উক্তি

আত্মহত্যা নিয়ে উক্তি, হাদিস ও কিছু কথা

আত্মহত্যা নিয়ে উক্তি, দুঃখজনক হলেও সত্যি বর্তমান সময়ে এসেও অনেকেই আত্মহত্যা করে থাকেন। আমরা এর কারণ সম্পর্কে অনুসন্ধান করলে দেখব তেমন কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়ে আত্মহত্যা করেনি। বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনার পর সত্যিই খুব খারাপ লাগার সৃষ্টি হয়। আর আজকে আমরা আত্মহত্যা সম্পর্কে উক্তি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। এর পাশাপাশি কিছু হাদিস দিয়ে সহযোগিতা করা হবে আপনাদের। আশা করি আপনারা আত্মহত্যা সম্পর্কিত বিষয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন।

আত্মহত্যা নিয়ে উক্তি। আত্মহত্যা বলতে নিজেকে নিজেই হত্যা। এক্ষেত্রে বিশেষ ব্যক্তিগণ কি বলে গেছেন এই বিষয়ের সম্পর্কে জানা জরুরী সেইসাথে এই বিষয়ে হাদিস এর আলোকে জ্ঞান অর্জন জরুরী। এক্ষেত্রে আমরা ইহকাল ও পরকাল উভয় ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সবসময় আত্মহত্যার বিরোধিতা করবো। নিজে কখনও এই বিষয়গুলো চিন্তায় আননা অপরকে সাবধান করার চেষ্টা করব।

আত্মহত্যা নিয়ে উক্তি

আত্মহত্যা নিয়ে অনেক উক্তি রয়েছে। সবগুলোই আত্মহত্যার বিপক্ষে। এক্ষেত্রে আমরা সকলেই জানি আত্মহত্যা মহাপাপ। এর পরেও অনেকেই আত্মহত্যা করে থাকেন। ছোট ছোট বিষয়ের উপর ক্ষিপ্ত হয়ে নিজেকে শেষ করার প্রচেষ্টায় অনেকেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকেন। অনেকেই বিষপান করে থাকেন। আমাদের কথা দীর্ঘ করবো না, আপনাদের প্রয়োজনীয় তথ্য আপনি যে উদ্দেশ্যে আমাদের ওয়েবসাইটে এসেছেন সেটাই নিচে উল্লেখ করা হচ্ছে আশা করি আপনার প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জেনে উপকৃত হবেন।

  • আত্মহত্যা জীবনে সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়।
    — নেপোলিয়ন বেনাপোর্ট
  • আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী সমাধান।
    — ফিল ডোনাহিউ
  • সভ্যতাগুলো আত্মহত্যার মাধ্যমেই নিশ্চিহ্ন হয়ে যায়, হত্যার কারণে নয়।
    — আরনোল্ড টয়েনবি
  • আত্মহত্যার চেয়েও বড় কাপুরুষতা হলো আত্মহত্যাকারীকে আত্মহত্যা এর মুখে ঠেলে দেয়া।
    — অ্যাশলেই পার্ডি
  • আত্ম সমালোচনার সবচেয়ে বাজে উপায় হলো আত্মহত্যা।
    — রবার্ট হেইনলেন
  • আত্মহত্যা খারাপ এর সম্মুখীন হওয়ার হারকে কমিয়ে দেয় না, বরং আপনার জীবন থেকে ভালো কথাটি মুছে দেয়।
    — ভিক টুয়েনটিস
  • আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবন নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র।
    — আল গ্রিন
  • আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না বরং সমস্যার সমাধান এর জন্য চেষ্টা চালিয়ে যান।
    — হেইলেই উইলিয়ামস
  • আত্মহত্যা নয় বরং যে স্মৃতিগুলোর জন্য করতে চাচ্ছিলেন সেই খারাও স্মৃতিগুলোকে হত্যা করুন। দেখবেন ভালো আছেন।
    — সংগৃহীত
  • সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য নয়, বরং এটি জঘন্য জন্যই সৃষ্টিকর্তা এটিকে নিষেধ করেছেন।
    — ইমানুয়েল ক্যান্ট
  • আত্মহত্যা তো শুধুই দেহটার মৃত্যু ঘটায় তবে আসল মৃত্যুটা আত্মহত্যার পিছনে যে কারণ তার কারণেই হয়ে থাকে।
    — সংগৃহীত
  • আত্মহত্যা কখনো ব্যাথার অবসান ঘটায় না বরং এটি তা অন্য কারোর উপর চাপিয়ে দেয়।
    — অস্কার ওয়াইল্ড
  • আত্ম সমালোচনার সবচেয়ে বাজে উপায় হলো আত্মহত্যা।
    — রবার্ট হেইনলেনআত্মহত্যা খারাপ এর সম্মুখীন হওয়ার হারকে কমিয়ে দেয় না, বরং আপনার জীবন থেকে ভালো কথাটি মুছে দেয়।
    — ভিক টুয়েনটিস

    আত্মহত্যা কোনো উত্তর নয় বরং জীবন নামক যুদ্ধক্ষেত্র থেকে পালানোর অজুহাত মাত্র।
    — আল গ্রিন

    আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না বরং সমস্যার সমাধান এর জন্য চেষ্টা চালিয়ে যান।
    — হেইলেই উইলিয়ামস

    সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য নয়, বরং এটি জঘন্য জন্যই সৃষ্টিকর্তা এটিকে নিষেধ করেছেন।
    — ইমানুয়েল ক্যান্ট

    আশার আলো একবার ডুবে গেলেই যে আত্মহত্যা করতে হবে এমন কিছু নেই, মনে রাখবেন সূর্য কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর ঠিকই আলো দেয়।
    — জাকারিয়া মাসুদ

    আত্মহত্যা কখনো ব্যাথার অবসান ঘটায় না বরং এটি তা অন্য কারোর উপর চাপিয়ে দেয়।
    — অস্কার ওয়াইল্ড

আত্মহত্যা নিয়ে হাদিস

কুরআন মাজীদ ও হাদিসের আলোকে আত্মহত্যা সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে প্রকাশ করার ইচ্ছে নিয়ে বিষয়টি উল্লেখ করছি এখানে। আপনারা যারা মুসলিম সমাজের মানুষ। যারা মুসলিম হিসেবে দাবী করেন। তারা আত্মহত্যার বিষয়ে অবশ্যই জানবেন। এই বিষয়ে ইসলাম কি বলে অবশ্যই জানা উচিত। তাই আপনার সংক্ষেপে কয়েকটি হাদিস দিয়ে আপনাদের সহযোগীতা করছে।

আল্লাহ বলেন, ‘আমার বান্দা নিজেকে হত্যা করার ব্যাপারে বড় তাড়াহুড়া করে ফেলেছে। আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম।’
— বুখারি ও মুসলিম

যে ব্যক্তি যা দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে তাকে সেই জিনিস দ্বারাই শাস্তি দেয়া হবে।
— সহীহ বুখারী

আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর করুণাময়।’
— সুরা নিসা, আয়াত : ২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button