Daily Info BD

open
close

শুভ রাত্রি বন্ধু, Good Night Bangla SMS

August 28, 2025 | by Alamgir Islam

শুভ রাত্রি বন্ধু

শুভ রাত্রি বন্ধু, আমাদের সকলের এই রয়েছে বন্ধু। সকল সম্পর্কের মূলে বন্ধুত্ব রয়েছে তাই বন্ধুত্বের সম্পর্কটা খুবই মিষ্টি মধুর একটি সম্পর্ক। বন্ধু ছাড়া চলা খুবেই কষ্টের। মনের সকল ধরনের কথা প্রকাশ করা যায় এই বন্ধুর কাছে। তাই বন্ধুত্ব আরো গভীর ও মধুর করতে আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের দিয়ে রাখব কিছু শুভ রাত্রি বন্ধু এসএমএস। আমরা রিসার্চ এর মাধ্যমে জানতে পেরেছি আপনারা অনেকেই রয়েছেন যারা শুভরাত্রি বন্ধু এই ধরনের এসএমএস গুলো খুঁজে থাকেন। মূলত তাদের জন্যই আমাদের আজকের এই পোস্ট।

যারা শুভরাত্রি বন্ধু এসএমএস শুভেচ্ছা স্ট্যাটাস খুঁজছেন ? তারা সঠিক জায়গায় এসেছেন। আমরা অনেক এসএমএস স্ট্যাটাস এর মধ্য থেকে বিশেষ কিছু এসএমএস নির্বাচন করে রেখেছি। আশা করি আমাদের যাওয়া এসএমএস গুলো আপনার ভালো লাগবে এই সকল এসএমএস আপনারা ব্যবহার করতে পারবেন আপনার বন্ধুদের মধ্যে।

শুভ রাত্রি বন্ধু

বন্ধুদের সাথে প্রায় সকল সময়ই কথা হয়ে থাকে। রাতে কথা বলা শেষে সকলেই শুভরাত্রি জানিয়ে থাকেন। তাই কথা বলার শেষে শুভরাত্রি এসএমএসটি একটি ব্যতিক্রমভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করলে বন্ধুদের অবাক করে দেওয়া যায়। অনেকেই বন্ধুদের মজার অর্থাৎ ফানি শুভরাত্রি উইশ করে থাকেন। এ ধরনের উইশ সহ বিভিন্ন ধরনের শুভ রাত্রি এসএমএস আপনাদের সামনে দিয়ে রাখছি। আশা করি এই এসএমএস গুলো আপনাদের ভালো লাগবে।

রাত শুধু আধার নয়,
একটু খানি আলো।
রাত শুধু খারাপ নয়,
স্বপ্ন গুলো ভালো।
শুভ রাত্রি

আজকের এই উত্তাল রাতে,
আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে,
মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায়
শুভ রাত্রি

রাত হয় গভীর,
চোখে আসে ঘুম।
আকাশে ওঠে চাঁদ,
রাত্রী হয় নিঝুম।
সুন্দর স্বপ্ন তােমায়
করে ডাকাডাকি,
রাত্রি পেরিয়ে গেল,
স্বপ্ন দেবে ফাঁকি।
শুভ রাত্রি

কাজে কাজে দিন শেষ
ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাঁদ​ মামা আলো দিলো,
তুমি এখন ঘুমিয়ে পর।
শুভ রাত্রি

ঝিঝি পোকা গাইছে গান
বলছে ঝিকিমিকি।
বন্ধু তোমায় SMS এ
Good Night লিখি।
রাত হয়েছে আলগা করে
চোখটা এবার বুজো
বন্ধু এবার সপ্নতে আমায়
তুমি খোঁজো

রাত জাগা পাখি হয়ে
যার কথা ভাবি,
এই মনে একা একা
তার ছবি আঁকি
জোস্নার নীল আলো
তার চোখে ভাসে।
বন্ধু হয়ে থেকো তুমি
চিরদিন পাশে।
শুভ রাত্রি

আকাশে রয়েছে কতো
মিষ্টি মধুর তারা।
মনটা হারিয়েছে আজ
ওই চাঁদের পাড়াই।
চাঁদের পাড়াতে বন্ধু আমি
তোমায় দেখা পাই।
এখন শুধু শুয়ে শুয়ে
Good Night গাই।

রাত হয়েছে ঘুমিয়ে পরো,
কালকে কথা হবে।
চন্দ্র মামা আকাশ জুড়ে
জোস্না ছড়াবে।
রাতের বেলায় আলগা হওয়ায়
ঘুম ঘুম চোখ।
বন্ধু তোমার আজকের রাতের
ঘুম টা ভালো হোক।
শুভ রাত্রি

ভালো থাকো বন্ধু তুমি,
ভালো রাখো মন,
মন যদি চাই তবে
করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায়
তোমার মনে,
পাবে তবে আমায়
খুঁজে তোমার স্বপনে।
শুভ রাত্রি

RELATED POSTS

View all

view all