নামাজের ছানা বাংলা উচ্চারণ, অর্থ এবং নামাজে ছানা পড়ার নিয়ম
আসসালামুআলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি ভাল আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সানা। সালাত অথবা নামাজে এটির গুরুত্ব কতটুকু এটি আমরা সকলেই জানি। প্রতিটি মুসলমানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এটি সম্পর্কে জানেন না অথবা এটি ব্যবহার প্রয়োজনীয়তা জানেন না তারা খুব সহজেই এখান থেকে এটি বাংলা উচ্চারণ এর সাথে মুখস্থ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যারা সান এর বাংলা অর্থ অনুসন্ধান করছেন তাদের জন্য আমরা এর অর্থ প্রদান করছি। সুতরাং এই পোস্টটি প্রতিটি মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।
আশা করি এই প্রশ্নের মাধ্যমে আপনারা উপকৃত হবেন। আপনাদের সকলকে এই ছানা সম্পর্কে জানার অনুরোধ রইল। আশাকরি সকলেই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন এবং প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে যাবেন।
নামাজের ছানা
সালাতে এই সানার গুরুত্ব রয়েছে অনেক। আমরা অনেকেই জানি না প্রত্যেক নামাযের শুরুতে সানা পড়া হচ্ছে সুন্নত। সুতরাং এটি বাধ্যতামূলক নয়। এই কথাটি বলার কারণ অনেকেই রয়েছে যারা নামাজের শুরুতে সানা পড়ার কথা ভুলে যান তারা দুশ্চিন্তায় পড়ে যান সালাত সঠিকভাবে আদায়ের হল কিনা এ বিষয়ে।
নামাজের ছানা কখন পড়তে হয়
আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সানা পড়ার নিয়ম সম্পর্কে জানেনা। অথবা সানা কখন পড়তে হয় সালাতের মধ্যে এই বিষয়ে জানেন না। তাদের উদ্দেশ্যে বলছি প্রতি সালাতের শুরুতে সানা পড়া সুন্নত। যেহেতু এটি সুন্নত তাই বলা যায় বাধ্যতামূলক না। তবে আমার অনুরোধ রইলো এটি পড়ার জন্য।
ছানা বাংলা উচ্চারণ
আরবি অনেকেই পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কেননা আরবি ভাষা অনেকেই ভালভাবে পড়তে পারেন না ফলে মুখস্ত করতে সমস্যা হয়। তাই এই ওয়েবসাইটটিতে ইসলামিক বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে সবগুলোতেই বাংলা উচ্চারণ দেওয়া হয়েছে। এখান থেকে আপনি ছানা বাংলা উচ্চারণে পড়ে নিতে পারছেন।
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ
উচ্চারণ: সুবাহানাকা আল্লাহুমা ওয়া বিহামদিকা ওয়াতাবারা কাসমুকা ওয়া তায়ালাজাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা।
ছানা বাংলা অর্থ
অর্থ সম্পর্কে জ্ঞান থাকা উত্তম। এছাড়া আপনি বুঝতে পারবেন না এটির মধ্যে কি বলা হয়েছে কি আদেশ-নিষেধ রয়েছে। তাই চেষ্টা করবেন প্রয়োজনীয় সকল সূরা দোয়া গুলোর বাংলা অর্থ জানার।
অনুবাদ: হে আল্লাহ! তুমি পবিত্র সকল প্রশংসা তোমারই। তোমার নাম মঙ্গলময়। তোমার মহিমা অতীব উচ্চ। তুমি ব্যতীত অন্য কোন উপাস্য নাই।