গ্রামীনফোনের সকল কোড: ব্যালেন্স, মিনিট, ইন্টারনেট, এসএমএস ও ইমারজেন্সি
গ্রামীণফোন এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় পাঠক বন্ধুগণ আশা করি ভাল আছেন আজকের আলোচনায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। তবে আজকের আলোচনার মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হতে পারবেন না শুধুমাত্র তারাই উপকৃত হবেন যারা কিনা গ্রামীণফোন সিম ব্যবহার করে থাকেন। সুতরাং আপনি যদি গ্রামীণফোন সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের আলোচনাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার মাধ্যমে গ্রামীণফোন সিমের সকল প্রয়োজনীয় কোড প্রদান করবো যেগুলো সিম ব্যবহারের ক্ষেত্রে জানার প্রয়োজন রয়েছে। গ্রামীণফোন হচ্ছে বাংলাদেশের সর্ব বৃহত্তর মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
এক্ষেত্রে তাদের গ্রাহক সংখ্যা রয়েছে সবার উপরে। এই সকল গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে আসেন গ্রামীন ফোন কোম্পানি। এই সকল সার্ভিস সম্পর্কে জানার জন্য আমরা প্রতিনিয়ত আপডেট তথ্য প্রদান করে থাকি আপনাদের মাঝে। এছাড়াও অনেক বিষয় সম্পর্কে জানার জন্য আমাদের কোড ডায়াল করতে হয় যেমন আমরা প্রতিনিয়ত ব্যালেন্স চেক করে থাকি এজন্য আমাদের ব্যালেন্স চেক কোড সম্পর্কে জানার প্রয়োজন হয় । ঠিক ঐভাবে ইন্টারনেট ব্যালান্স সম্পর্কে জানার প্রয়োজন হয়ে থাকে মিনিট ব্যালেন্স কিংবা এসএমএস ব্যালান্স সম্পর্কে জানার প্রয়োজন হয়ে থাকে। এছাড়া প্রয়োজনমতো আমাদের ইমারজেন্সি ব্যালেন্স অ্যাক্টিভেট কর সম্পর্কে জানার প্রয়োজন হয়ে থাকে। এধরনের প্রায় সকল বিষয়ের উপর ভিত্তি করে সুট কোট প্রদান করা হবে আপনাদের মাঝে যেগুলো সম্পর্কে জানলে আপনি সহজেই গ্রামীণফোন সিম ব্যবহার করতে পারবেন ।
সুতরাং আপনি আমাদের সাথে থেকে গ্রামীণফোন সম্পর্কিত প্রয়োজনীয় কোড গুলো সম্পর্কে জানুন এক্ষেত্রে আপনি উপকৃত হবেন যেকোনো সমস্যা সমাধানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেকের সিনে বিভিন্ন ধরনের সার্ভিস এক্টিভেট হয়ে থাকে এ ক্ষেত্রে একাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয় আপনি চাইলে সকল সার্ভিস বন্ধ করে দিতে পারেন কোড ডায়াল করে এইসকল সম্পর্কে জানতে হলে আমাদের পুরো পোস্টটি মনোযোগ এর সাথে পড়তে হবে।
গ্রামীণফোন (জিপি) সকল সার্ভিস কোড 2022
গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় যে কোড করে রয়েছে সেগুলোর একটি তালিকা আমরা তৈরি করেছি যে তালিকাটি আপনাদের মাঝে প্রদান করা হবে এখানে। এই তালিকাটি সম্পর্কে জানার মাধ্যমে আপনি খুব সহজেই গ্রামীণফোন সিম ব্যবহার করতে পারবেন। এর কারণ উক্ত তালিকার মাধ্যমে আমরা প্রয়োজনীয় সকল কোড সুন্দরভাবে তুলে ধরেছি সেই সাথে কোন কোনটির কাজ কি এই বিষয়ে নিশ্চিত করা হয়েছে সুতরাং আগ্রহ নিয়ে তালিকাটি সম্পূর্ণ দেখুন।
সার্ভিস | কোড |
ব্যালেন্স চেক | *566# |
নাম্বার চেক | *2# |
ইন্টারনেট ব্যালেন্স | *121*1*4# |
ইমার্জেন্সি ব্যালেন্স পেতে | *1010*1# |
ইমার্জেন্সি ব্যালেন্স চেক | *566# |
এসএমএস ব্যালেন্স চেক | *121*1*2# বা *566*2# বা *566*18#. |
এমবি প্যাকগুলো চেক | *121*3# |
মিনিট প্যাক কিনতে | *121*4# |
সকল সেবা বন্ধ করতে | *121*7*1*2*1# |
জিপি (গ্রামীনফোন) ব্যালেন্স চেক কোড জিপি (গ্রামীন ফোন) টাকা দেখার কোড
- জিপি সিমের ব্যালেন্স চেক করতে নিচের নাম্বারে ডায়াল করুন *৫৬৬#
জিপি (গ্রামীণফোন) এমবি চেক করার কোড (*১২১*১*৪#)
১৫ জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য ৪৯৮ টাকায়।অ্যাক্টিভেশন কোড: *121*3459# |
৩ জিবি ইন্টারনেট ৩ দিনের জন্য ৬৭ টাকায়। অ্যাক্টিভেশন কোড: *121*3282# |
২ জিবি ইন্টারনেট ৩ দিনের জন্য ৫৮ টাকায়। অ্যাক্টিভেশন কোড : *১২১*৩২৪২# |
১ জিবি ইন্টারনেট ৭ দিনের জন্য ৮৯ টাকায়। অ্যাক্টিভেশন কোড : *১২১*৩০৫৬# |
৫ জিবি ইন্টারনেট ৩০ দিনের জন্য ২৯৯ টাকায়। অ্যাক্টিভেশন কোড: *121*3458# |
৪ জিবি ইন্টারনেট ( ৩ GB 3G + 1 GB 4G) ৭ দিনের জন্য ১০৮ টাকায়। অ্যাক্টিভেশন কোড: *121*3344# |
১২ জিবি ইন্টারনেট (১০ GB + ২ GB 4G) ৭ দিনের জন্য ১৯৮ টাকায়। অ্যাক্টিভেশন কোড: 1213133# |
অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স জানতে- 121*1*4# অথবা *566*10# |
গ্রামীণফোন ইমারজেন্সি ব্যালেন্স চেক কোড (*১০১০১*১#)
গ্রামীণফোন সিমে ইমারজেন্সি বা হাওলাত 500 ব্যলেন্স যদি নিতে চান তাহলে নিচের এই নাম্বারে ডায়াল করুন আর *১০১০১#
জিপি সিমে এসএমএস কেনা বা দেখার কোড
আপনি যদি চিঠি গ্রাহক হোন এবং আপনার জিপি সিমে এসএমএস কিনতে অথবা দেখতে চান তাহলে নিচের এই কোডটা ডায়াল করুন-*১২১*১২# অথবা *৫৬৬*২# অথবা*৫৬৬*১৮#
৫০০ SMS ৫ টাকায় ১ দিনের জন্য পেতে মেসেজ করুন S6 লিখে 8426 নম্বরে। |
২০০ SMS ৫ টাকায় ৩ দিনের জন্য পেতে ডায়াল করুন *111*10*6# |
১০০ SMS ৫ টাকায় ৩ দিনের জন্য পেতে ডায়াল করুন *111*10*6# |
৫০ SMS ২ টাকায় ৭ দিনের জন্য পেতে মেসেজ করুন S3 লিখে 8426 নম্বরে। |
২৫ SMS ১ টাকায় ১ দিনের জন্য পেতে ডায়াল করুন *121*1015*2# |
জিপি নিজের সিমের নাম্বার বের করার কোড
আপনি যদি জিপি সিমে নাম্বার বের করতে চান তাহলে নিচের এই কোডটা ডায়াল করুন তাহলে নাম্বারটা দেখতে পাবেন-*২#