একদিন স্বপ্নের দিন গানের রিলিক্স বাংলা

একদিন স্বপ্নের দিন গানটির লিরিক্স। প্রিয় ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো জনপ্রিয় অভিনেতা ফেরদৌস এর প্রথম সিনেমা হঠাৎ বৃষ্টি থেকে জনপ্রিয় একটি গান সম্পর্কে। পুরনো দিনের ছবি হলেও বর্তমান সময়ে অনেকেই এই গানটির রিলিক্স সম্পর্কে অনুসন্ধান করে গুগোল এ। তবে এই বিষয়ে তেমন কোন ওয়েবসাইট নেই যারা পুরো গানটির বাংলা কথা দিয়ে আপনাদের সহযোগিতা। এক্ষেত্রে আমরা এই পোস্টটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুতরাং আপনারা যারা এই গানটির বাংলা কথা অর্থাৎ রিলিক্স এর প্রয়োজনীয়তা অনুভব করছেন তারা আমাদের এখান থেকে আপনার প্রয়োজনীয় তথ্য নিয়ে উপকৃত হতে পারেন।
বর্তমান সময়ে মানুষ সকল সমস্যার সমাধান অনলাইনে অনুসন্ধান করে থাকেন। এ কারণে অনেকে এই গানের কথাগুলি অনলাইন থেকে নেওয়ার চেষ্টা করে থাকেন এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য গানের কথা গুলোর প্রয়োজন হয়ে থাকে।
হঠাৎ বৃষ্টি
হঠাৎ বৃষ্টি সিনেমার সাধারণ কিছু তথ্য তুলে ধরা হলো এখানে। পূর্বেই আপনাদের সামনে উল্লেখ করা হয়েছে যে এটি জনপ্রিয় অভিনেতা ফেরদৌস এর করা প্রথম ছবি। এই ছবিটি মুক্তি পায় ১৯৯৮ সালে। এই সিনেমা থেকে একটি গান মানুষের মন ছুঁয়েছে বর্তমান সময় অনেকের মুখে এই গানটির কথা শোনা যায়। সুতরাং জনপ্রিয় এই গান একদিন স্বপ্নের দিন এ রিলিটি নিচে তুলে ধরা হলো।
একদিন স্বপ্নের দিন গানের রিলিক্স
বিভিন্ন প্রয়োজনে ব্যবহারের ক্ষেত্রে এই গানের রিলিক্স ট্রি অনুসন্ধান করে থাকেন অনেকে এক্ষেত্রে আমরা গানের কথাগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করেছি। নিচে গানের রিলিক্স টি তুলে ধরা হলো।
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন,
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সেই ভাবনায় ভাবে মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।
একদিন হঠাৎ হাওয়া, থামিয়ে আসা-যাওয়া,
প্রশ্নের জাল বোনে, শুরু হয় চাওয়া-পাওয়া।
আজ শুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া,
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।
যদি এই পথ ধরে, আমার এ মনের ঘরে,
চিঠি হয় অগোচরে, আসে কেউ চুপিসারে।
চাঁদের ওই আলো হয়ে, আসো মোর ভাঙা ঘরে,
দেখা যায়, যায় না ছোঁয়া, যেন গান চাপা স্বরে।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।