২০২৩ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না ৩১ ডিসেম্বর

এইচএসসি ও সমমানের রেজাল্ট প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিডিউল পাওয়া না পাওয়া, ফল প্রকাশের চূড়ান্ত অনুমােদনসহ কয়েকটি কারণে চলতি ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নাও হতে পারে। আগামী জানুয়ারি মাসের শুরুর দিকে রেজাল্ট প্রকাশ হতে পারে। এইচএসসি ও সমমান পরীক্ষার গ্রেড মূল্যায়ন কমিটি’র সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ওই সূত্র জানায়, ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বাের্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলাফল প্রকাশের জন্য সবকিছুই প্রস্তুত করা হয়েছে।
এ মূম মাম *** সচিব ও ঢাকা শিক্ষা বাের্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, “আমরা চেষ্টা করছি শিক্ষামন্ত্রী মহােদয়ের ঘােষণা অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যেই রেজাল্ট দেয়ার। সে লক্ষেই সংশ্লিষ্টরা দিন-রাত কাজ করে যাচ্ছে। ফলাফল প্রকাশের জন্য মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমােদন প্রয়ােজন হয়।
দেখা যাচ্ছে আমরা সবকিছু প্রস্তুত করে রাখলাম, তবে মাননীয়
প্রধানমন্ত্রীর সিডিউল ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারলেন না । এর আগে গত ৭ অক্টোবর ডিসেম্বর মাসে এইচএসসি ও সমমানের রেজাল্ট দেয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার এইচএসসি পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের জেএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী রেজাল্ট প্রকাশের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের জেএসসিতে প্রাপ্ত গ্রেডের ২৫ শতাংশ এবং এসএসসিতে প্রাপ্ত গ্রেডের ৭৫ শতাংশ নম্বর নিয়ে | এইচএসসি’র ফল দেয়া হবে বলে জানা গেছে।
শিক্ষামন্ত্রীর ঘােষণা অনুযায়ী ফলাফল প্রকাশের জন্য। জাতীয় পরামর্শক কমিটি গঠন করা হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী গ্রেড মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। গ্রেড মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে রেজাল্ট প্রস্তুতের জন্য শিক্ষা
বাের্ডগুলাের পরীক্ষা নিয়ন্ত্রকদের প্রসঙ্গত, দেশের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বাের্ডের অধীন এবার ১৩ লাখ
৬৫ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী রয়েছেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১০ লাখ ৭৯ হাজার ১৭১ জন। অনিয়মিত পরীক্ষার্থী রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৫০১ জন। এক বিষয়ে অনুত্তীর্ণ ১ লাখ ৬০ হাজার ৯২৯ জন, দুই বিষয়ে অনুত্তীর্ণ ৫৪ হাজার ২২৪
জন এবং সকল বিষয়ে অনুত্তীর্ণ ৫১ হাজার ৩৪৮ জন এবার পরীক্ষার্থী রয়েছেন। নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থীর বাইরে প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন ৩ হাজার ৩৯০ জন। মানােন্নয়ন পরীক্ষার্থী রয়েছেন ১৬ হাজার ৭২৭ জন।