উক্তি

মেয়েদের নিয়ে উক্তি, বাণী, ছবি ও কথা

আসসালামু আলাইকুম সকলের প্রতি রইল অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সকলেই ভাল আছেন। ভিউয়ার্স আজকে আমরা আপনাদের মাঝে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের পোস্টটি হচ্ছে মেয়েদের নিয়ে উক্তি বাণী সম্পর্কিত একটি পোস্ট। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনারা মেয়েদের নিয়ে উক্তি বানী ও কথা গুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের আজকের এই পোস্ট থেকে মেয়েদের নিয়ে উক্তি বাণী ও কথা গুলো পড়লে বা সংগ্রহ করলে আপনাদের মেয়েদের সম্পর্কে ভুল ধারণা ও বৈষম্য দূর করতে সাহায্য করবে। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনি মেয়েদের নিয়ে উক্তি বাণী ও কথাগুলো ছাড়াও মেয়ে সম্পর্কে সামগ্রিক কিছু তথ্য জানতে পারবেন। আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের সকলের কাছে গ্রহণযোগ্য তা লাভ করবে।

মেয়ে পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। মেয়ে সন্তান আল্লাহ তা’আলার পক্ষ থেকে পরিবারের প্রতি রহমত নিয়ে আসে। মেয়েদের কোনো নিজস্ব পরিচয় নেই। এরা কখনো পিতার সন্তান আবার কখনো কারো স্ত্রী আবার কখনো কারো বোন আবার কখনো কখনো এরা কারো জন্ম ধাত্রী মা। পৃথিবীতে সকল ক্ষেত্রে মেয়েদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমান সময়ে মেয়েরা শুধু পরিবারের জন্য রান্না-বান্না ও সন্তান লালন-পালনের কাজে সীমাবদ্ধ নয়। বরং এরা পুরুষশাসিত সমাজে পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে পথ চলছে। মেয়েরা এখন অফিস-আদালত ঘরে-বাইরে কলকারখানায় এমন কি রাষ্ট্র পরিচালনায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের আজকের এই কুসংস্কারাচ্ছন্ন সমাজ মেয়েদেরকে তাদের যোগ্য সম্মান দিতে পারেনি। এখনো মেয়েদের প্রতি তাদের হীন মানসিকতা কাজ করে। আমাদের সকলের উচিত মেয়েদেরকে তাদের যথাযোগ্য সম্মান দেওয়া। তাহলে আমরা সুন্দর সুশীল ও আদর্শ দেশ গঠনে ভূমিকা রাখতে পারবো।

মেয়েদের নিয়ে উক্তি

পাঠক বন্ধুরা আপনারা যারা মেয়ে সম্পর্কে উক্তি গুলো অনুসন্ধান করে যাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি। আমরা এখানে আপনাদের জন্য নিয়ে এসেছি মেয়ে নিয়ে বিখ্যাত মনীষীদের কিছু উক্তি। আপনারা আমাদের আজকের এই উক্তি গুলো সংগ্রহ করলে মেয়ে সম্পর্কে সুস্পষ্ট ভাবে বুঝতে পারবেন। আমাদের আজকের এই উক্তি গুলো আপনাদেরকে মেয়েদের প্রতি মন নীচু মানসিকতা ও ভুল ধারণা গুলো সম্পর্কে বুঝতে সাহায্য করবে। আমাদের আজকের এই উক্তি গুলো আপনাদেরকে মেয়েদের প্রতি সম্মান ও মর্যাদা প্রদান করতে সাহায্য করবে। নিচে মেয়ে নিয়ে উক্তি গুলো তুলে ধরা হলো:

১. “ স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন , পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না ,ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। “

– বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২. ” নারীর হৃদয় হলো এমন একটা জায়গা , যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। ”

– রেদোয়ান মাসুদ

৩. ” মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয় ,আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। “

– হুমায়ুন আহমেদ

৪. ” নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে , সবচেয়ে বড় নির্যাতন হল – মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। “

– তসলিমা নাসরিন

৫. ” নারীর কাছ থেকে পুরুষের মত কাজ আশা করলে তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। “

– প্লেটো

৬. ” বিশ্বে যা -কিছু মহান সৃষ্টি চির -কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী , অর্ধেক তার নর। বিশ্বে যা -কিছু এল পাপ -তাপ বেদনা আর অশ্রুবারি অর্ধেক তার জানিয়েছে নর ,অর্ধেক তার নারী। “

– কাজী নজরুল ইসলাম

৭. ” সব বড় মানুষেরাই তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। “

– ও হেনরি

৮. ” নারী হচ্ছে টি – ব্যাগের মত। গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শাক্তিশালী। ”

– এলিয়ানর রুজভেল্ট

৯. “ তোমরা আমাকে শিক্ষিত মা দাও ,আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। “

– নেপোলিয়ান বোনাপার্ট

১০. ” কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি , প্রেরণা দিয়াছে , শক্তি দিয়াছে বিজয় -লক্ক্ষ্মী নারী।”

– কাজী নজরুল ইসলাম

মেয়ে নিয়ে বাণী

অনেকেই আছেন যারা এ নিয়ে বাণী গুলো সম্পর্কে জানতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোস্টটি। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে মেয়ে নিয়ে বেশ কিছু বাণী নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের এই বাণী গুলো আপনাদেরকে মেয়ে সম্পর্কে জানতে সাহায্য করবে। আমাদের আজকের এই মেয়ে বাণী গুলো আপনি আপনার বন্ধু-বান্ধব ও পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। আপনার শেয়ারের ফলে অনেকের সম্পর্কে ভুল ধারণা গুলো ভাঙতে সাহায্য করবে। নিচে মেয়ে নিয়ে বাণী গুলো তুলে ধরা হলো:

১১. ” অসংখ্য কষ্ট ,যন্ত্রনা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক , একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। ”

– হুমায়ন আহমেদ

১২. ” মাতৃত্ব শুধু শক্তিই যোগায় না , এটা মনে শান্তিও এনে দেয়। তুমি নারী বলে দুর্বল এটা কখনই কাউকে বলবে না। 

– ম্যারি কম

১৩. “ আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা। তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “

– মরিয়ম মাকেবা

১৪. “ প্রতিটা মেয়ে হয়ত তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে।” -হুমায়ূন আহমেদ

১৫. “মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায়।” – প্রবোধকুমার সাণ্যাল

১৬.“নারী ভালোবাসার জন্য, জানার জন্য নয়।” -অস্কার ওয়াইল্ড

১৭.“ যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটা কম।” -তসলিমা নাসরিন

১৮.“যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী।” -হুমায়ূন আহমেদ

মেয়ে নিয়ে কিছু কথা

মেয়ে আল্লাহ তায়ালার অপরূপ সৃষ্টি। ইসলামে মেয়েদের কে যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছে । ইসলামে মেয়েদেরকে ঘরের রানী বলা হয়। কিন্তু আমাদের স্বার্থপর সমাজের স্বার্থপর কিছু মানুষ মেয়েদেরকে এখনো তাদের ভোগের সামগ্রী মনে করে থাকে। মেয়েদের প্রতি তাদের অবহেলা ও নিচু মন মানসিকতা তাদের স্বার্থপরতার পরিচয় দিয়ে থাকে। আমাদের দেশে এখনো ঘরে বাইরে কল কারখানায় প্রতিনিয়ত মেয়েরা বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে। কর্মক্ষেত্রে এখনো তাদের প্রতি বৈষম্য করা হয়। মেয়েদের প্রতি সমাজের এই নিচু মন মানসিকতা দূর করতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং প্রতিটি পরিবারে ছেলে মেয়ে দুজন কেই সমান চোখে দেখতে হবে। তাহলে মেয়েরা স্বাধীন ভাবে জীবন যাপন অতিবাহিত করতে পারবে।

১৯.“প্রাণকে নারী পূর্ণতা দেয়, এই জন্যই নারী মৃত্যুকেও মহীয়ান করতে পারে।” – রবীন্দ্রনাথ ঠাকুর

২০.“নারীর সাহায্যে, তার চিন্তাশীলতা ও সচেতনতায় নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে।” – লেলিন

২১.“যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে।” – জে, বি,ইয়েস্ট

২২. “ঈশ্বর নারীর প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ে,কারণ এই প্রতিভার সৃষ্টিকর্ম হচ্ছে সর্বদাই প্রেমেরই সৃষ্টিকর্ম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button