দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস
দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস: ভাই বোনের সম্পর্ক রক্তের সম্পর্ক। একসাথে থাকা একসাথে খাওয়া কত দুষ্টামি ভরা একটি সম্পর্ক ভাই বোনের সম্পর্ক। এমন সম্পর্ক কঠোর থাকুক চিরকাল। প্রিয় পাঠক বন্ধুগণ আপনারা যারা এই মুহূর্তে আমাদের এই আলোচনায় অবস্থান করছেন আমরা জানি আপনাদের দিদির জন্মদিন উপস্থিত হতে চলেছে। এমন দিনে দিদিকে উপহার প্রদান করবেন উপহার প্রদান করতে না পারলেও অবশ্যই শুভেচ্ছা বার্তা জানিয়ে স্ট্যাটাস প্রদান করবেন এতে দিদিরা অনেক খুশি হবে। দিদিকে আশীর্বাদ জানিয়ে সুন্দর একটি জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস প্রদান করার আগ্রহ থেকে থাকলে আমাদের আলোচনা থেকে এমন স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারেন।
সুন্দর কিছু দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর স্ট্যাটাস তৈরিতে কাজ করেছি দীর্ঘদিন। আশা রাখছি এমন স্ট্যাটাস গুলো আপনাদের ভাল লাগবে সুন্দর এই স্ট্যাটাস গুলো তুলে ধরার আগ্রহ প্রকাশ করছি আপনাদের মাঝে। আলোচনা সাপেক্ষে দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর অসংখ্য স্ট্যাটাস প্রদান করছি। অনেকেই সুন্দরভাবে গুছিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো লিখতে পারেন না তাইতো আমরা আমাদের আলোচনায় তৈরীকৃত সুন্দর কিছু স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি আশা রাখছি পূর্ণ আলোচনার সাথে থেকে এমন স্ট্যাটাস গুলো সম্পর্কে জেনে আপনার পছন্দের স্ট্যাটাস নির্বাচন করে ব্যবহার করতে পারবেন জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাসে।
দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাস
দিদির জন্মদিনে এক এক ব্যক্তি একেক ধরনের শুভেচ্ছা স্ট্যাটাস প্রদান করেন। অনেকেই রয়েছেন যারা দিদির সাথে বেশি দুষ্টামি করে থাকেন এমন দিদিকে কেন্দ্র করে মজার কিছু শুভেচ্ছা স্ট্যাটাস প্রদান করতে চান। আমরা তাদের উদ্দেশ্যে দিদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুন্দর মজার কিছু স্ট্যাটাস দিয়ে সহযোগিতা করব। শুধু তাই নয়, শুভেচ্ছা স্ট্যাটাস গুলোর মধ্যে রয়েছি কিছু আশীর্বাদ যুক্ত শুভেচ্ছা স্ট্যাটাস। দিদিকে জন্মদিনের আশীর্বাদ জানিয়ে শুভেচ্ছা সেটা তো থাকবেই প্রথমত আমরা আপনাদেরকে দিদির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো দিয়ে সহযোগিতা করেছি।
- দুঃখের কথা ভুলে যেয়ো, ভবিষ্যতের কথা মনে রাখো
..আজকের দিনটা ভালো করে উপভোগ কোরো তুমি
তোমার মতন দিদি পেয়ে হয়েছি ধন্য আমি!
শুভ জন্মদিন দিদি!
- ঝগড়া ও খুনসুটি
তাই নিয়ে মাতামাতি
ছেলেবেলার দিনগুলি ভুলতে কি পারি?
তুই ছিলি সাথে সাথে
সর্বদা দিনরাতে
প্রিয় দিদি যে তুই আমার
তোর জন্মদিনে পাঠাই
একরাশ ভালোবাসা আমার!
- জীবনের প্রতি পদে,
দুই ছিলি মোর সাথে,
আজ তুই বহুদূরে,
আছিস তবে মনের কাছাকাছি।
তোর কথা ভেবে আমি তাই বেশ ভালো আছি।
মা কে পায়নি ,তোকে পেয়েছি, তুই যে আমার জীবন।
আজ এই বিশেষ দিনটিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি
সুস্থ থাক, আনন্দে থাক, ভালোবাসায় ভরে উঠুক তোর ভুবন।
- দিদি,আজ তোমার জন্মদিনের শুভ দিনটিতে প্রচুর মজা , আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি … সব আশা, সব বাসনা পূর্ণ হোক তোমার । শুভ জন্মদিনের অভিনন্দন !
- বাতাসে আজ সুবাসিত স্নিগ্ধতা,
সারি সারি পাখিরা আজ গাইছে গান, নতুন করে প্রকৃতি সেজেছে রঙিন, রাশি রাশি ফুলেরা আজ প্রস্ফুটিত কাননে, আজ যে আমার সবচেয়ে প্রিয় মানুষের জন্মদিন….সে আমার বড় ভালোবাসার, দিদি
“শুভ জন্মদিন দিদি”।
- ছোটবেলায় যেমন ছিলে
আজও তেমনটাই আছো
চিরনতুন সজীবতা নিয়ে
এভাবেই তুমি থেকো।
আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরও নবীন,আরও প্রাণবন্ত, ভালোবেসে তোমার বোন/ভাই
জানায় তোমায় শুভ জন্মদিন !
- দিদি ,তোমার জন্মদিনে নিয়ো আমার একরাশ ভালোবাসা
আজকের এই রাত হোক সুখময়,
নিয়ে আসুক এক নব প্রভাত,
প্রতিটি দিন -তোমার জন্য হোক কষ্টহীন,
পৃথিবীটা হয়ে উঠুক রঙিন..
আজকের এই সময়-টা শুধু তোমার জন্যই থাক
আর কারো নয়।
এই বিশেষ মুহূর্তে তোমার ভাই /বোন জানায় তোমায় শুভ জন্মদিন!
দিদির জন্মদিনের আশীর্বাদ জানিয়ে
আপনি কি দিদির এই বিশেষ আনন্দের দিনে দিদিকে আশীর্বাদ জানিয়ে সুন্দর স্ট্যাটাস ব্যবহার করতে চান। তাহলে এখান থেকে সুন্দর একটি স্ট্যাটাস সংগ্রহ করে নিতে পারবেন মূলত আশীর্বাদ প্রদানের উদ্দেশ্যে যারা জন্মদিনের স্ট্যাটাস করছেন তাদের জন্য অন্যতম সেরা কিছু আশীর্বাদযুক্ত জন্মদিনের স্ট্যাটাস উল্লেখ করছি যেগুলো দিদি র জন্য গুরুত্ব প্রদান করে তৈরি করা হয়েছে।
- দিদি, আজকের এই বিশেষ দিনটি ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে , জীবনে আরো উন্নতি ,সৌভাগ্য এবং ঐশ্বর্য আসুক এই কামনাই করি সর্বান্তকরণে । শুভ জন্মদিন!!!
- এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারেবার ,এই ক্ষণ যেন চিরকাল, ছুঁয়ে থাকে মনটা তোমার !! বছর বছর ফিরে, আসুক আনন্দের এই মুহূর্ত তোমার জীবনে প্রতিবার।
শুভ জন্মদিন দিদি !
- আজ দিদির জন্মদিন,
শুভ লগন। নাচে আমার প্রাণ আর আমার মন আজ কী যে আনন্দ, কী যে মজা
আনন্দে ভরে উঠুক দিদির সারাটা জীবন ।
- জন্মদিনে তোকে দেব,
কি আর উপহার, বাংলায় নিস ভালোবাসা-
হিন্দীতে নিস ‘প্যায়ার’।।
- তুই আছিস আমার পাশে
আর কী আমার চাই?
সুখে দুখে তোকেই যেন
চিরকাল পাই। ভালো থাকিস, এই কামনা করি বারবার ।
- বছর বছর ফিরে আসুক,
এই দিনটি ঘুরে ঘুরে,
তোকে নিয়ে করব মজা,
খাব পেট পুরে
Happy Birthday জানাই
তোকে বারেবার ।
সবার প্রিয় থাকবি রে তুই
‘দিদি’ যে আমার ।
- পৃথিবীর সবকিছুর চাইতে তুমি আমার কাছে সব থেকে বেশি দামী, তোমার মতন দিদি পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি আমি । ‘জন্মদিনের ‘এই শুভ দিনটিতে তুমি নিও আমার ভালোবাসাও প্রণাম ….
- আমার প্রিয় দিদি, তোমার এই বিশেষ দিনটিতে তোমার সুন্দর জীবন কামনা করি; ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন জীবনের বাকি দিনগুলিতেও তুমি সুখে ,স্বচ্ছন্দে ও সুস্বাস্থ্যে কাটাতে পারো।
- আমার সবথেকে প্রিয় বন্ধু ;আমার প্রিয় দিদিকে জানাই জন্মদিনের একরাশ শুভেচ্ছা আর অনেক ভালোবাসা ।
- পৃথিবীর সব থেকে ভালো দিদির জন্য তার ছোট বোন/ ভাইয়ের পাঠানো একগুচ্ছ বর্ণময় শুভেচ্ছার মালা গ্রহণ করে তাকে করে তুলো আরও বর্ণময়।