Daily Info BD

open
close

২৬ শে মার্চের এস এম এস ২০২৫

August 28, 2025 | by Alamgir Islam

২৬ শে মার্চের এস এম এস ২০২২

২৬ শে মার্চের এস এম এস ২০২৫। এই দিনটির উপর ভিত্তি করে আগ্রহের সাথে অপেক্ষা নিয়ে রয়েছেন অনেকেই। এই দিনটিতে বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা ও বড় আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়ে থাকে। এর কারণ 26 শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার চেতনা ধারণ পূর্বক বিভিন্নভাবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হয়ে থাকে 26 শে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসের রচনা প্রতিযোগিতা। এছাড়াও 26 শে মার্চের ছোট কবিতা ইতিহাস এর উপর ভিত্তি করে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

আজকে আমরা যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এবং যে তথ্যটি আপনাদের সহযোগিতা করব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আপনাদের জন্য আমরা বিশেষ কিছু এসএমএস নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ২৬ শে মার্চে।

২৬ শে মার্চের এস এম এস ২০২৫

আমরা সকলেই জানি এই দিবসটি উপর ভিত্তি করে অনেকেই এসএমএস প্রদান করে থাকেন পরিবারসহ অন্যদের। এক্ষেত্রে সকলেই নতুন এসএমএস গুলো পেতে আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে আমরা নতুন কিছু এসএমএস নিউজ অস্থির হয়েছে যেগুলো নতুনভাবে তৈরি করা। আশা করছি আমাদের ওয়েবসাইট থেকে আপনারা নতুন কিছু এসএমএস পেতে চলেছেন। নিচে এসএমএস গুলো দেওয়া হয়েছে। অনেক এসএমএস এর ভিড়ে থেকে নিজের পছন্দের এসএমএস টি বেছে নিন।

স্বাধীনতা দিবসে মন …
খুশিতে উচ্ছ্বসিত !
স্বাধীন দেশের জন্মলগ্নে
চঞ্চল হয় চিত্ত !
সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

কত শত লোক খুশিতে পাগল !
ওড়ায় জাতীয় পতাকা …
স্বাধীন দেশের নাগরিকবোধে
মনেতে খুশির রেখা …

আজ আমি স্বাধীন ;
স্বাধীন চিন্তা , স্বাধীন মূল্যবোধ …
আমাকেই আজ করে যেতে হবে ,
মায়ের ঋণের শোধ ..

স্বাধীনতা মানে
লিখতে পারি, বলতে পারি কথা
স্বাধীনতা মানে
লাল সবুজের একখানি পতাকা

এই সেই রাত
বাঙ্গালি জাতির স্বাধীনতার,
এই সেই রাত
বাঙ্গালি জাতির স্বপ্ন বাস্তবতার।

স্বাধীনতা তুমি, সেই ১৯৭১ সালের ২৬শে মার্চ।
স্বাধীনতা তুমি,
সেই আগ্নি ঝড়া রক্তমাখা দিন গুলোর শক্তির প্রভাত।

স্বাধীনতা তুমি দিয়েছ মোদের বাক
স্বাধীনতার আদেশ।
তুমি দিয়েছ মোদের এক শান্তির প্রদেশ।

স্বাধীনতা তুমি ৭১’ এর
লাখো শহীদের প্রাণ,
বিনিময়ে তাই গেয়ে যাই মোরা
বিজয়ের জয়গান।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।

শত আঘাত শত কষ্ঠে
যারা দিয়েছিল প্রাণ,
বিনম্র শ্রদ্ধাভারে তাদের
জানাই সালাম।

বিজয় মানেই স্বাধীনতা
মুক্ত পাখির ডানা
নীল আকাশে উড়তে কভু
থাকবে নাকো মানা।

আরো এসএমএস ও স্ট্যাটাস পেতে ক্লিক করুন…

RELATED POSTS

View all

view all