রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম| রবি টাকা কাটা বন্ধ করার উপায়
রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম। বিভিন্ন সময়ে নিজের অজান্তেই অনেক সার্ভিস এক্টিভেট একাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয় এ ক্ষেত্রে অনেকেই বিভ্রান্ত পড়েন। অনেক সময় খুঁজলেও টাকা কাটার সঠিক কারণ খুঁজে পাওয়া যায় না এক্ষেত্রে অনেকেই কাস্টমার কেয়ারের সহয়তা নিয়ে থাকে তবে আমরা আজকে কাস্টমার কেয়ারের সংখা ছাড়াই ফ্রিতে রবি সিমের টাকা কাটা অর্থাৎ সকল সার্ভিস একসাথে বন্ধ করার উপায় নেই আপনাদের সহযোগিতা করব।
অর্থাৎ যে সকল ব্যক্তির অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ আশাকরি পুরো পোস্টের সাথে থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেবেন।
রবি মোবাইল ফোন কোম্পানি গ্রাহক সুবিধার জন্য বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকেন তবে এ ক্ষেত্রে অনেকেই প্রয়োজন ছাড়াই সেই সকল সার্ভিস এক্টিভেট করে বিপদে পড়েন। রবি আজিয়াটা লিমিটেড হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। সত্যিকার অর্থে রবির এই নামটি অনেকেই প্রথমবার শুনছেন তবে সকলেই এটিকে রবি নামেই চিনে থাকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান’ হওয়ায় বিপুলসংখ্যক গ্রাহক নিয়ে প্রতিষ্ঠানটি সফল অবস্থানে দাঁড়িয়েছেন এক্ষেত্রে গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধার মধ্য দিয়েই শীর্ষ স্থান অধিকারের লক্ষে কাজ করে যাচ্ছেন।
রবি সিমের সকল সার্ভিস বন্ধ করার নিয়ম
অনেক সময় নিজের প্রয়োজন ছাড়াই বিভিন্ন সার্ভিস এক্টিভেট হয়ে থাকে এক্ষেত্রে আমাদের একাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয়। যদিও এই অ্যাক্টিভ আমরা নিজের ভুল করে থাকি তবুও অনেকেই বুঝতে পারেনা কিভাবে টাকা গুলো কি জন্য টাকা গুলো কেটে নেওয়া হচ্ছে তাদের ব্যালেন্স থেকে এক্ষেত্রে অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে থাকে এক্ষেত্রে আমরা সকল সার্ভিস একসাথে বন্ধ করার উপায় সম্পর্কে আপনাদের জানাবো আমাদের উপায় ফলো করলে আপনি যেকোন সময় যেকোন মুহুর্তে আপনার রবি সিমের সকল সার্ভিস বন্ধ করতে সক্ষম হবেন সুতরাং আপনারা যারা টাকাটা নিয়ে চিন্তিত রয়েছেন তারা আমাদের দেওয়া পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই টাকা কাটা বন্ধ করতে পারেন । এক্ষেত্রে নিচে আমরা একটি পদ্ধতি তুলে ধরছি সেটি অনুসরণ করুন আশা করি আপনার যে উদ্দেশ্যে অনলাইন এসেছেন আপনার উদ্দেশ্য সফল হবে ।
রবি টাকা কাটার সার্ভিস বন্ধের কোড
রবিতে টাকা কাটার সার্ভিস অনেক রয়েছে এ বিষয়ে আমরা সকলেই জানি। সত্যিকার অর্থে এগুলো টাকা কাটার সার্ভিস নয় আমাদের সুবিধার জন্য রবি কোম্পানিটি এই সার্ভিসগুলো দিয়েছেন তবে আমরা এগুলোর ব্যবহার অর্থাৎ সুবিধা না নিয়ে ভুলে থাকি টাকা কাটার সার্ভিস। যাই হোক না কেন আমরা এই সার্ভিস গুলো উল্লেখ করে এর প্রতিকার অর্থাৎ সার্ভিস গুলো বন্ধ করার পদ্ধতি দিয়ে আপনাদের সহযোগিতা করব। সুতরাং আপনারা যারা রবি টাকা কাটার সার্ভিস বন্ধের কোড সম্পর্কে জানতে আগ্রহী তারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় সকল সার্ভিস বন্ধের কোড নিয়ে উপকৃত হবে নিচের কোড গুলো দেওয়া হয়েছে।
- রবি গুনগুণ বন্ধ করতে “OFF” লিখে 8466 নাম্বারে এসএমএস পাঠাতে হবে।
- রবি ইন্টারনেট সার্ভিস বন্ধ করতে *8999*00# ডায়াল করতে হবে।
- রবি মিসড কল এলার্ট সার্ভিস বন্ধ করতে *140*2*1*2# ডায়াল করতে হবে।
- রবি ফোন ব্যাকআপ সার্ভিস বন্ধ করতে *140*2*2*6# ডায়াল করতে হবে।
- রবি কল ব্লক সার্ভিস বন্ধ করতে *140*2*3*6# ডায়াল করতে হবে।
- রবি ফেসবুক সার্ভিস বন্ধ করতে “Stop” লিখে 32665 নাম্বারে মেসেজ করতে হবে।
- রবি ব্লাক সার্ভিস বন্ধ করতে STOP লিখে 21291 নাম্বারে মেসেজ করতে হবে।
- রবি ভয়েস টিউব বন্ধ করতে “Unsub” লিখে 808088 তে মেসেজ করতে হবে।
- রবি সার্কেল সার্ভিস বন্ধ করতে CSTOP লিখে 8880 তে মেসেজ করতে হবে।
- রবি লোকাল সার্ভিস বন্ধ করতে “off” লিখে 1818 তে মেসেজ করতে হবে।
- রবি ওয়্যাপ সার্ভিস বন্ধ করতে Off লিখে 21290 তে মেসেজ দিতে হবে।
- রবি ব্রেকিং নিউজ সার্ভিস বন্ধ করতে *140*8*1*2*3# ডায়াল করতে হবে।
- রবি ফান পোর্টাল সার্ভিস বন্ধ করতে “joke off” লিখে 4636 তে মেসেজ দিতে হবে।
- রবি কিড-জোন সার্ভিস বন্ধ করতে “off” লিখে তে মেসেজ দিতে হবে।
- রবি মুসলিম জীবন সার্ভিস বন্ধ করতে “OFF” লিখে 21279 তে মেসেজ দিতে হবে।
- রবি ইবাদাত পোর্টাল সার্ভিস বন্ধ করতে “OFF” লিখে 80807 তে মেসেজ পাঠাতে হবে।
- রবি ওমেন জোন সার্ভিস বন্ধ করতে “STOP WZ” লিখে 8378 তে মেসেজ দিতে হবে।