একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা। একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস
একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা। আপনাদের চাহিদার কথা চিন্তা করে এ পোস্টটি নিয়ে এসেছি। একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে উপস্থিত হওয়ার সাথে সাথেই অনেকেই একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা সম্পর্কে জানতে আগ্রহী। সেই সাথে অনেকেই একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস অনুসন্ধান করছেন। উভয় ব্যাগটি এখান থেকে উপকৃত হবেন এর কারণ কিছু কথার সাথে আমরা স্ট্যাটাস উল্লেখ করেছি।
একুশে ফেব্রুয়ারি নিয়ে বিশেষ ব্যক্তিগণ কি মতামত প্রকাশ করেছেন এই বিষয়ে সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে আমাদের। এক্ষেত্রে আমরা মহান ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কথাগুলি জানব। সেই সাথে এই কথাগুলো স্ট্যাটাস হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত বলে মনে করছি। আপনাদের সহযোগিতায় প্রয়োজনীয় অনেক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। এই সকল বিষয় জানার জন্য আমাদের সাথে থাকুন।
একুশে ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা
এ দিবসটি সম্পর্কে অনেকেই অনেক মতামত প্রকাশ করেছেন। একুশে ফেব্রুয়ারির ইতিহাস আমরা সকলেই জানি। তাইতো ভাষা শহীদদের স্মৃতি স্মরণে আমরা স্থাপন করেছি শহীদ মিনার। এছাড়াও এই দিবসটিকে অমর একুশে ফেব্রুয়ারি বলা হয়ে থাকে। তাদের সম্মান প্রদর্শনের জন্য আমরা এই দিনটিতেই শহীদ মিনার গুলোতে ফুল দিয়ে থাকি। আমরা কৃতজ্ঞ যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা বাংলাকে।
গ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে
তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা
যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে
তাদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর রাখা উচিত।””
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান__________________
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি;
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি;
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি
দীর্ঘ সংগ্রামে অর্জিত তুমি ২১ শে ফেব্রুয়ারী
একুশ এর রক্তেলেখা – আন্তর্জাতিক মাতৃভাষা।
একুশ একুশ বলে আবার বাংলারই প্রান্তরে,
রক্তাক্ত গোলাপ রক্তে রাঙানো তাঁর মুখ।
এই রক্ত বিলাসী গোলাপটি কাহার তরে –
একুশ এর রক্তেলেখা বুকে এঁকে করেছি পণ।
ভুলবো না তোমায় কভু অসুখ দুঃখক্ষণ,
সালাম – বরকত – রফিক – জব্বর।
আরো হাজার শত ভাইয়ের রক্তে ভেজা,
২১শে ফেব্রুয়ারী________________
একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস
একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে অনেকেই ফেসবুকে পোস্ট করে থাকেন। এই ধরনের কিছু পোস্ট আমরা দিয়ে রাখব আপনাদের। এখান থেকে আপনি প্রয়োজনীয় এই তথ্যগুলো সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করতে পারেন। বর্তমান সময়ে অনেকেই এমনটা করে থাকে। তাই আমরা এই দিবসটি সেরা কিছু স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে।
“”বেঁচে থাকুক ভাষা শহীদরা সকল বাঙ্গালীর মনে।যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা আমরা তাদের কখনো ভুলবো না।
সবাইকে একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা।””
“‘যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,
গরভে বুকটা ভরে উঠে তাদের জন্য
যারা জীবন দিয়েছে ভাষার তরে।””
“”ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ভাষার মেলা””
“কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়।
প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি।””
“”বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল””