পরিবার কাকে বলে ? পরিবারের প্রকারভেদ ও গুরুত্ব।
প্রিয় শিক্ষার্থী ভাইওবোন আজকের আলোচনায় আমরা জানবো পরিবার কাকে বলে পরিবারের প্রকারভেদ ও গুরুত্ব সম্পর্কে। সুতরাং শিক্ষার্থী ভাই ও বোনদের সহযোগিতায় আজকের আলোচনায় আমরা পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদান করব। এক্ষেত্রে আলোচনার মাধ্যমে তারা জানতে পারবেন পরিবারের সংজ্ঞা পাশাপাশি পরিবারের প্রকারভেদ ও এর গুরুত্ব কতটুকু রয়েছে এই বিষয় সর্ম্পকে সুষ্ঠু জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে যারা অনলাইনে এসেছেন তারা অবশ্যই আজকের আলোচনার মাধ্যমে উপকৃত হবেন।
আমরা প্রতিদিনই শিক্ষণীয় বিভিন্ন বিষয়ের উপর প্রশ্ন উত্তর দিয়ে সহযোগিতা করে থাকি আপনাদের। তাইতো আজকের আলোচনায় নিয়ে এসেছি পরিবারের প্রকারভেদগুলো এক্ষেত্রে আপনি পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আশা রাখছি আজকের আলোচনার মাধ্যমেই আপনি এই বিষয়ে সুষ্ঠু জ্ঞান অর্জন করতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন উদাহরণ সহ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্রদান করা হয়েছে যেগুলো পরিবার সম্পর্কিত।
পরিবার কাকে বলে ?
পরিবার কাকে বলে অর্থাৎ পরিবারের সংজ্ঞা কি। অনেক ক্ষেত্রেই এই প্রশ্নগুলো করা হয়ে থাকে পরীক্ষার প্রশ্ন ধরনের প্রশ্ন লক্ষ্য করা যায় তাই আজকের আলোচনায় আমরা আপনাদের জানাব পরিবার কি এ বিষয়ে। নিচে পরিবারের সংজ্ঞা ও পরিবার কি সেটি প্রদান করা হয়েছে ।
পরিবার (Family) হলো মানুষের সংঘবদ্ধ জীবন যাপনের এক বিশ্বজনীন (Universal) রূপ।
পরিবারের প্রকারভেদ
আপনারা যারা পরিবারের প্রকারভেদ সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই এখান থেকে উপকৃত হবেন বিষয়ভিত্তিক আলোচনায় আমরা পরিবারের প্রকারভেদগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং প্রকারভেদে পরিবারের সংজ্ঞা সহ উদাহরণ উপস্থাপন করার চেষ্টা করেছি সমস্ত বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
পরিবার প্রধানত ৬ প্রকার।এগুলো হলো –
- স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার
- কর্তৃত্বের ভিত্তিতে পরিবার
- আকারের ভিত্তিতে পরিবার
- বংশ মর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার
- বিবাহোত্তর স্বামী-স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার
- পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার
স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার
স্বামী-স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার ৩ ধরণের। যথাঃ-
- একপত্নী পরিবার
- বহুপত্নী পরিবার
- বহুপতি পরিবার
একপত্নী পরিবারঃ একজন পুরুষ যদি একজন স্ত্রী গ্রহণ করে পরিবার গঠন করে, তবে তাকে একপত্নী পরিবার বলে।
বহুপত্নী পরিবারঃ যখন একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করে পরিবার গঠন করে, তখন তাকে বহুপত্নী পরিবার বলে।
বহুপতি পরিবারঃ একজন স্ত্রী যখন একের অধিক স্বামী গ্রহণ করে পরিবার গঠন করে, তখন তাকে বহুপতি পরিবার বলে।
কর্তৃত্বের ভিত্তিতে পরিবার
কর্তৃত্বের ভিত্তিতে পরিবার ২ প্রকার।
- পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবার
- মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবার
পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবারঃ যে পরিবারের কর্তৃত্ব পিতা,স্বামী বা অন্য কোন পুরুষের নিয়ন্ত্রণে পরিচালিত হয়, তাকে পিতৃতান্ত্রিক বা পিতৃপ্রধান পরিবার বলে।
মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবারঃ যে পরিবারের কর্তৃত্ব মাতা, স্ত্রী বা অন্য কোন নারী সদস্য দ্বারা পরিচালিত হয়, তাকে মাতৃতান্ত্রিক বা মাতৃপ্রধান পরিবার বলে।
আকারের ভিত্তিতে পরিবার
আকারের ভিত্তিতে পরিবার ৪ ধরণের। এগুলো হলো –
- একক বা অনু পরিবার
- যৌথ পরিবার
- বর্ধিত পরিবার
একক বা অনু পরিবারঃ স্বামী, স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান নিয়ে যে পরিবার গড়ে উঠে তাকে একক বা অনু পরিবার বলে।
যৌথ পরিবারঃ এ ধরণের পরিবারে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি,মাতা-পিতা, ভাই-বোন, দাদা-দাদি, ভাইয়ের সন্তান- সন্ততি এমনকি স্ত্রীর ভাই-বোন, পিতা – মাতা সহ একত্রে বসবাস করে।
বর্ধিত পরিবারঃ যে পরিবারের ৩ পুরুষ তথা বাবা, মা, দাদা-দাদি, চাচা-চাচী, সন্তান -সন্ততি সবাই মিলে বসবাস করে, তাকে বর্ধিত পরিবার বলে। এক কথায় তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।