ভালোবাসার এসএমএস ।
স্বামী গরীব হওয়া ভাল,কারন
তারা অর্থের অভাব ভালোবাসা
দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে
হুমায়ূন আহমেদ ।
কিছু আঘাত এমন হয় যেগুলো
সারাজীবনেও ভোলা যায় না।
আসলে যে দেয় সে ভুলে যায়!
মনে ক্ষতের দাগটা শুধু থেকে যায় তারই,
যে পায়। লাভ ইউ জান পাখি ।
পর মানুষে দুঃখ দিলে
দুঃখ মনে হয় না,
আপন মানুষ দুঃখ দিলে
মেনে নেয়া যায় না ।
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠূর হতে পারিস না ।
যার জন্য তোমার
মন পুড়ে ছাঁই
খোঁজ নিয়ে দেখো
তাহার অন্তরে তুমি
নাই ।
আমি ভালোবাসি শুধু তোমাকে এই মন তাই বলে, তুমি কি তা জানো না?
আমি স্বপ্ন আঁকি দুটি চোখে সেতো তোমারি ছবি তুমি তা যদি দেখতে।
না থাক আর কিছু বলবো না,,, আবার ভাব্বা আমি তোমার সাথে লাইন মারছি ।
কতটা ভালবাসি জানি না
কিন্তু বিশ্বাস কর তোকে ছাড়া
অন্য কারো কথা ভাবতেও পারি না ।
ধৈর্য্য এমন একটি গাছ,
যার সারা গায়ে কাঁটা কিন্তু
ফল অত্যন্ত মজাদার ।
-মহানবী হযরত মুহাম্মদ (সঃ)
আল্লাহ আমাকে ধৈর্য্য ধারন করার ক্ষমতা দাও ।
বন্ধু রে তোর বুকের ভিতর
শখের বশে বানাইয়াছি আমার
বসতবাড়ি ঘর ।
আমাকে ছাড়া যদি সুখি হতে পারো,
তাহলে আর ফিরে এসো না।
কিন্তু আমি হীনা তুমি যদি
কষ্টে থাকো তবে ফিরে এসো
কথা দিলাম –
আগের মতোই ভালোবাসবো তোমায় ।
ও মাধবী তোমায় বলছি
নাম ধরে তোমায় ডাকছি
আমার হাতটা ধরো
কথাগুলো একটু শোন
ছুটতে ছুটতে আমি আজ বড়ই ক্লান্ত।
হাতটা যদি ধর
আমার প্রেমে পড়
তোমায় নিয়ে যাব
বেলতলার ওই বৈশাখী মেলায়
আর ফুচকা কিনে খাব।
আমার কাছে আস
একটু ভালোবাস
তোমায় নিয়ে যাব
গঙ্গা ঘাটের বৃদ্ধ বটতলায়
মন ভরাবো আবৃতি শোনায়।
আমার কথা শোন
একটু ভরসা রাখ
তোমায় নিয়ে যাব
বিলের মাঝখান টায়
শাপলা তুলে দেব, তোমার চুলের খোঁপায়।
আমার সাথে চল
বাইক পিছে বস
তোমায় নিয়ে যাব
পার্কের ওই নির্জনতায়
কাটাবে সময় কিছু প্রকৃতির ছোঁয়ায়।
মাধবী এটুকু বিশ্বাস রাখ
আমায় বিয়ে কর
শাড়ি গহনা না দিতে পারি ভুরি ভুরি
সুখ দেব তোমায়
রাঙ্গাবো মন তোমার, আমার উজাড় করা ভালোবাসায় ।