কবিতা

বৃষ্টি নিয়ে কবিতা, রোমান্টিক উক্তি

আমরা অনলাইনে অনুসন্ধানের এর মাধ্যমে জানতে পেরেছি অনেক সংখ্যক মানুষ রয়েছে যারা এখানে বৃষ্টির কবিতার জন্য সার্চ করে থাকেন। কিন্তু তেমন কোন ওয়েবসাইট নেই সেখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে বৃষ্টি সংক্রান্ত কবিতা গুলি। অনেকেই এই সকল কবিতা বৃষ্টি জড়িত কোন ছবি কিংবা বৃষ্টির দিন ভালোবাসার মানুষ গুলোকে এধরনের কবিতা দিয়ে অবাক করে দেয়। এছাড়াও ফেসবুক ক্যাপশন হিসেবে এগুলো ব্যবহার করা হয়। এছাড়াও অনেকেই বিভিন্ন ক্ষেত্রে এই কবিতাগুলি ব্যবহার করে থাকেন।

এজন্য আমরা আজকের এই পোস্টটিতে বৃষ্টির কবিতা গুলো দিয়ে আপনাদের সহযোগিতা করব। ছোট বড় সকল লেখক এর বৃষ্টির কবিতা গুলো আমরা সংগ্রহ করে এবং সেখান থেকে আকর্ষণীয় যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো নির্বাচন করে আপনাদের সামনে উপস্থাপন করছি। বৃষ্টির সুন্দর সুন্দর কবিতা পেতে আমাদের সাথে থাকুন।

বৃষ্টি নিয়ে কবিতা

আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা এখানে নিয়ে এসেছি বৃষ্টির সংক্রান্ত কবিতা গুলি। অনেক ক্ষেত্রে এই সকল কবিতার প্রয়োজন পড়ে। তাই হাজার হাজার কবিতার মধ্য থেকে বেশ কিছু আকর্ষণীয় কবিতার ছন্দ নিয়ে এসেছি এই পোস্টে। নিচে কবিতাগুলো দেয়া রইল আপনার পছন্দের কবিতাটি নির্বাচন করুন।

ঝমঝমিয়ে বৃষ্টি আসে,
দাঁড়িয়ে আছি তোমার পাশে,
তোমার সাথে ভিজছি বেশ
এ যেন এক নতুন আবেশ।”

“নীল আকাশ মেঘলা হলো,
নামবে হয়ত বৃষ্টি
আমার কথা পড়লে মনে,
জানালায় রেখো দৃষ্টি।”

“মেঘ তোর সঙ্গে যাবো,
হাওয়ায় ভেসে শীল কুরাবো।
মেঘ তোর সঙ্গে যাবো,
ঠান্ডা হাওয়ায় প্রাণ জুরাবো।”

“বৃষ্টিতে যখন তোমার সোশ্যাল স্ট্যাটাস এর ভীড়ে বারে।
ফুটপাতবাসী তখন বৃষ্টি থামার প্রার্থনা করে।”

“বৃষ্টি পড়ছে টুপটাপ
বারান্দায় বসে চুপচাপ
ভেজা কাকটা ডানা
ঝাপটায় ঝুপঝাপ
অতীতের স্মৃতিগুলো
মাথায় খায় ঘুরাপক।”

টিপ টিপ বৃষ্টি পরে।
একা বসে আছি ঘরে।
তুমি আছো কেমন করে
জানাও আমায় SMS করে।
তোমার কথা মনে করে।
মেসেজ দিলাম সেন্ড করে।”

“এই বৃষ্টির নেশা তে,
চাই মন হারা তে।
সব সীমা ছাড়িয়ে,
মন চাই শুধু তোমাকে।”

“বৃষ্টি হলে খবর দিস
হাঁটবো দু’জন একটি ছাতায়,
খালি পায়ে শহর ঘুরে,
বৃষ্টি ভেজা প্রেমের গল্প,
লিখে রাখব ডায়রির পাতায়।”

“বাইরে বৃষ্টি ভেতরে বৃষ্টি
ভেজা ভেজা মন।
মনের দুয়ারে চোখের কিনারে
তুই সারাক্ষন।”

“আবার যদি বৃষ্টি নামে,
আমিই তোমার প্রথম হবো।
লেপ্টে যাওয়া শাড়ির মতো
অঙ্গে তোমার জড়িয়ে রবো।”

শহর জুড়ে বৃষ্টি নামুক,
তুমি খুঁজে নিও ঠাঁই।
প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক,
আমি তোমাকে চাই।

বৃষ্টি মানে জলের দেশে ভেলায় করে ভাসা,
দূর আকাশের রামধনুটা ছুয়ে দেখার আশা।
মাটির চুলোয় ডাব-খিচুড়ি, বেগুন ভাজার সাথে,
কাঁদার ভিতর গড়াগড়ি, ফুটবলে তে মাতে।

বৃষ্টি মানে বইপ্রেমিরা বইয়ে ডোবে; কফির মগ হাতে,
সোডিয়াম বাতি অনর্থক শহুরে এমন রাতে।
শতরঞ্জির খেলায় মাতে ছেলেবুড়োর দল,
বৃষ্টিভেজা হওয়ার জন্যে হাজার রকম ছল।

বৃষ্টি মানেই চায়ের আসর, বেসুরো সব গান,
লন্ঠনের মৃদু আলোয় আশঙ্কাময় প্রান।
ঘন কালো মেঘের ভেলায় আধার নামে পটে,
মাঝিহীন নৌকারা সব বাধা থাকে ঘাটে।

বৃষ্টি মানেই আনন্দ এক, ভালোবাসার খেয়া
মাঝেমধ্যে বৃষ্টি পানে উদাসী হয় হিয়া
তবু তোমার বৃষ্টি দেখার থাকবে নিমন্ত্রণ-
ডাকপিয়নের খামের ভিতর অনুভূতির যতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button