সরকারি ই সেবা সমূহ, সরকারি সেবা সমূহের তালিকা ২০২৩
সরকারি সেবা সমূহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত যতগুলো সেবা রয়েছে সে সকল সেবা সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে এখানে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অনেকগুলো অনলাইন সেবা অব্যাহত রেখেছেন। এই সেবাগুলো অনেকেই নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের গ্রাম অঞ্চলের সাধারণ নাগরিকগণ এখন পর্যন্ত এই সকল সেবা সম্পর্কে জানেন না। এ কারণেই আমরা এই পোস্টে এই সেবা সমূহ গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এই সকল সেবা সম্পর্কে সকলে জানবে এবং সেখান থেকে সেবা গ্রহণ করবে। অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা রয়েছে এই সকল সেবাকে ই-সেবা বলা হয়েছে। সুতরাং যারা এই সেবা সমূহ গুলো সম্পর্কে জানেনা তারা এখান থেকে, জেনে নেবেন এবং এখান থেকে এই সকল সেবা নেওয়ার জন্য যে পদ্ধতি গুলো অবলম্বন করতে হবে সেই সবগুলো জেনে নেবেন।
সরকারি সেবা বলতে আমরা মূলত কয়েকটি সেবার কথা জেনে থাকি। সেই সকল সেবার নয় আরো অনেক সেবা রয়েছে যেগুলো বাংলাদেশের সরকার দেশের নাগরিকের জন্য সুব্যবস্থা স্বরূপ সার্ভিসগুলো রেখেছেন। একজন সচেতন নাগরিক হিসেবে এই সকল সেবা সমূহের কথা আমাদের জানা উচিত। সেই সাথে প্রয়োজনে এই সকল সেবা গ্রহণের জ্ঞানটুকু রাখা একজন নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ।
সরকারি ই সেবা সমূহ
সরকারিভাবে বিভিন্ন হিসেবে রয়েছে যেগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে জানিনা। সুতরাং জানার জন্য যারা অনলাইনে এসেছেন তারা অবশ্যই এখান থেকে জেনে যাবেন। সেই সাথে অনলাইনে কোন সাইডে কি সেবা প্রদান করা হয় সেই বিষয়গুলি সম্পর্কে জানব। কিভাবে আমরা এই সকল সেবা গ্রহণ করব এই বিষয়গুলো সম্পর্কে জানবো এখান থেকে। সেবা সমূহ গুলো নিচে তুলে ধরা হবে। আপনারা একজন সুনাগরিক হিসেবে অবশ্যই এই সকল সেবা সম্পর্কে জানবেন।
সরকারি সেবা সমূহের তালিকা
সরকারিভাবে অনেক সেবা রয়েছেন সেই সেবার তালিকাটি সম্পর্কে অনেকেই জানেন না। জানার জন্য অনলাইনে এসেছে। যারা জানার জন্য এসেছেন তাদের কে স্বাগতম নিচে আমরা সেবাসমূহের তালিকাটি তুলে ধরেছি আপনার সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা আশাবাদী এই বিষয়গুলি আপনারা জেনে নিলে জানতে পারবেন কোনটিকে বিষয়ক সেবা নিশ্চিন্তে এই সকল সেবা গ্রহন করতে পারবেন পরবর্তী সময়ে।
- অর্থ ও বাণিজ্য
- অনলাইন আবেদন।
- শিক্ষা বিষয়ক।
- অনলাইন নিবন্ধন।
- পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন।
- নিয়োগ সংক্রান্ত।
- কৃষি।
- পরীক্ষার ফলাফল।
- ইউটিলিটি বিল।
- টিকিট বুকিং ও ক্রয়।
- তথ্য ভান্ডার।
- ভর্তির আবেদন।
- আয়কর।
- প্রশিক্ষণ।
- যানবাহন সেবা।
- স্বাস্থ্য বিষয়ক।
- পোস্টাল ও কুরিয়ার।
- রেডিও, টিভির খবর।
- আপনার জিজ্ঞাসা।
- ফরমস।
- ট্রেজারি চালান।
- মৎস ও প্রাণী।
- ডিজিটাল সেন্টার।
অর্থ ও বাণিজ্য সেবা
অর্থ ও বাণিজ্য সংক্রান্ত কিছু সেবা রয়েছে যেগুলো আমরা তালিকাভুক্ত করে আপনাদের সামনে প্রকাশ করবো। সুতরাং যারা এই সেবাগুলো গ্রহণ করতে চান তারা পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন আশা করি সেখানে থেকে আপনার সমস্যা তালিকা পেয়ে যাবেন সেই সমস্যা অনুযায়ী আপনি সমাধান পেতে পারেন সরকারি ওয়েবসাইটে। নিচে অর্থ ও বাণিজ্য বিষয়ক অনলাইন সেবার প্রকারভেদ গুলো তুলে ধরা হয়েছে।
১ | ভূমি অধিগ্রহণ সেবা |
২ | ই জি পি পি (বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন) |
৩ | ই-অকশন (পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ ) |
৪ | ই-টেন্ডার (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) |
৫ | সাধারণ ভবিষ্য তহবিল (বাংলাদেশ পর্যটন করপোরেশন) |
৬ | ই-পুর্জি |
৭ | শিল্পে উৎপাদনের রিপোর্ট |
৮ | GIS ভিত্তিক লবণ শিল্পের তথ্য |
৯ | ওয়ার্ল্ড ট্রেড ডিরেক্টরি (বাংলাদেশ ট্যারিফ কমিশন) |
১০ | ই-ফাইলিং সিস্টেম (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটারি কমিশন) |
১১ | শিল্প্প প্রতিস্টানের রিপোর্ট |
১২ | ই-টেন্ডারিং |
১৩ | ই টেন্ডার (বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন) |
১৪ | ই- টেন্ডারিং ( বাংলাদেশ টেলিকমিউনিকেশনস রেগুলেটারি কমিশন) |
১৫ | ই-জিপি (ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর) |
১৬ | ফরেইন মানি অর্ডার (বাংলাদেশ ডাক বিভাগ) |
১৭ | ই-চালান |
১৮ | ই-জিপি |
১৯ | শিল্প নগরীর অনলাইন সিস্টেম |
২০ | অনলাইনে বিভাগীয় ঋণ (তুলা উন্নয়ন বোর্ড) |
২১ | শিল্প্প্পে বিনিয়োগ ও ঋণের রিপোর্ট |
২২ | ই-অকশন (ডেসকো) |
২৩ | ই-টেন্ডারিং(e-GP) (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) |
২৪ | কারেন্সি কনভার্টার (বাংলাদেশ হাই কমিশন, ইসলামাবাদ, পাকিস্তান) |
২৫ | ই-জিপি (বাংলাদেশ কোস্ট গার্ড) |
২৬ | বাংলাদেশ ব্যাংকের প্রাইজবন্ড ড্রয়ের ফলাফল |
২৭ | বাংলাদেশ ব্যাংকের অনলাইন সিআইবি সার্ভিসেস |
২৮ | বাংলাদেশ ব্যাংকের ই-টেন্ডার সিস্টেম |
২৯ | বাংলাদেশ ব্যাংকের ই-রিটার্ন |
৩০ | বাংলাদেশ ব্যাংকের বিশেষ বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্ট মনিটরিং সিস্টেম |
৩১ | বাংলাদেশ ব্যাংকের ডিপজিট ইন্সুরেন্স প্রিমিয়াম এসেসমেন্ট |
৩২ | বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট মেমরি ম্যানেজমেন্ট সিস্টেমস |
৩৩ | বাংলাদেশ ব্যাংকের ওয়েব আপলোড |
৩৪ | বাংলাদেশ ব্যাংকের বাজার অবকাঠামো |
৩৫ | অনুমোদন/ শাখা পুনর্নবীকরণ/ যোগাযোগ এবং প্রতিনিধি অফিস (বিডা) |
৩৬ | বিদেশী ঋণ অনুমোদন (বিডা) |
৩৭ | ই- জিপি পেমেন্ট (জনতা ব্যাংক) |
৩৮ | অনলাইন ব্যাংকিং (জনতা ব্যাংক) |
৩৯ | জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের |
৪০ | অনলাইন ফরেক্স ট্রেডিং |
৪১ | অনলাইন আন্ডার রাইটিং |
৪২ | অনলাইন ব্যাংকিং (বাংলাদেশ কৃষি ব্যাংক) |
৪৩ | সি এস ই কেয়ার |
৪৪ | বাজার সারসংক্ষেপ (সি এস ই) |
৪৫ | বর্তমান বাজার মূল্য (সি এস ই) |
৪৬ | বাজার গভীরতা (সি এস ই) |
৪৭ | আজকের বাজার /শীর্ষ ২০ শেয়ার (ডি এস ই) |
৪৮ | সর্বশেষ শেয়ার মূল্য (ডি এস ই) |
৪৯ | বৈধ ঘোষণা (ডি এস ই) |
৫০ | বাজার পরিসংখ্যান (ডি এস ই) |
৫১ | মাসিক পর্যালোচনা এবং গ্রাফ (ডি এস ই) |
৫২ | বাজার মূল্য (ডি এস ই) |
৫৩ | অনলাইন সি আই বি সেবা |
৫৪ | বাজার অবকাঠামো |
৫৫ | অনলাইন বৈদেশিক মুদ্রার লেনদেন পর্যবেক্ষণ সিস্টেম |
৫৬ | প্রাইবন্ড ম্যাচিং |
৫৭ | ই রিটার্ন |
৫৮ | বিশেষ বৈদেশিক মুদ্রা পর্যবেক্ষণ সিস্টেম |
৫৯ | আমানত বীমা প্রিমিয়াম মুল্যায়নের জন্য তথ্য (আই ডি আই পি এ) |
৬০ | কর্পোরেট মেমোরি বাবস্থাপনা সিস্টেম |
৬১ | সি আর আর এবং এস এল আর জন্য বিবৃতি |