অসাধারণ কিছু স্ট্যাটাস, ছন্দ ও কবিতা
অসাধারণ কিছু স্ট্যাটাস, ছন্দ ও কবিতা। সাধারণ বিষয় গুলো নিয়ে সকলেই মেতে থাকলেও অসাধারণের খোঁজে অনেক ব্যক্তি রয়েছে। সাধারণ কোনো কাজ সাধারন কোন বিষয়ে সকলেই থাকতে পারে কিন্তু অসাধারণ এর খোঁজে সকলেই থাকতে পারে না এরা হচ্ছে এক দিক দিয়ে বিশেষ ব্যক্তি। আর আজকের পোস্টে আমরা যে বিষয় সম্পর্কে আপনাদের জানাব সেটি হচ্ছে অসাধারণ কিছু স্ট্যাটাস ও ছন্দ কবিতা নিয়ে। স্ট্যাটাস গুলো মানুষ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে ব্যবহার করেন।
অনেকেই ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন সেখানে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়ে থাকেন। এক্ষেত্রে কেউ কেউ সাধারণ স্ট্যাটাস দিয়ে থাকেন তবে কিছুসংখ্যক ব্যতিক্রম অসাধারণ কিছু স্ট্যাটাস ব্যবহার করে থাকেন যার মাধ্যমে অনেক বাহবা পেয়ে থাকেন। এক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তার পরিবর্তন করতে হবে অনেক দীর্ঘ ভাবে ভাবতে হবে অসাধারণ কিছু স্ট্যাটাস পাওয়ার জন্য।
এক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতার লক্ষ্যে অসাধারণ কিছু স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি। সুতরাং আমাদের সাথে থেকে আপনি এ বিষয়ে সহযোগিতা পেতে পারেন আপনাদের সহযোগিতার লক্ষ্যে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আজকের পোস্টে।
অসাধারণ কিছু স্ট্যাটাস
অসাধারণ কিছু স্ট্যাটাস যেগুলো আপনি খুঁজছেন , এই ধরনের কিছু স্ট্যাটাস আমরা সংগ্রহ করতে চেষ্টা করেছি কতদূর পেরেছি তা আপনার বিচারে নির্ধারিত হবে। সাধারণ স্ট্যাটাসগুলো সকলেই ব্যবহার করে থাকে এক্ষেত্রে কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা এ ধরনের স্ট্যাটাসগুলো ব্যবহার করতে পছন্দ করেন না। এমন ব্যক্তিরা চায় আরো ইউনিক নতুন ও অসাধারন কিছু করতে। এমন ব্যক্তিদের জন্যই আমরা মূলত অসাধারণ স্ট্যাটাস গুলো নিয়ে উপস্থিত হয়েছি। নিচে তেমনি কিছু স্ট্যাটাস দেওয়া রয়েছে।
যেদিকে তাকাই, যেখানে চোখ যায়, সেখানে দেখি তোমায় ,
লুকোচুরি মন লুকোচুরি সুখ লুকিয়ে রয় ভাবনায় ।
আমি আকাশ হতে জানি, তুমি দেখ ডানা মেলে,
আমি নদী হতে পারি, যদি ইচ্ছে ভাসাও জলে
যেদিন প্রান খুলে হাসতে গিয়েও চিন্তা করবেন হাসাটা ঠিক হবে কিনা,
তখনই বুঝবেন আপনি বড় হয়ে গেছেন ।
তোমার জন্য আমি নিজস্ব অর্থায়নে মনের মধ্যে পদ্মা সেতু বানাবো ।
প্রত্যেক প্রেমিকার কাছে তার প্রেমিকের বান্ধবীরা সতিনের ন্যায় ।
যোগ্য মানুষকে যোগ্যতা দিয়ে হারাতে হয়, হিংসা করে নয় ।
ওহে বালিকা, তোমার মাঝে আমি একবার ডুব দিতে চাই,
কথা দিতেছি আমি তোমার মাথা ঘোরা আর বমির কারন হবো না ।
তুমি কি আমার হাসি মুখের আবার কারন হবে ?
তুমি কি আমার শত ভুলের আবার বারন হবে ?
সূর্যটা গেছে ডুবে, দিগন্তের আঁচলে ।
মুখ লুকাতে চেয়েছি বলে – তোমার বুকের তিলে ।
আছি ভালোই আছি, বকছি কত আবোল তাবল, তোমায় পেলে ভালোই হতো! জোছনা গোলাপ সবই ডাবল।
বাংলা ছবির নামের সাথে “লেপের তলে” যোগ করি যেমন:সেদিন দেখা হয়েছিল লেপের তলে। দেখি কার টা বেশি মিল সংগত হয়
আমরা একবার ও কি ভাবি না যে কি করছি করার পর ভাবি তখন আর কিছু করার নাই।
সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল।
ভীড়ের মাঝে এক মেয়ের ওড়নায় নাকের সর্দি মুছে ফেলেছি এখন খুব ভাল্লাগতাছে