টিপস

জীবন বদলে দেওয়া কয়েকটি টিপস ।

যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছেই এসে ধরা দেয়
কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার
শব্দ ততো কম।

একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে, একটি
কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয় ।

আমি তোমাকে পছন্দ করি’ আর ‘আমি তোমাকে ভালবাসি’ কথা
দুটোর মধ্যে পার্থক্য কি? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন..
যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে আর তুমি যখন ।

যেখানে পরিশ্রম নেই,সেখানে সাফল্য ও নেই ।

সাফল্যের তিনটি শর্ত
১. অন্যের থেকে বেশি জানুন।
২. অন্যের থেকে বেশি কাজ করুন।
৩. অন্যের থেকে কম আশা করুন।

যদি একসাথে দুজনকে। ভালোবেসে ফেলেন তবে
দ্বিতীয় জনকে
বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে
পরতেন না।

কখনো যদি বাবা মায়ের কথায় | রাগ লাগে তখন নিজেকে একবার অনাথ হিসাবে কল্পনা করে দেখবে।

মানুষ কখনো ব্যার্থ হয়না, হয় | সে জিতবে না হয় সে শিখবে ।

অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া | হল আবেগ আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই
হল বাস্তবতা ।

যদি তুমি দৃশ্যমান মানুষকে
ভালবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বর কে কি করে ভালোবাসবে ।

আমার জুতো ছিলোনা তাই একদিন আমি। খুব কেঁদে ছিলাম। একটু পরেই কান্না থামিয়ে ফেলেছিলাম।
কারণ দেখলাম একটা মানুষের পা নেই।
সত্যিই আমাদের লাইফে আশীর্বাদে ভর্তি কিন্তু কিছু কিছু সময় আমরা তা বুঝতে পারিনা।

যখন কেউ কারও জন্য কাঁদে সেটা হলো আবেগ । যখন কেউ কাউকে কাঁদায়
সেটা হলো প্রতারণা।
আর যখন কেউ কাউকে।
কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে,
সেটাই হলো প্রকৃত ভালোবাসা।

যার মধ্যে সহ্য করার।
ক্ষমতা নেই । সে সবচেয়ে বেশি দূর্বল
ও নির্বোধ ।

জীবনটা কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া
অনেক ভালো ।

হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়।
সব মানুষ একই ভঙ্গীতে কাঁদে কিন্তু হাসার সময় একেক জন একেক রকম ।

যখন তোমার পকেট
ভর্তি টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে তুমি কে,
আর যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সারা ।
দুনিয়া ভুলে যাবে তুমি কে ।

যায় আমাকে সাহায্য
করেনি তাদের প্রতি আমি
কৃতজ্ঞ কারণ। তারা সাহায্য করেনি বলে। আমি নিজের কাজ নিজে করতে শিখে নিয়েছি ।

যে তোমায় আঘাত করেছে
ভুলে যাও ।
কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনও
ভুলে যেও না ।

এই পৃথিবী কখনও খারাপ মানুষের কর্মের জন্য।
ধ্বংস হবেনা। যারা খারাপ মানুষের খারাপ। কর্ম দেখেও চুপ থাকে, এই পৃথিবী তাদের জন্য
ধ্বংস হবে ।

সংসারে কারোর ওপর ভরসা
করোনা নিজের হাত এবং পায়ের ওপর
ভরসা করতে শেখ ।

যদি প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো তাহলে তোমার দিন।
ভালো যাবে | ১) আমি সেরা | ২) আমি করতে পারি। ৩)সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে।
৪) আমি জয়ী।৫) আজকের দিনটি আমার ।

পাখি কখনও ডাল ভেঙে পড়ে
যাওয়ার ভয় করে না ।
কারণ তার বিশ্বাস ডালের ওপরে।
নয় ডানার ওপরে।
তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো অন্য
কারোর ওপরে নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button