উক্তি

নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি, বাণী ও স্ট্যাটাস

আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি।বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিজের ভুল স্বীকার উক্তি নিয়ে আলোচনা করবো। আশা করি আমাদের লেখাটি সবার কাজে লাগবে।

মানুষ মাত্রই ভুল। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জীবনে কখনো কোনো ভুল কাজ করেনি। কিন্তু খুব কম মানুষই আছে যারা নিজের ভুল নিজে স্বীকার করতে জানে। পৃথিবীতে শ্রেষ্ঠতম কাজ গুলোর মধ্যে অন্যতম একটি ভালো কাজ হলো নিজের ভুল স্বীকার করা। নিজের ভুল নিজে স্বীকার করলে মানুষ কখনো ছোট হয়ে যায় না। ভুল করা কোনো অন্যায় নয় কিন্তু জেনে বুঝে সেই ভুল স্বীকার না করাটা অনেক বড় অন্যায়। ভুল স্বীকারের মধ্য দিয়ে মানুষ মানুষের কাছে বিশ্বাসী হয়ে ওঠে।অনেকেই আছে যারা জেনে বুঝে একের পর এক ভুল করে কিন্তু নিজে কখনো সে ভুল স্বীকার করতে চায় না। ফলে মানুষ তাদের পছন্দ করে না খারাপ চোখে দেখে। এসব মানুষেরা শুধু মানুষের জন্য অভিশাপ নয় বরং পুরো জাতির জন্য অভিশাপ। তাই আমাদের সকলের উচিত নিজের ভুল নিজে স্বীকার করা। তাহলেই আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো।

নিজের ভুল স্বীকার নিয়ে উক্তি

পাঠক বন্ধুরা এখানে আমরা নিজের ভুল স্বীকার নিয়ে বেশ কিছু উক্তি তুলে ধরবো।যেগুলো আপনাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগবে।আপনারা চাইলে আমাদের এই উক্তিগুলো নিজের বন্ধুবান্ধব পরিবার ও পরিচিত জনদের মাঝে শেয়ার করতে পারেন। এমনকি আপনি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারেন। নিচে আমাদের ভুল স্বীকার নিয়ে উক্তি গুলো তুলে ধরা হলোঃ

  • প্রথমেই যা ভুল মনে হয়, তা সবসময় ভুল নাও হতে পারে। – রবাট সাউদি”
  • আমি আমার নিজের ভুল ছাড়া, অন্য সবার ভুল ক্ষমা করতে পারি। – ফ্রান্সিস সিজার”
  • মানুষ মাত্রই ভুল করে, আর বােকারা সে ভুলকে সংশােধন করতে চেষ্টা করে না। – বাৰ্নস”
  • যার জীবনে যত ভুল, তার জীবনে তত মঙ্গল। অন্ধকারের অলিগলি পার হয়েই তাে আমরা আলাের সন্ধান পাই। – শেখ সাদী”
  • অনেক মারাত্মক ভুলের জন্য অহংকার দায়ী থাকে। – রাস্কিন”
  • ভুল করা কোনাে সমস্যা নয়, কারণ যে ভুল করে না; সে মানুষ নয়। – ডেল কার্নেগি”
  • যে ব্যক্তি ভুল করে না, বস্তুত সে কিছুই করে না। – এডওয়ার্ড জে ফিলিপস”
  • মানুষের জীবনটাই অগণিত ভুলের যােগফল। – হােমার”

১. আমরা কিভাবে ভুল করি তা নয়, আমরা কিভাবে ভুল সংশোধন করি তা আমাদের সংজ্ঞায়ন করে।
— রেকেল অল্কিন

২. সুযোগ নাও, ভুল কর, এভাবেই তুমি বড় হও।
— মেরি টেলর মুর

৩. তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না, যে তার আচরণে ভুল গুলো দেখতে পায়না ।
— সংগৃহীত

৪. তুমি যোগ্য কিনা সেটা জানতে হলে তোমাকে ভুল করতে হবে।
— এনি লেমট

৫. ভুল মস্তিষ্কের বিকাশ ঘটায়।
— জো বোলার

৬. ভুল মানুষের সারাজীবনে পরিশোধিত ঋণের একটি অংশ।
— সোফিয়া লোরেন

৭. ভুল কর, এগুলো থেকে শিক্ষা নাও, এগিয়ে চল।
— সংগৃহীত

৮. যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টাই করেনি।
— আলবার্ট আইনস্টাইন

ভুল কখনো কারো জীবনে সাফল্য বয়ে আনতে পারে না। কিন্তু নিজের ভুল নিজে স্বীকার করলে মানুষ জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে।নিজের ভুল নিজে স্বীকার করার মাধ্যমেই মানুষ আত্মবিশ্বাসী হয়ে উঠে। পরিশেষে বলা যায় যে, জীবনে সফলতা লাভ করতে হলে সবাইকে নিজের ভুল নিজে স্বীকার করার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই জীবনে সাফল্য আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button