সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । ১৫০+ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর। আজকের পোস্টটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সাধারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোর উত্তর নেই আমাদের কাছে। শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে চাকরি পর্যন্ত সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নের সম্মুখীন হয়ে থাকে আমরা। শুধু তাই নয় এমন কিছু সাধারণ প্রশ্ন রয়েছে যেগুলোর সম্মুখীন হতে হয় আমাদের পুরো জীবন। তেমনি কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন রয়েছে আজকের এই পোস্টে।
সুতরাং যারা সাধারন জ্ঞান অর্জনের লক্ষ্য নিয়ে অনলাইনে অনুসন্ধান করেছেন তারা এই পোস্টের মাধ্যমে উপকৃত হবেন। এর কারণ আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আমরা এই পোস্টটিতে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন। সুতরাং পুরো পোস্টের সাথে থেকে আপনি গুরুত্বপূর্ণ এ প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানতে পারেন। অবশ্যই এর মাধ্যমে আপনি উপকৃত হবেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
সাধারণ জ্ঞান প্রশ্নগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা সকলেই জানি। চাকরির পরীক্ষা থেকে ভাইভা পর্যন্ত এই সকল সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন করা হয়ে থাকে। এক্ষেত্রে আপনারা সাধারণ জ্ঞান এই প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জেনে নিতে পারবেন এখানে। আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উল্লেখ করেছি এখানে। বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহকৃত সাধারণ জ্ঞান প্রশ্ন গুলো দেওয়া রয়েছে এখানে। অর্থাৎ যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা এই বিষয়গুলো জেনে নিতে পারেন। নিচে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো দেওয়া হয়েছে।
০ সারা দেশে বাঘ গণনার হিসাবে বর্তমানে বাঘের সংখ্যা কত – জানানাে হল ?
উত্তর : ২,৯৬৭ ( গত ৫ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ৭৪১ টি )
০ আফগানিস্তানের মুদ্রার নাম কী ?
উত্তর : আফগান আফগানি
০ কোন প্রাণীর উপস্থিতির জন্য জলদাপাড়া বিখ্যাত ?
উত্তর : একশৃঙ্গ গন্ডার
০ মাকড়শার রেচন অঙ্গের নাম কী ?
উত্তর : কক্সাল গ্রন্থি
০ সিস্টোলিথ রাসায়নিকভারে কী ?
উত্তর : ক্যালশিয়াম কার্বনেট
০ সিপাহি বিদ্রোহকে ‘ প্রথম স্বাধীনতা সংগ্রাম ’ কে বলেছিলেন ?
উত্তর : ভি ডি সাভারকার
০ কার শাসনকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয় ?
উত্তর : লর্ড ডালহৌসি
০ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কুখ্যাত জেনারেল ডায়ারকে কে গুলি করে হত্যা করেছিলেন ?
উত্তর : উধ্ম সিং
০ ‘ আমলকী ’ – তে কোন অ্যাসিড বর্তমান ?
উত্তর : অক্সালিক অ্যাসিড
০ ‘ ভূমধ্যসাগরের চাবি ’ কাকে বলা হয় ?
উত্তর : জিব্রাল্টার প্রণালী
০ বিশ্বের উষ্ণতম স্থানের নাম হল :
উত্তর : আল আজিজিয়া ।
০ ‘ পুতুল নাচের ইতিকথা ’ কার লেখা গ্রন্থ ?
উত্তর : মানিক বন্দ্যোপাধ্যায় ।
০ সিমলিপাল ব্যাঘ্রপ্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : ওড়িশা
০ ভারতের বৃহত্তম নদীগঠিত দ্বীপের নাম কী ?
উত্তর : মাজুলি
০ বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে ?
উত্তর : আর্গন ।
০ পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে ?
উত্তর : ফার্মি ।
০ শীতকালে রঙিন পােশাক পরা উচিত কেন ?
উত্তর : রঙিন পােশাক তাপশােষক বলে ।
০ কেলভিন স্কেলে শূন্য ডিগ্রির উষ্ণতা কত ?
উত্তর : – ২৭৩ ডিগ্রি সেন্টিগ্রেড
০ ডাটুরিন উপক্ষারের উৎস কী ?
উত্তর : ধুতুরা গাছ ।
০ কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম ?
উত্তর : ফেনল
০ কোন পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হয় ?
উত্তর : পার্থেনােজেনেসিস
০ মেন্ডেল মটর গাছের কতগুলি বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন ?
উত্তর : সাত জোড়া
০ আমাদের মাথার ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ ?
উত্তর : কান
০ কম্পিউটারে বাইনারি সিস্টেম সংখ্যা পদ্ধতিতে সবচেয়ে বড় ও সবচেয়ে ছােট রাশি দুটি কী ?
উত্তর : ১ ও ০
০ এশিয়ার প্রথম সাইক্লোট্রন যন্ত্র কে বসিয়েছিলেন ?
উত্তর : মেঘনাদ সাহা
০ বেথুয়াডহরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উত্তর : নদিয়া ।
০ কোন নদীর তীরে মস্কো শহর অবস্থিত ?
উত্তর : মস্কোভা ।
০ বিশ্ব প্রাণি দিবস পালিত হয় কবে ?
উত্তর : ৪ অক্টোবর
০ বাতাসে কোন গ্যাস জ্বললে নীল শিখা দেখা যায় ?
উত্তর : নাইট্রোজেন
০ ‘ গ্যামাক্সিন ’ কী ?
উত্তর : কীটনাশক
০ ইউরিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর : অ্যামােনিয়া
০ কম্পিউটার , মােবাইল বস্তুজাত বর্জ্যকে কী বলা হয় ?
উত্তর : ই – ওয়েস্টেজ
০ ‘ জিপসাম ’ – এর রাসায়নিক নাম কী ?
উত্তর : ক্যালশিয়াম সালফেটু
০ মার্ষের হাড় কোন কোন উপাদান দিয়ে তৈরি ?
উত্তর : ক্যালশিয়াম ও ফসফরাস
০ বিমানের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তর : ট্যাকোমিটার
০ কাঁচা ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাস ?
উত্তর : ইথিলিন
০ ভিটামিন বি – ১২ – এ কোন ধাতু বর্তমান ?
উত্তর : কোবাল্ট
০ লুজুং কোন রাজ্যের উৎসব ?
উত্তর : অরুণাচল প্রদেশ
০ মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কী ? *
উত্তর : লিভার ।
০ ফিনল্যান্ড – এর রাজধানীর নাম কী ?
উত্তর : হেলসিঙ্কি ( NOKIA )
০ মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি লাভবান হন কারা ?
উত্তর : ঋণগ্রহীতা
০ বিশ্ব জলাভূমি দিবস কবে পালিত হয় ?
উত্তর : ২ ফেব্রুয়ারি
০ কোন গ্রুপের রক্তে অ্যান্টিবডি থাকে না ?
উত্তর : এবি
০ পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্রেমিং কোন দেশের নাগরিক ছিলেন ?
উত্তর : স্কটল্যান্ড ।
০ পাখির মাধ্যমে ফুলে পরাগযােগ ঘটলে তাকে কী বলে ?
উত্তর : অরনিথােফিলি
০ উইলিয়াম কেরি কে ছিলেন ?
উত্তর : মিশনারি
০ ডিসকভারি অব ইন্ডিয়া ’ বইটি কার লেখা ?
উত্তর : জওহরলাল নেহরু
০ পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে ?
উত্তর : উপরাষ্ট্রপতি
০ হাতের লেখা বিশ্লেষণ সংক্রান্ত বিজ্ঞানকে কী বলা হয় ?
উত্তরঃ প্রাফোলজি
০ বিজয় হাজারে ট্রফি ’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট ।
০ সারা ভারত কিষাণসভার প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর : স্বামী সহজানন্দ সরস্বতী
০ তাসখন্দ কোন দেশের রাজধানী ?
উত্তর : উজবেকিস্তান
০ বাবরকে ভারতে কে আক্রমণ করেছিলেন ?
উত্তর : দৌলত খাঁ লােদি
০ তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে হয়েছিলেন ?
উত্তর : সতীশচন্দ্র সামন্ত
০ শিবাজি উৎসবের সূচনা কে করেন ?
উত্তর : বাল গঙ্গাধর তিলক
০ পন্ডিচেরি – তে কাদের উপনিবেশ ছিল ?
উত্তর : ফরাসি
০ কী কারণে জাতীয় কংগ্রেসে চরমপন্থী দলের আত্মপ্রকাশ ঘটে ?
উত্তর : বঙ্গভঙ্গ
০ ১৮৮৪ থেকে ১৮৯৪ পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর : লর্ড ল্যান্সডাউন
০ কোন বনাঞ্চল ভারতের বনভূমির সবচেয়ে বেশি আয়তন অধিকার করে আছে ?
উত্তর : ক্রান্তীয় আর্দ্র পর্ণমােচী ।
০ বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
উত্তর : গিয়াসুদ্দিন মামুদ শাহ
০ হলওয়েল বর্ণিত ব্ল্যাক হােল ট্রাজেডি কার নামের সঙ্গে জড়িত ?
উত্তর : সিরাজদৌল্লা
০ ভিনেশ ফোগত কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর : কুস্তি