উক্তি

বাবার পরিশ্রম নিয়ে উক্তি, স্ট্যাটাস, বাণী, ছন্দ ও কবিতা

বাবার পরিশ্রম নিয়ে উক্তি। যারা বাবা কে ভালবাসেন তাদের জন্য এই পোস্টটি। বাবা হচ্ছে এমন একজন মানুষ যিনি সন্তান ও পরিবারের জন্য হাড়ভাঙা পরিশ্রম করতে প্রস্তুত। সন্তান সহ পরিবারের সকলের জন্য জীবনের সুখ শান্তি বিসর্জন দিয়ে অর্থ উপার্জনের কাছে নিয়ে যেত একজন ব্যক্তি হচ্ছে বাবা । বাবারা কখনো পরিবারকে বাদ দিয়ে নিজের কথা ভাবেন না। বাবাদের হাজারো স্বপ্ন শেষ করে দেয় পরিবারের জন্য। আমরা অবশ্যই সন্তান হিসেবে বাবার প্রতি শ্রদ্ধাশীল হব। এবং বাবা এই পরিশ্রম নিয়ে বিশেষ ব্যক্তিগণ কি মতামত প্রকাশ করেছেন তা আমরা রুক্তি উপায় জানতে পারবো এখান থেকে । এছাড়াও এই পোষ্টের মাধ্যমে আমরা বাবার পরিশ্রম নিয়ে কিছু কষ্টের স্ট্যাটাস দিয়ে আপনাদের সহযোগিতা করব। জানতে পারবেন বাবাকে নিয়ে ছন্দ ও কবিতা।

অর্থাৎ আপনারা যারা বাবা কে ভালোবাসেন বাবার পরিশ্রম কে সম্মান জানিয়ে বিশেষ ব্যক্তিদের মতামত সম্পর্কে জানতে এসেছেন কিংবা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার জন্য এসেছেন তারা এখান থেকে উপকৃত হতে পারবেন। সুতরাং বাবাকে নিয়ে গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সংগ্রহ করুন এখান থেকে। আপনাদের মাঝে এই সকল তথ্য প্রকাশে জন্যই আমরা কাজ করেছি এবং নিয়ে এসেছি আজকের এই পোস্ট।

বাবার পরিশ্রম নিয়ে উক্তি

বাবারা সবসময় পরিশ্রমই হয়ে থাকে। এত পরিশ্রমই হওয়ার পরেও তাদের নিজের স্বপ্ন ইচ্ছা আকাঙ্খাগুলো পূরণ করতে ব্যর্থ। এর কারণ তাদের উপার্জিত টাকা গুলো তারা নিজের প্রতি খরচ না করে সন্তান ও পরিবারের জন্য খরচ করে থাকেন। বাবার এই ভালবাসার প্রতি আমরা সম্মান প্রেরণ করেছি। ভাবতে অবাক লাগে যে বাবা-মায়ের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। যাদের যত্নে বড় হয়েছি সেই বাবা-মা এখন বৃদ্ধাশ্রমে। সুতরাং দুঃখের সাথে বলতে হয় বাবা-মার প্রতি সচেতন হওয়া উচিত। আমরা সকলেই বাবাদের সম্মান করবো। বাবার পরিশ্রম নিয়ে বিশেষ ব্যক্তিগণ যে মতামতগুলো প্রকাশ করেছে সেগুলো নিচে তুলে ধরা হচ্ছে।

  • যতই দুঃখ আসুক না কেন, দুঃখের ছায়া কখনই বাচ্চাদের উপর যে পড়তে দেয় না সে হলো বাবা।”
  • যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালবাসা।”
  • বাবার ছাড়া জীবন অসম্পূর্ণ।”
  • অনুশাসনের দ্বিতীয় নামটি কেবল বাবা।”
  • বাচ্চাদের আনন্দের জন্যে নিজে বাচ্চা হয়ে যায় বাবা।”
  • আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।”
  • বাবা আনন্দ দ্বিগুণ হয়ে যায় যখন তার পরিচয় তার ছেলের কাজ দিয়ে হয়ে।”
  • বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না।”
  • পৃথিবীতে একটি মেয়েকে তার বাবার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না। – মাইকেল রাত্নাডিপাক
  • একজন বাবা বলে না যে সে তোমাকে ভালোবাসে বরং তিনি দেখিয়ে দেন যে তিনি তোমাকে ভালোবাসে। – দিমিত্রি থে স্টোনহার্ট
  • একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা। – পিক্সেল কোটস

পরিশ্রমই বাবাকে নিয়ে স্ট্যাটাস

পরিশ্রমই বাবাকে নিয়ে অনেক সন্তান সোশ্যাল মিডিয়া গুলোতে স্ট্যাটাস দিয়ে থাকেন। এক্ষেত্রে এমন ব্যক্তিদের সহযোগিতার জন্য আমরা পরিশ্রমই বাবার জন্য পরিস্থিতি বাংলার প্রতি ভালোবাসা প্রকাশের কিছু স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি নিচে তুলে ধরা হবে।

” একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুলচেড়া হিসাব কেউ কোনদিন বের করতে পারবে না ।”

” বাবার কাঁদ টা কি অন্য সবার চেয়ে বেশী চওড়া ? তা না হলে কি করে সমাজ সংসারের এত দায়ভার অবলীলায় বয়ে বেড়ান বাবা ।”

” বাবার পা কি অন্য সবার চেয়ে অনেক দ্রুত চলে ? নইলে এতোটা পথ এত অল্প সময়ে কি করে এত শক্ত করে সব কিছু আগলে রাখেন বাবা ।”

” বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড় । সে তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন ।”

” বাবার চোখ দেখতে পায় কল্পনার অতীত কোন দুরত্ত । তাই তিনি সব সময় শঙ্কিত থাকেন সন্তানের ভবিষ্যৎ নিয়ে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button