন থেকে কবিতা পড়ার আগ্রহ প্রকাশ করেন অনেকেই। এ কারণেই আমরা আজকের এই পোস্টটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি রোমান্টিক কবিতা গুলো। প্রেম ভালোবাসা কিংবা স্বামী-স্ত্রী বন্ধুর সম্পর্কের উপর ভিত্তি করে কিছু রোমান্টিক কবিতা আমরা নির্বাচন করেছি আপনাদের মাঝে প্রকাশ করব বলে। সুতরাং পুরো পোস্টের সাথে থেকে কবিতাগুলো পড়ার জন্য বলা যাচ্ছে।

রোমান্টিক কবিতা

আপনি কি অনলাইনে রোমান্টিক কবিতা অনুসন্ধান করেছেন ? এই ধরনের কবিতা গুলো পড়তে আগ্রহী হয়ে থাকলে সঠিক ওয়েবসাইটে এসেছেন। আমরা বাংলায় আপনাদের জন্য রোমান্টিক কিছু কবিতা নিয়ে উপস্থিত হয়েছি। অনেকেই রয়েছে রোমান্টিক কবিতা গুলো নিজে পড়েন আবার অন্যকে পড়ানোর জন্য পাঠিয়ে থাকেন। আপনারা এখান থেকে কবিতাগুলো পড়ার পাশাপাশি আমাদের এই কবিতাগুলো পাঠাতে পারেন আপনার পছন্দের মানুষটিকে। এক্ষেত্রে রোমান্টিক কবিতা গুলো আপনার পছন্দের মানুষটি পড়তে সুযোগ পাবেন। আমরা আমাদের মতো চেষ্টা করেছি রোমান্টিক কবিতা গুলো থেকে সেরা কবিতা গুলো আপনাদের উপহার দিতে। এক্ষেত্রে সেরা কবিতা গুলো নিচে দেওয়া হল।

প্রেম বর্ণনা করা যায় না।

এর কোন আকার নেই, এর কোনও রূপ নেই।

ভালবাসা কোনও বিষয় নয়।

প্রেমের সাথে সঙ্গতি হয় না।

প্রেম আমাদের জীবনে প্রবেশ করে

আমাদের জন্মের মুহুর্তটি।

দোলনা থেকে কবর পর্যন্ত,

সবার মাঝে ভালবাসা আছে।

ভালবাসা জ্বলছে মোমবাতির মতো

যে কখনও কখনও কেঁপে কেঁপে ওঠা কিন্তু কখনও মারা যায় না।

প্রেম অদৃশ্য হতে পারে,

যদিও এটি আপনার চোখের সামনে ঠিক আছে,

ভালবাসা আপনাকে খালি ছেড়ে দিতে পারে,

প্রেম আপনাকে পুরো করতে পারে।

ভালবাসা আপনাকে তৈরি করতে পারে বা ভেঙে দিতে পারে,

ভালবাসা আপনার আত্মা হয়।

ভালবাসা আপনার অন্তরে আছে,

ভালোবাসা তোমার মনে।

প্রেম বৈষম্য করে না,

প্রেম সবসময় অন্ধ থাকে।

প্রেম সর্বজনীন,

এটি বিশ্বকে ঘিরে রেখেছে।

আপনি যেখানেই থাকুন না কেন,

ভালবাসার একটি নিজস্ব ভাষা আছে।

আপনার চারপাশে প্রেম।

বাঁচার জন্য প্রচুর ভালবাসা আছে।

আপনি এটি দেখতে বা স্পর্শ করতে পারবেন না,

তবে ভালোবাসা সর্বত্র।

ভালবাসা সর্বশক্তিমান,

এবং এখনও এটি খুব ছোট।

ভালবাসা ঈশ্বরের কাছ থেকে একটি উপহার

আমাদের সবার মাঝে ভাগ করে নেওয়া

রোমান্টিক ভালবাসার কবিতা

বর্তমান সময়ে সকলেই প্রেম-ভালোবাসায় রয়েছে। এমনকি উল্লেখ রয়েছে যে বিবাহ পরবর্তী সময়ে মানুষ প্রেম-ভালোবাসা করছে। এক্ষেত্রে আমরা আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছে দিয়েছে রোমান্টিক ভালোবাসার কবিতা। আপনি ভালোবাসা সম্পর্কিত এই কবিতাগুলো পড়তে পারেন আপনার পছন্দের মানুষটিকে পাঠাতে পারেন। এমন কবিতা পড়ে আপনার প্রতি দুর্বল হতে পারেন আপনার পছন্দের মানুষটি। নিচে কবিতাগুলো উল্লেখ করা হয়েছে আপনি পড়ার পাশাপাশি অবশ্যই আপনার পছন্দের মানুষটিকে পড়ার সুযোগ করে দেবেন।

সবুজ বনের ছোট্ট পাখি,

অবুঝ তার মন.

কেউ জানেনা জগৎ জুড়ে

কে তার আপনজন.

আপন মনে ঘুরে বেড়ায়

নীল্ আকাশের বুকে.

তাইতো নিজে দুখী হয়েও,

সুখী সবার চোখে………..

2

সারা শহর খুঁজে বেড়াই,

তোমার যদি দেখা পাই,

চোখ বুজলেই তোমায় দেখি,

খুললে দেখি তুমি নাই……

3

তোমার সঙ্গে দেখা হবে

আজ না হয় কাল,

তুমি আমার সঙ্গী হবে

থাকবে চিরকাল।

4

হাতের ব্যাথা পায়ের ব্যাথা

টিপলে আরাম হয়

বুকের ব্যাথা মনের ব্যাথা

কমবে কিসে বল না উপায়

5

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে,

তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়,

সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।

6

আকাশের নীল রং, তার মাঝে তোমার ছবি

বাতাসের বাতাসে তোমার ভালবাসা ।

আজ বসন্ত,

ভালবাসার প্রজাপতি উড়ছে ডানা মেলে ।

ফুলে ফুলে মৌমাছি বসেছে আনন্দ করতে ।

পৃথিবী আজ সেজেছে নীল রং এ

তোমার গায়ে জড়ান নীল শাড়ি,

কপালে নীল টিপ ।

আজ বসন্ত,

তাই ভালবাসি

ভালবাসার দিন গুলির থেকে অনেক বেশি ।

7

জানিনা তুমি কে !

আর কেনই বা ডাকি তোমাকে আমি ,

তোমার জন্য নিশি জাগি আর

একাই বসে থাকি,

তুমিতো অদেখা সেই স্বপ্ন ,

তুমি আমার কল্পনার রাজকুমারী ।

8

ছোট্ট বেলায় আমের তলায়

প্রথম যখন দেখা

উনু ঝুনু হয়ে তুমি আম বাগানে

দাঁড়িয়ে আছো একা.

9

কাঁচা মিঠে আমের লোভে

এসেছিলে হেথায়

কে দেবে আম পেরে তোমায়

নেই তো কেউ কোথাও।

10

টি আম পেরে আমি

দিলাম তোমার হাতে

খুশি হয়ে হাতটি তখন

নিলে আমায় ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button