শুভেচ্ছা বার্তা

শুভ সন্ধ্যা এসএমএস ও স্ট্যাটাস

সুপ্রিয় পাঠক ভাই বোন বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শুভ সন্ধ্যা নিয়ে এসএমএস সম্পর্কিত একটি পোস্ট তুলে ধরবো। আমার আজকের এই পোস্ট থেকে আপনি শুভসন্ধ্যা সম্পর্কিত সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। আপনি আমার আজকের এই শুভ সন্ধ্যা সম্পর্কিত এসএমএস গুলো সংগ্রহ করে আপনি আপনার প্রিয়জনদের নিকট শেয়ার করতে পারবেন। শুভ সন্ধ্যায় আপনার প্রিয়জনদের কে আমাদের আজকের এই শুভ সন্ধ্যা সম্পর্কিত এসএমএস গুলো শেয়ার করার মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই শুভ সন্ধ্যায় সম্পর্কিত এসএমএস সম্পর্কিত পোস্টটি আপনাদের সকলের ভাল লাগবে এবং সবার দৃষ্টি আকর্ষণ করবে।

সন্ধ্যা হলো বিকেল ও রাতের মাঝামাঝি সময়কে বোঝায়। সন্ধ্যার সময় আবছা আবছা আলো থাকে। সন্ধ্যা এমন একটি সময় যার সৌন্দর্য প্রতিটি মানুষকে বিমোহিত করে তোলে। সন্ধ্যার সময়ই প্রতিটি মানুষ তাদের কর্ম সম্পাদন করে ঘরে ফিরে আসে। সন্ধ্যায় প্রতিটি মানুষ তাদের প্রিয়জনদের কাছে ফিরে আসে হাসি আনন্দ ও ভালোবাসা নিয়ে। সন্ধ্যার অপরূপ সৌন্দর্য ও রোমাঞ্চকর মুহূর্ত প্রতিটি মানুষের মনে আঁচড় কাটে। সন্ধ্যার সময় এক কাপ গরম চা বা কফি ও একটি গল্পের বই মানুষের মনের সমস্ত দুঃখ কষ্ট গুলো ভুলিয়ে দিতে পারে। সন্ধ্যা এমন একটি রোমান্টিক সময় যে সময়ে প্রতিটি মানুষ তার প্রিয় জনের সান্নিধ্য কামনা করে থাকে। সন্ধ্যার ঐ গোধূলি বেলায় সবাই প্রিয় জনদের কে শুভ সন্ধ্যা জানিয়ে থাকে। সন্ধ্যার এই রোমাঞ্চকর মুহূর্ত সকলের জীবনের সমস্ত হতাশা ও অবসাদ দূর করে দেয়। আমাদের সকলের উচিত সন্ধ্যার এই রোমাঞ্চকর মুহূর্তটি উপভোগ করা।

শুভ সন্ধ্যা এসএমএস

অনেকেই আছে যারা শুভ সন্ধ্যা নিয়ে এসএমএস সম্পর্কে অনলাইন বা ওয়েবসাইটে অনুসন্ধান করে যাচ্ছেন কিন্তু পছন্দনীয় কোন এসএমএস খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলছি আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সন্ধ্যা নিয়ে এসএমএস সম্পর্কিত একটি পোস্ট। আপনারা আজকে আমার এই পোস্ট থেকে সন্ধ্যা নিয়ে বেশ কিছু এসএমএস পেয়ে যাবেন। আমার আজকের এই পোস্ট থেকে আপনি আপনার পছন্দনীয় সন্ধ্যা সম্পর্কিত এসএমএস গুলো সংগ্রহ করতে পারবেন। আপনি আমার আজকের এই পোস্ট থেকে সন্ধ্যা সম্পর্কিত এসএমএস গুলো সংগ্রহ করে আপনি আপনার প্রিয়জনদের কে শুভ সন্ধ্যা জানাতে পারবেন। আপনি আমার আজকের এই শুভ সন্ধ্যা সম্পর্কিত এসএমএস গুলো আপনার বন্ধুবান্ধব পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। আপনি চাইলে আমার আজকের এই শুভ সন্ধ্যা সম্পর্কিত এসএমএস গুলো আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস বা ক্যাপশন আকারে ব্যবহার করতে পারবেন। নিচে শুভ সন্ধ্যা সম্পর্কিত এসএমএস গুলো তুলে দেওয়া হলো:

১. শুভ সন্ধ্যা, অনেক অনেক ভালো কাটুক আগামী দিনগুলো।

২. শুভ সন্ধ্যা,  অনেক অনেক শুভ কামনা রইলো।

৩. শুভ সন্ধ্যা, ভালো কাটুক আজকের সন্ধ্যা ও আগামীর দিনগুলো।

৪. মিষ্টি শুভ সন্ধ্যা, ওই যে দেখো দিনের আলো নিভে এলো। আমার সময় হলো শুভ সন্ধ্যা জানাবার। শুভ সন্ধ্যা।

৫. নীল আকাশে মেঘের ভেলা ছোট্ট ফুলের পাপড়ি মেলাসবুজ ঘাসের হাওয়ায় খেলা আনন্দে কাটুক সন্ধ্যা বেলা, শুভ সন্ধ্যা।

৬. শুভ সন্ধ্যা। প্রদীপ শিখার মত তোমার জীবন ভরে উঠুক আলোয়।

৭. প্রদীপ শিখার মত উজ্জ্বল হয়ে উঠুক তোমার জীবন, আনন্দময় হয়ে উঠুক গোটা জীবন। শুভ সন্ধ্যা।

৮. দিনের আলো ফুরিয়ে এলো, রাতের আধার নেমে এলো, তাই তোমাকে জানিয়ে দিলাম, শুভ সন্ধ্যা।

৯. সারাদিন পর একটি সুন্দর সন্ধ্যা আমাদেত গ্রাস করে নিলো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা।

১০. সন্ধ্যাটি অনেক অনেক শুভ হোক তোমার। রাতের পর আবার চলে আসবে সুন্দর একটি দিন। শুভ হোক তোমার সন্ধ্যা।

শুভ সন্ধ্যা কবিতা

1

সূর্য গেলো মেঘের বাড়ি
ডুবে গেলো বেলা.
তুমি বন্ধু ভালো থেকো
এই সন্ধ্যাবেলা.
“শুভ শুভ শুভ সন্ধ্যা”

2

তুমি যাও পরিচিত কোনো ডাকে
বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে
“শুভ সন্ধ্যা”

3

ঢেউয়ের তালে তালে দোলে অথৈ জল
সন্ধ্যা নামে ভুলে সব কোলাহল
“শুভ সন্ধ্যা”

4

সংলাপ ভুলে যাওয়া গোধূলি দেখে
জলের হরফে স্রোত কাহিনী লেখে
“শুভ সন্ধ্যা”

5

মনের কথা চোখের মাঝে করেছি যে বন্দী
চোখ আর মনের মাঝে খুব দারুন সন্ধ্যি
শুভ হোক আপনার সন্ধ্যাটি.

6

তুমি আমায় সন্ধ্যা দিলে জ্যোতস্না দিলে রাতে
নয়ন দুটি দিয়ে আমায় দৃষ্টি দিলে তাতে
“শুভ সন্ধ্যা”

7

পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না
পাওয়ার অনুভূতি হারানোর অনুভূতি
“শুভ সন্ধ্যা”

8

আলো বলে অন্ধকার তুই বড় কালো
অন্ধকার বলে সেই জন্যই তুই আলো
“শুভ সন্ধ্যা”

9

সূর্য গেছে মেঘের বাড়ি
ডুবে গেছে বেলা,
একটু খবর নিলেনা যে
আমায় ভুলে গেলা.
“শুভ সন্ধ্যা”

10

পাতা ঝড়ার আগে পাতার রঙ বদলে যায়
আর মানুষ বদলানোর আগে তার কথা বলার ধরণ বদলে যায়, “শুভ সন্ধ্যা”

11

পিছনে ফিরে গিয়ে শুরুটা পরিবর্তন করতে পারবে না হয়তো
সামনের দিনগুলো নিয়ে শুরু হোক তোমার ভাবনা, “শুভ সন্ধ্যা”

12

সূয্যি মামার ঘুম এলো, ফুরিয়ে এলো আলো
চাঁদ মামা জেগে উঠলো, এবার প্রদীপ জ্বালো
“শুভ সন্ধ্যা”

13

মুগ্ধ বাতাস স্নিগ্ধ আকাশে নীল দিগন্তের শেষে
সূর্য দিলো পারি চাঁদ মামা উঠলো জেগে
তোমাকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা সবার আগে, “শুভ সন্ধ্যা”

14

সারাদিনের যত দুঃখ কষ্ট গ্লানি
সব আস্তে আস্তে দূরে সরিয়ে
কাল থেকে শুরু করুন নতুন আলো নতুন জীবন
“শুভ সন্ধ্যা”

15

সারাদিন পরে একটু মৃদু হাওয়া মন ছুঁয়ে গেলো
আর মন তোমায় জানিয়ে দিলো, “শুভ সন্ধ্যা”

16

দুঃখ যত আছে মোর
পবিত্র প্রদীপের শিখায়
সুখে পরিণত হোক
“শুভ সন্ধ্যা”

17

সূর্যের আলোর বিদায় বেলায়
বুক ভরে নিঃশ্বাস নেও
আর তোমাকে জানিয়ে দিলাম,
“শুভ সন্ধ্যা”

18

জীবনের প্রতিটি মুহূর্ত
খুব ভালো কাটুক তোমার এই সাঁঝবেলা,
এই কামনা ই করি,
“শুভ সন্ধ্যা”

19

জীবনে বাঁচতে হলে এই প্রদীপের মত হয়ে বাঁচো
প্রদীপ রাজপ্রাসাদে ততটুকু আলো দেয়,
যতটুকু গরিবের কুঠোরে দেয়,
“শুভ সন্ধ্যা”

20
সাঁঝের তারা আমি পথ হারায়ে,
এসেছি ভুলে মাটির প্রদীপ হয়ে
“শুভ সন্ধ্যা”

শুভ সন্ধ্যা স্ট্যাটাস

সন্ধ্যার সময় টি অনেকে অনেক ভাবে উপভোগ করে থাকেন। এক্ষেত্রে আজকের আলোচনায় আমরা সন্ধ্যায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস প্রদান করার লক্ষ্য নিয়ে কাজ করেছি। অনেকেই রয়েছেন যারা সন্ধ্যাকে বিভিন্ন ভাবে উপস্থাপন করে থাকেন। সন্ধ্যার সময় কি অনেকেই মধুময় সময় বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের সম্পর্কে অনেক মতামত প্রদান করেছেন। এক্ষেত্রে আজকের আলোচনায় আমরা সন্ধ্যায় সম্পর্কিত কিছু স্ট্যাটাস প্রদান করার লক্ষ্য নিয়ে কাজ করেছি নিজের সেগুলো তুলে ধরা হচ্ছে ।

পড়ন্ত বেলায় সূর্যের মিষ্টি আলো
আমায় মনে করিয়ে দেয় যে-
আমার মনের কোনে সবচেয়ে
সুন্দর জায়গাটা দখল করে আছো তুমি ।
“” শুভ সন্ধ্যা “”

বিকেল বেলাটা দুপুরের উত্তাপ কমিয়ে
সূর্যাস্তের সুন্দর দৃশ্য বয়ে আনে,
তাই এই সময়টা ভীষণ সুন্দর ।
*** শুভ সন্ধ্যা ***

সকাল হলে এসো তুমি ‘ শিশির কণা হয়ে,
সন্ধ্যা হলে এসো তুমি ‘ রক্ত জবা হয়ে,
রাত হলে জ্বলো তুমি ‘ জোনাকি হয়ে,
সারা জীবন থেকো তুমি, আমার বন্ধু হয়ে,
**** শুভ সন্ধ্যা ****

সারাদিন ঘুরে সূর্য
যাচ্ছে তার বাড়ি ,
আজকের মত তার
দিনের সাথে আড়ি,
যাওয়ার সময় সে
গেলো আমায় বলে,
শুভ সন্ধ্যা বলতে হবে
একটু অন্ধ্যকার হলে ।
((শুভ সন্ধ্যা))

সোনালী কিরণের এই অন্তিম বেলায়,
আকাশে তাকাতে আমি বলছি তোমায়,
সূর্য এখন যে দিচ্ছে ডুব,
লাগছে তাকে ভালো খুব ।
তাই তোমায় জানাই-
(( শুভ সন্ধ্যা ))

সূর্যি ডোবার শেষে,
সন্ধ্যা নামলো হেসে,
বিদায় বেলায় তাই তোমায় জানাই-
** শুভ সন্ধ্যা **

পাঠক বন্ধুরা পরিশেষে আপনাদের সকলের সুন্দর ও সুস্থ জীবন কামনা করে আমার আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button