ভ্যালেন্টাইন

ভালোবাসা দিবসের ছন্দ ২০২৩। ভালোবাসা দিবস নিয়ে মজার ছন্দ

ভালোবাসা দিবসের ছন্দ। প্রথমেই সকলকে জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আজকের এই পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মজার এবং আকর্ষণীয় কিছু ভালোবাসার ছন্দ। যেগুলো আপনারা চাইলে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারেন। আবার চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার ভালোবাসার মানুষটিকে জানাতে পারেন। অনেকেই এই সকল ছন্দ স্ট্যাটাস হিসেবে ব্যবহার করে থাকেন। সুতরাং যে ক্ষেত্রে ব্যবহার করুন না কেন, আপনার ভালোবাসা দিবসের ছন্দ প্রয়োজন হয়ে থাকলে এখান থেকে সংগ্রহ করতে পারেন।

ভালোবাসা দিবস নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন এসএমএস ইমেজ স্ট্যাটাস দিয়ে থাকেন। তবে আপনি যদি আপনার শুভেচ্ছা বার্তাটি ছন্দের মাধ্যমে সাজিয়ে নিতে পারেন তাহলে একটি আকর্ষনীয় ও মজার হয়ে থাকে। এর ফলে এই এসএমএসটি বা বার্তা আপনি যাকে পেরন করুন না কেন, সে হাসতে বাধ্য হবে।

ভালোবাসা দিবসের ছন্দ

আপনাদের জন্য আকর্ষণীয় ও মজার কিছু ভালোবাসার ছন্দ আমরা সংগ্রহ করেছি দীর্ঘ সময় ও শ্রম এর ফলে। সুতরাং অবশ্যই এই ছন্দ গুলো আপনারা দেখে নেবেন। চেষ্টা করবেন সকল ছন্দ পড়ার পর সিদ্ধান্ত অনুযায়ী আপনার পছন্দের ছন্দটি নির্বাচন করে নিতে। আপনাদের সুবিধার্থে আমরা অনেকগুলো ছন্দ একসাথে দিয়ে রেখেছি আপনারা চাইলেই সেখান থেকে আপনার পছন্দমত ছন্দ নির্বাচন করে নিতে পারেন। আমরা আশা করি আমাদের দাওয়াত ছন্দ গুলো আপনাদের ভালো লাগবে। নিচের ছন্দ গুলো তুলে ধরা হলো।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন,
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা,
তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা..

ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।।
তোকে অনেক ভালবাসি ।

একটি প্রকৃত ভালবাসা হতে পারে
দৈহিক অথবা ঐশ্বরিক।
সত্য ভালবাসা হচ্ছে এমন কিছু যা
শাশ্বত ও অধিক শান্তিপূর্ন।

খুঁজিনি কারো মন,
তোমার মন পাব বলে।
ধরিনি কারো হাত,
তোমার হাত ধরবো বলে।
হাঁটিনি কারো সাথে,
তোমার সাথে হাঁটবো বলে।
কাউকে বাসিনি ভালো,
তোমাকে ভালবাসি বলে।

প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয় ,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।

ভালোবাসা দিবসের শুভেচ্ছা

ভ্যালেন্টাইন্স ডে এসএমএস

ভালোবাসা দিবসের এসএমএস

ভালোবাসা দিবস নিয়ে মজার ছন্দ

আপনি যদি অনলাইনে ভালোবাসা দিবস নিয়ে মজার ছন্দ গুলো অনুসন্ধান করে থাকেন তাহলে সঠিক ওয়েবসাইটে এসেছেন বলে মনে করি। এর কারণ এখানে আমরা ভালোবাসা দিবসের মজার ছন্দ গুলো তুলে ধরেছি ।

জোকস- ১

ভ্যালেন্টাইনের প্রথম প্রহরে অর্থাৎ রাত বারটায় প্রেমিক-প্রেমিকার ফোনালাপ-

প্রেমিক : বিশ্বাস কর লক্ষিটি আমি শুধু তোমাকেই ভালবাসি।
আপরপ্রান্তে অবিশ্বাসমাখা কন্ঠে…
:সত্যি বলছো তো? তাহলে বলো তো কে আমি?
প্রেমিক : না ইয়ে মানে আননোন নাম্বার থেকে করেছো তো তাই চিনতে পারছি না। তাই বলে আবার রাগ কোরো না প্লিজ তোমার গলা তো আমার যুগ যুগ ধরে চেনা।

জোকস – ২

স্ত্রী : এই শোন, ভ্যালেন্টাইনস ডেতে কথা দাও, আজ থেকে তুমি আমার আত্মীয়দের ভালোবাসবে।
স্বামী : অবশ্যই। দেখ, ইন ফ্যাক্ট আমি কিন্তু তোমার শাশুড়িকে আমার শাশুড়ির চেয়ে বেশি ভালোবাসি।

জোকস – ৩

ভ্যালেন্টাইন ডে তে মন খারাপ করে বাড়ি ফিরল ইতিহাসের ২য় বর্ষের ছাত্রী ছন্দা। বড় বোন বলল কিরে তোর মন খারাপ কেন?
জানিস দিদি আজ বুঝতে পারলাম আমার প্রেমিক ছেলেটা নাস্তিক।
তুই কি করে বুঝলি?
ওর নাকি ভগবানে বিশ্বাস করে না।
শোন গাধা, এতে মন খারাপের কি আছে। তুই বুঝিয়ে শুনিয়ে ওকে বিয়ে করে ফেল, বিয়ের পর দেখবি ভগবানে বিশ্বাস না করে ওর উপায় থাকবে না।

জেকস- ৪

ভালবাসা দিবসে দুই তরুন-তরুনী।
তরুনী : একবার এক ছেলে চুমু খাওয়ার প্রস্তাব করেছিল আমাকে। শুনেতো আমি প্রায় অজ্ঞান হয়ে গিয়ে ছিলাম।
তরুন : তাহলে বাদ!
তরুনী : মানে??
তরুন : না মানে আমি যে প্রস্তাব করার প্লান করছিলাম সেটা করলেতো তুমি মারাই যেতে।

ভালোবাসা দিবসের পিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button