শুভেচ্ছা বার্তা

শীত নিয়ে এসএমএস, স্ট্যাটাস ও উক্তি

আপনি কি শীত এসএমএস করছেন ? তাহলে সঠিক জায়গায় এসেছে। এখানে আমরা আপনাদের সহযোগিতার জন্য শীত নিয়ে মজার এবং রোমান্টিক কিছু এসএমএস সংগ্রহ করেছি । এই শীতের দিনে অনেকেই রয়েছে যারা অনলাইনে অনুসন্ধান করেন শীতের রোমান্টিক মজার দুষ্টুমি ভরা কিছু পাওয়ার জন্য। অনেক ক্ষেত্রে সকল এসএমএস তারা ব্যবহার করেন। অনেকেই রয়েছে যারা এই সকল এসএমএস বন্ধুবান্ধব এমনকি আত্মীয়-স্বজনসহ পছন্দের মানুষটির কাছেও ব্যবহার করেন। তাই সে সকল মানুষকে সহযোগিতার জন্য আমরা নিয়ে এসেছি এই পোস্টের মাধ্যমে শীত নিয়ে ফানি অর্থাৎ মজার এসএমএস গুলো। এছাড়াও রোমান্টিক এসএমএস হয়েছে এই পোস্টে।

এসকল বিষয় অনলাইনে অনুসন্ধান করলেও তেমন কোন ওয়েবসাইট নেই যেগুলো একসাথে এই সকল তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করতে পারে। এখানে আপনি যে সকল তথ্য পাবেন তাহলোঃ শীত নিয়ে স্ট্যাটাস, শীত নিয়ে এসএমএস। শীত নিয়ে ফানি এসএমএস, শীত নিয়ে রোমান্টিক এসএমএস। এছাড়াও এই পোস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন শীত সম্পর্কে বিশেষ ব্যক্তিগণ কি মতবাদ প্রকাশ করেছেন অর্থাৎ শীত নিয়ে উক্তি।

এসকল তথ্য জানার জন্য আপনাকে পুরো পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। আমরা একে একে সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আমাদের দেওয়া এসএমএস স্ট্যাটাস ও উক্তি গুলো আপনাদের ভালো লাগবে।

আশাকরি পোষ্টের মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। আপনারা চাইলে এই পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

শীত নিয়ে এসএমএস

বছর ঘুরে আবারও আমাদের সামনে উপস্থিত হয়েছেন শীতকাল। তাই শীতকাল নিয়ে অনেকেই এসএমএস খুঁজে থাকেন। যারা শীতকাল নিয়ে এসএমএস অনুসন্ধান করেন তাদের জন্য সুখবর। সুখবর বলার কারণ এই পোস্টে আপনারা বিশেষ কিছু এসএমএস পাবেন যেগুলো শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করা হয়েছে। পুরানা সকল এসএমএস থেকে সংকরণ করে নতুনভাবে সাজানো হয়েছে এবারের শীত এসএমএস। তাই আশা করা যায় আপনাদের এই সকল এসএমএস ভালো লাগে।

*শীতের সকাল
মনে করে দেয়
অতিতের স্মৃতি
মাখা দিন গুলির কথা ।
*শীতের বিকেল
অতীতের চাদর ঘাঁটে
কুয়াশাময় কিছু স্মৃতি,
আদুরে গন্ধ।
*শীত নেমেছে প্রদোষকালে
ঠোঁট মানেনা সিগারেটে
ঠোঁট পেতে চায় সেই সময়ে
তোমার ঠোঁটের ছায়া নিতে।
* শীতের হালকা আমেজ নিয়ে
আজকে এলো রাত
ঘুমের দেশে যাও হারিয়ে
স্বপ্ন বাড়াক হাত ।
*হাঁসি নিয়ে আসলে শীত
বিশাল বিড়ম্বনা । হাঁসি শুরু হয় ঠিকই ,
কিন্তু শীতের কাঁপুনির সাথে
হাসি একবার মিক্স হয়ে গেলে
সে হাসি আর থামে না ।
*তোমার গায়ে শীত নামে ভোরে
আলস্য কাটায় মিঠে রোদ.
হাওয়ার নামে উত্তুরে চিঠি
শহরময় শীতবর্ষা হোক।
* শীতের কাল শুকিয়েছে পাতা,
তুমি রোদ হয়ে এনো উষ্ণতা …
*শীত, গ্রীষ্ম, বর্ষা
এখন জালিয়াতিই ভরসা ।
*শীতের সকালে,
স্মৃতির উষ্ণ পশমী কাপড় জড়ানোর আশায়।
*জষ্ঠি মাসের ভরা রোদ্দুর
খাঁ খাঁ মাঠে চলি কতদূর
ঘামঝরা পথ নেইকো ছায়া
রোদ্দুর তুমি বড় নিষ্ঠুর
দামাল আষাঢ় পানী একরাশ
রোদ্দুর তুমি ভেঙে ছারখার
শা্রবণ মাসে সবুজের খেলা
শীতের আকাশে মিঠে রোদ্দুর ।
*কুয়াশা ঢাকা শীতের সকাল
শিশির ভেজা ঘাস
মাটির সোদা গন্ধ
প্রাণ ভরে নাও শ্বাস।

*শীতের সকাল ,

 মিঠে কড়া রোদ আর ক্রিকেট..

বড় হওয়ার প্রয়োজনে ছোটবেলাটা

যেন বড্ড তাড়াতাড়ি ছোট হয়ে গেল।

*শীতের সকাল যখন

আলমোড়া ভাঙ্গে

কুয়াশার চাদর তখন

নেশার মতো থাকে।

*শীতের দুপুর মানেই

ছাদে রোদ পোহা ও

সাথে রবীন্দ্রসঙ্গীত।

*শীতের অলস দুপুর এসে

চুপটি করে পাশে বসে

যখন গল্প বলবে কানে

তখন কি পড়বে মনে?

*শীতের দুপুর লেপের

তলায় কাটিয়ে দেওয়াই যায়!

-কিন্তু যদি স্বপ্ন আছে?

তাহলে তো পড়তে হবে ভাই …।

*কচি কাচারাও মেতে ওঠে

হরেক রকম মজায়

শীতের দুপুর আরামদায়ক

সূর্যি মামার ছটায়।।

*শীতের মধ্যে কবিতা হয়না

ধরেছে বুঝি নতুন বায়না,

আটকে গেছে নদীর বাণ,

যতই তুমি গাও সে গান।

*শীতের দিনে মেঘলা আকাশ

অবিরাম ঝরেছে বৃষ্টি ।

কাগজ কলম জুড়ে আজ হোক

রন্ধে ছন্দে কবিতা সৃষ্টি।।

*তোমার ছন্দ কুয়াশা মাখে

শিশির ভেজা ঘাসে

আমার ছন্দ বদ্ধ ঘরে

শীতের পৌষ মাসে ।

*শীতের দিনে মেঘলা আকাশ।

কম বৃষ্টি ঠান্ডা বাতাস।

* শীতের সকালে একটু মিঠে শুভেচ্ছা

এনে দিল হাসি আর

কুয়াশা ছোঁয়ার ইচ্ছা ।

*এসে গেছে আবার শীত,,,

সবাইকে শীতের

সকালের শুভেচ্ছা…

* মাখবো রোদ শীতের ভোরে,

মেলবো গা উজানে..

বেহাগ যত না পাওয়া সোহাগ

রঙিন মনবাগানে…

*কবিতা তুমি আমার শীতের কম্বলের ঊম।

তুমি আমার বৃষ্টি ভেজা আত্মার ঘ্রান।

কবিতা তুমি আমার চন্দ্রাহত অভিলাষ,

তুমি নিখাদ প্রেম, প্রাণ আর প্রাণ ॥

*শীতের সকাল যখন

আলমোড়া ভাঙ্গে

কুয়াশার চাদর তখন

নেশার মতো থাকে।

*শীতের সকাল,ঘুমঘুম রেশ

কোলবালিশ জুড়ে মোহময় আবেশ

মায়ের ডাকে জাগা ছোটবেলার অভ্যেস

ঘুমঘুম চোখে green tea র

চুমুক বদলে দেয় পরিবেশ।

*কুয়াশা ঢাকা শীতের সকাল

আঁধার কাটেনি এখনো

সূর্যি মামার এখন হয়নি

কুঁড়ি দের ঘুম ভাঙানো

*আটপৌড়ে শীতের দুপুর মিঠে

রোদের নরম বাহার নকশীকাঁথা…

কচি সবুজ হারানো সেই রাঙা উঠোন

ফিরে পাওয়ার ইচ্ছে হবার বিষণ্ণতা

* শীতের ভোরে থাক উষ্ণ মন,

এক কাপ গরম চায়ে রইলো..

আজ সকালের আমন্ত্রণ।

*খাবার যতই থাকুক ভালো

গরম ভাত আর সিদ্ধ আলু,

শীতের সকালে লাগে তৃপ্ত

যদি থাকে সাথে পেঁয়াজ ।

*এসে গেল লেপের

ভিতর মোবইল

ঘাটার দিন ।

ওয়েলকাম শীতের দিন ।

*শীতের সকালে নরম রোদ

হাতে গরম চায়ের কাপ

সাথে তুমি…

*কুয়াশায় মোড়া শীতের সকাল,

সাদা চাদরে মুখ *****

মলি ফুলের গন্ধে ভরে,মনটা ব্যাকুল

কাক ডাকা ভোরে,সুমধুর সুরে

ভেসে আসে” হরে -কৃষ্ণ” নাম….!!!

ছোটদের কলরব – অ – আ ,ক-খ

গাছের ডগায় শিশির বিন্দু

করছে ঝক -মক….!!!!

*শীতের আদরে চাদর বেছানো মাঠ

কফির চুমুকে আবেশিত পিকনিক

হঠাৎ চমকে চারচোখ আজও মেলে

দূরে বাঁশি বাজে শব্দেরা ঝিকঝিক।।

*শীতের হিমেল পরশ শেষে

রঙ ধরেছে পাতায়

মনে ও বুঝি রঙ ধরেছে

কবিতা ভরে খাতায়

বসন্ত আজ লালে রাঙা

পলাশ ফুলের বনে

তবে,

মানুষ বুঝি হুঁশ হারিয়ে

নির্বাক নির্জনে

লাল রঙ তাই ধুসর মাটি

ফিকে রঙ যার

ধুলোয় মেশে বসন্ত তাই

তাল কেটেছে তার।

*Welcome to “শীতকাল”

তাই সকলকে জানাই

শুভ শীতের সকাল ।

*শীতের সঙ্গে আজ, ঘুম চোখ মিশে গিয়ে

যদি আঁকে তোর কোনো ছবি

শব্দ ছন্দ নিয়ে স্বপ্নে হাজির হলে

আমার কবিতা তুই হবি?

তা যদি পারিস হতে,

তবে জীবনের স্রোতে

ভেসে যাবো বহুদুরে সাথে নিয়ে সবই ।

*নরম রোদের চাদর গায়ে, কাঁপছে বুড়ো শীত,

কুয়াশা নাকি রোদ জাগবে? কার হবে হার-জিত?

জানলা জুড়ে শীতের আমেজ, বইয়ের পাতায় থাক,

ধনীর বাড়ির কম্বলে আজ, গরিবটা সুখ পাক।

আকাশ জুড়ে পরিযায়ী, খেজুর গুড়ের ধুম,

কারোর সকাল চোখ খোলেনি, রাতটা যে নির্ঘুম!

আসর জমাক শীতের সকাল, আদর ভরা রাত,

যেমন করে শান্তি খোঁজে, শীতার্ত মৌচাক।

*বাঙালীর শীতকাল

মানে

“বিকেল বেলায় ভলিবল

তো

রাতের বেলায় ব্যাডমিন্টন”

*শীতের সকাল, মেঘলা সকাল,

হয় কুয়াশা নয় মেঘ,

যাই হোক রবির তেজ কম,

 দিনটি খুব ভালোই কাটুক,

 শীতের শুভ সকাল।

*কবিতা পর শীতের ছোঁয়া তে

নাম রাখ বইয়ের মলাটে,

গাছ পাতায় ছড়িয়ে রাখ ছবি আমার

কবে জানি শীত তোর আসবে আবার।

*শীতের দুপুর, খোলা জানলা,

হালকা রোদ্দুর আর একটু আধটু শরৎ-রচনা।

সব শান্তিকে হার মানায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button