খেলাধুলা

ব্রাজিল বনাম সার্বিয়া| BRA vs SRB Live Score: ব্রাজিল বনাম সার্বিয়া- ৩৫ মিনিট শেষে গোলশূন্য

ব্রাজিল বনাম সাবিয়া এ দুটি দলের অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি উপভোগ করার আগ্রহ প্রকাশ করে যারা আমাদের আলোচনা রয়েছেন তারা আমাদের সাথে থাকে আমাদের ওয়েবসাইটের দেওয়া পদ্ধতি অনুসরণ করে সহজ লিখে ক্লিক করে খেলা উপভোগ করতে পারেন। অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে খেলা দেখার আগ্রহ প্রকাশ করে অনলাইনে অনুসন্ধান করেন মূলত তাদের সহযোগিতার জন্যই এখানে তথ্য প্রকাশ করেছি আমরা।

সুতরাং আমাদের ওয়েবসাইট থেকে খেলা দেখার বিষয় সম্পর্কে জেনে নিন আপনাদের সহযোগিতার জন্য আজকের ম্যাচটি সরাসরি দেখার লিংক তুলে ধরব আপনাদের মাঝে নিচের লিংকটি তুলে ধরা হচ্ছে সেখানে ক্লিক করে সরাসরি ম্যাচটি উপভোগ করতে পারেন আপনি।

fifa world cup live streaming

আজকের ব্রাজিল দলের একাদশ

ব্রাজিল ফুটবল দলের অন্যতম প্লেয়ার রয়েছে আজকের একাদশে। নিচে সর্বশেষ প্রকাশিত ব্রাজিল ফুটবল দলের ১১ জন প্লেয়ারের তালিকা নিচে দেওয়া হয়েছে।

  • অ্যালিসন;
  • দানিলো,
  • মারকুইনহোস,
  • থিয়াগো সিলভা,
  • অ্যালেক্স সান্দ্রো;
  • ফ্রেড,
  • ক্যাসেমিরো;
  • নেইমার,
  • পাকেতা,
  • রাফিনহা;
  • রিচার্লিসন।

 

fifa world cup live streaming

আজকের সার্বিয়া দলের একাদশ

সার্বিয়া ফুটবল দল ব্রাজিল দলকে হারানোর জন্য মরিয়া হয়ে আছে। তাদের সর্বশেষ প্রকাশিত ১১ জন প্লেয়ার লিস্ট নিচে দেয়া হয়েছে।

  • ভি
  • মিলিঙ্কোভিক-সাভিক;
  • মিলেনকোভিক,
  • এস মিত্রোভিক,
  • পাভলোভিক;
  • জিভকোভিচ,
  • গুডেলজ,
  • তাডিক;
  • কোস্টিক;
  • ভ্লাওভিচ,
  • ট্যাডিক।

কখন?

বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়

কোথায়?

লুসাইল স্টেডিয়াম

নজরে থাকবেন যারা

ম্যাচে ভালো করতে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দিতে হতে হবে নেইমারকে। সঙ্গে ভিনিসিউস-রাফিনহা-রদ্রিগো-রিচার্লিসনরা গতির ঝড়ের পাশাপাশি ড্রিবলিং ঝলক দেখালে ভয়ংকর হয়ে উঠতে পারে সেলেসাওরা।

সার্বিয়ারও আছে অভিজ্ঞ ও সম্ভাবনাময়ী কিছু তারকা। সার্গেই মিলিনকোভিচ-স্যাভিচ মাঝমাঠে নেতৃত্ব দেবেন। আক্রমণের দায়িত্বটা সামলাতে হবে দুসান তাদিচ-দুসান ভ্লাহোভিচ-লুকা জোভিচদেরই।

 

fifa world cup live streaming

সম্ভাব্য লাইন আপ

ব্রাজিল: (৪-২-৩-১): অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, সিলভা, মার্কুইনহোস, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, ভিনিসিউস, রাফিনহা, নেইমার, রিচার্লিসন

সার্বিয়া: (৩-৫-১-১) স্যাভিচ (গোলরক্ষক), মিত্রোভিচ, মিলেনকোভিচ, পাভলোভিচ, কস্তিচ, গুদলেই, মিলিনকোভিচ-স্যাভিচ, লুকিচ, জিভকোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ

প্রেডিকশন

বিশ্বকাপের সফলতম দল ব্রাজিল। অন্যদিকে সবশেষ ২০০৬, ২০১০ ও ২০১৮ বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ জিতেছে সার্বিয়া। তবে নিজেদের দিনে তারাও ঘটাতে পারে অঘটন।

সম্ভাব্য স্কোর:

ব্রাজিল ৩-১ সার্বিয়া

অন্যান্য পরিসংখ্যান

১) ১৯৩৪ সালের বিশ্বকাপে বেলগ্রেডে ৮-৪ গোলের ব্যবধানে হারের পর থেকে সার্বিয়ার (যুগোস্লাভিয়া সহ) বিপক্ষে ১৭ ম্যাচে অপরাজিত ব্রাজিল।

২) শেষ ১৫টি বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত ব্রাজিল। জিতেছে ১২টি ম্যাচে। গ্রুপ পর্বে তাদের শেষ পরাজয় ১৯৯৮ সালে নরওয়ের বিপক্ষে।

৩) ব্রাজিলের শেষ ১৯টি বিশ্বকাপ গোলে ৪২ শতাংশ সরাসরি জড়িত নেইমার। ছয়টি গোল করেছেন এবং দুটিতে সহায়তা করেছেন।

৪) সার্বিয়া (সার্বিয়া ও মন্টিনিগ্রো সহ) গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারটিতে যোগ্যতা অর্জন করেছে। কিন্তু নয় ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে তারা।

৫) টানা ১৩টি আসরে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার হয়েছে ব্রাজিল। সবশেষ ১৯৬৬ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল সেলেসাওরা।

৬) ব্রাজিলের বর্তমান দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার। বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি গোল করেছেন এবং দুটি অ্যাসিস্ট করেছেন।

৭) আলেকজান্ডার মিত্রোভিচ সার্বিয়ার হয়ে ২০১৮ বিশ্বকাপে ১৪টি শট নিয়ে মাত্র একটি গোল করতে পেরেছেন।

৮) তিতের অধীনে ব্রাজিল তাদের ২৪টি ম্যাচের মধ্যে ১৯টি জিতেছে (৪টি ড্র ও ১টি হার)।

  • সার্বিয়ার রক্ষণে বারবার ধাক্কা…

    সার্বিয়ার অনবদ্য রক্ষণ। বারবার আটকে যাচ্ছেন নেইমাররা। ক্যাসেমিরোর দূরপাল্লার শট হোক কিংবা রাফিনহার চেষ্টা। এখনও অবধি সব চেষ্টাই ব্যর্থ…।

  • 25 Nov 2022 12:59 AM (IST) 

    হলুদ গ্যালারির ধৈর্য কমছে…

    গোলের মরিয়া চেষ্টায় নেইমাররা। খেলাও তৈরি হচ্ছে। কিন্তু স্কোর লাইনে তার ছাপ পড়েনি। ব্রাজিল গ্যালারির আর্তি..গোল করুন নেইমাররা!

  • 25 Nov 2022 12:51 AM (IST) 

    অপরাজিত…

    টানা ১৫ ম্যাচ অপরাজিত ব্রাজিল। কোপা আমেরিকা ফাইনালে শেষ হার। অন্য দিকে, সার্বিয়াও শেষ আধডজন ম্য়াচে অপরাজিত।

  • 25 Nov 2022 12:39 AM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির গড়লেন থিয়াগো সিলভা। তাঁর বয়স ৩৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button