পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ।
নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিক নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে ।
পদের নাম ও বেতন গ্রেড (জাতীয় বেতন স্কেল/২০১৫
অনুযায়ী)।
| শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য।
যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই।
ফার্মাসিস্ট (ক) কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং । মানিকগঞ্জ, টাঙ্গাইল, গ্রেড-১১, ১২৫০০-৩০২৩০/- | (দুইশত। | (খ) বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
ফরিদপুর, মাদারীপুর, পঁচাত্তর) টি
শরীয়তপুর, মেডিকেল
কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনােলজি (ল্যাব) বিষয়ে গোপালগঞ্জ, রাঙ্গামাটি, টেকনোলজিস্ট(ল্যাব) (একশত | ডিপ্লোমা ডিগ্রি।
খাগড়াছড়ি, বান্দরবান, গ্রেড-১১, ১২৫০০-৩০২৩০/- । আটচল্লিশ)
বাগেরহাট, ঝিনাইদহ,
মাগুরা, নড়াইল, মেডিকেল টেকনোলজিস্ট
| কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনােলজি (রেডিওগ্রাফি) বরিশাল, ঝালকাঠি, (রেডিও) (দুই) টি | বিষয়ে ডিপ্লোমা ডিহি।
| পিরোজপুর, পটুয়াখালি গ্রেড-১১, ১২৫০০-৩০২৩০/- |
ও বরগুনা জেল
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমাজ বিজ্ঞান/সমাজ কল্যাণ গ্রেড-১৩, ১১০০০-২৬৫৯০/- (এক) টি | বিষয়ে ন্যূনপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি ; এবং
(খ) সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা। প্রধান সহকারী
| (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতক গ্রেড-১৩, ১১০০০-২৬৫৯০/- (এক) টি | ডিগ্রি বা সমমানের সিজিপিএ ; এবং
(খ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির গ্রেড-১৩, ১১০০০-২৬৫৯০/- ] (তিন) টি | স্নাতক ডিগ্রি ; এবং
(খ) হিসাব ও নিরীক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার
দেয়া হবে। | উচ্চমান সহকারী
স্নাতক বা সমমানের ডিগ্রি। গ্রেড-১৪, ১০২০০-২৪৬৮০/- | (এক) টি
আবেদন ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অনুসরণ করতে হবে ।
২৫/০৩/২০২১ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযােদ্ধাদের পুত্র-কন্যা
এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা
সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমাোদন সাপেক্ষে আবেদন করতে ।
হবে এবং অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। (৩) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম
কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ২৫/০৩/২০২১ তারিখে ৪০ চল্লিশ)বৎসর পর্যন্ত শিথিলযোগ্য ।
নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান ও কোটা নীতি অনুসরণ করা হবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশােধন হলে সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তির ০১ হতে ২৯নং ক্রমিকে বর্ণিত পদের জন্য ১১২/- (একশত বার) টাকা এবং ৩০ হতে ৩৬নং ক্রমিকে বর্ণিত ।
] জন্য ৫৬/- (ছাপ্পান্ন) টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে; এ
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান Online এ আবেদনপত্র Application Form যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং
স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit
করা সম্পন্ন প্রার্থী ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicants Copy পাবেন। উক্ত Applicant’s
Copy প্রার্থী প্রিন্ট অথবা download পূর্বক সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID দেওয়া থাকবে।
ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-paid Mobile নম্বরের মাধ্যমে নিম্নোক্তভাবে ০২(দুই)টি SMS করে
পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২৯নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মােট ১১২/- (একশত বার) টাকা (পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা}
৩০ থেকে ৩৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য মােট ৫৬/(ছাপ্পান্ন) টাকা {পরীক্ষার ফি ৫০/- এবং
টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা অনধিক ৭২বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন।