বাংলা রচনা

Class 9 Assignment 6th week || Science || Class 9 Assignment-6 || ৯ম শ্রেণির এ্যাসাইনমেন্ট | বিজ্ঞান

৬ষ্ঠ সাপ্তাহর অ্যাসাইনমেন্টের সিলেবাস প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে আমরা ৬ষ্ঠ সাপ্তাহর ৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসইনমেন্টের সমাধান করব। যদি আপনারা ৯ম  শ্রেণির বিজ্ঞান অ্যাসইনমেন্টের এই উত্তর গুলাে অরুসরণ করেন তাহলে ১০০% মার্কস পাবেন। আরাে সকল সাপ্তাহর অ্যাসাইনমেন্টে পেতে আমাদের থাকবেন সাথে আশা করি।

 

প্রশ্ন:

 

৬ষ্ঠ সাপ্তাহর ৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসইনমেন্টের সমাধান করব


ক) এসিডের সঙ্গা দাও?

উত্তর : যে সকল যােগে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে, সে সকল যোগকেই এসিড বলে । যেমন:হাইড্রোক্লোরিক এসিড (HCl)।

 

খ) ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন, ব্যাখ্যা কর।

উত্তর : ভিনেগারকে দুর্বল এমিড বলা হয়। আমরা জানি, এসিড সমূহ |পানিতে হাইড্রোজেন আয়ন (H+) তৈরি করে। তবে জৈব

এসিড সমূহ পানিতে পুরােপুরি বিভাজিত হয় না । ভিনেগার হচ্ছে একটি জৈব এসিড । অ্যাসিটিক এসিডের (৬-১০) % জলীয়

দ্রবণকে ভিনেগার বলে ।এ এসিড পানিতে পুরােপুরি বিয়ােজিত না হয়ে আংশিক বিয়ােজিত হয়। অর্থাৎ এতে যতগুলাে এসিড

এর অণু থাকে তার সবগুলাে হাইড্রোজেনআয়ন (H+) তৈরি করে না।  আর এজন্যই ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়।

 

গ) উদ্দীপকের ||) নংবিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরণ ব্যাখ্যা কর।

উত্তর : উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হচ্ছে:
HCl (aq) + Al(OH)3 (aq) = ?

প্রদত্ত বিক্রিয়াটি সমতাকরণ করে আমরা পাই,

                   3HCl (aq) + Al(OH)3 (aq) = Alcl3 + 3H20

সমতাকরণ বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে, এখানে বিক্রিয়ক হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড (HCl) এবং ৩ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Al(OH)3 । এখানে উৎপাদ হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড (Alcl3) এবং পানি (H2O) । অর্থাৎ এসিড এবং ক্ষারক পরস্পর বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করেছে। এখানে, তিন অনু হাইড্রোক্লোরিক এসিড এক অণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে এক অণু অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং তিন অনু পানি উৎপন্ন করেছে । সুতরাং আমরা বলতে পারি এটি একটি প্রশমন বিক্রিয়া । কেননা, প্রশমন বিক্রিয়ায় এসিড এবং ক্ষারক একত্রিত হয়ে। পানি এবং লবণ উৎপন্ন করে।

অর্থাৎ উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটি হচ্ছে প্রশমন বিক্রিয়া।

 

ঘ) পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে। উল্লেখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।

উত্তর : পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়ার দুটি ভূমিকা ব্যাখ্যা করা হলাে :

উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ার দুটি সম্পন্ন করলে আমরা পাই,

01. 2HCl + Mg(OH)2 = MgCl2 + 2H20

02. 3HCl + Al(OH)3 = Alcl3 + 3H20

উক্ত বিক্রিয়া দুটি হচ্ছে প্রশমন বিক্রিয়া । | আমরা জানি, কোনাে রাসায়নিক বিক্রিয়ায় যদি এসিড ও | এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তবে সে বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে |

১ম বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। এবং ২য় বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক এসিড | এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। পাকস্থলীতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়া দুটি অর্থাৎ প্রশমন বিক্রিয়ার ভূমিকা | অপরিসীম। আমাদের পাকস্থলী তে এসিডিটির সমস্যা হওয়া বলতে বােঝায় হাইড্রোক্লোরিক এসিড় বেশি ক্ষরিত হওয়া । | আর এই হাইড্রোক্লোরিক এসিড আমাদের পাকস্থলীতে অস্বস্তি প্রদান করে থাকে। যার কারণে আমরা অ্যান্টাসিড জাতীয় | ঔষধ সেবন করে থাকি । আর এই অ্যান্টাসিড জাতীয় ঔষধ। এর মূল উপাদান হচ্ছে মৃদুক্ষার যেমন – অ্যালুমিনিয়াম ৩৫ হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি।

অর্থাৎ আমরা আমাদের এসিড কে প্রশমিত করতে মৃদু ক্ষার | সেবন করে থাকি, সেটা পাকস্থলীতে প্রশমন বিক্রিয়া সংগঠিত করে থাকে।  উপরে উল্লেখিত বিক্রিয়া দু’টি পাকস্থলীতে সংগঠিত হয়ে আমাদের পাকস্থলী এসিডিটির সমস্যা কে প্রশমিত কষ্টে আমাদের স্বস্তি প্রদান করে থাকে। তাই আমরা বলতে পারি, পাকস্থলীর এসিডিটির সমস্যা থেকে | উত্তরণের জন্য উক্ত প্রশমন বিক্রিয়া দু’টির ভূমিকা অপরিসীম।

 

আপনাদের ৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ৬ষ্ঠ সাপ্তাহর উত্তর।এটা দেখে দেখে সুন্দর করে খাতায় লেখেবেন। তাহলে আপনি ভাল একটা মার্কস্ পাবেন। ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button