রেজাল্ট

নদী ও নৌকা নিয়ে ক্যাপশন ও স্ট্যাটাস

বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে রয়েছে অসংখ্য ছোট বড় নদী। আর ছোট বড় এই নদীগুলোতে রয়েছে নৌকা। বিভিন্নভাবে আমরা এ বিষয়টি লক্ষ্য করেছি গ্রাম গঞ্জ থেকে শুরু করে শহরের দিকে রয়েছে কিছু সংখ্যক নদী আর নদীপথে যাত্রার ব্যবস্থা রয়েছে অনেক ক্ষেত্রেই এক্ষেত্রে আমরা আমাদের আলোচনায় আজকে নদী ও নৌকা নিয়ে কিছু সুন্দর সুন্দর তথ্য আপনাদের মাঝে প্রদান করব যেগুলো আপনি ক্যাপশন এবং স্ট্যাটাস হিসেবে ব্যবহার করতে পারবেন। বর্তমান সময় অনলাইনের এই যুগে সকলেই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্কিত এক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে অনেকেই বিভিন্ন বিষয়ের উপর ক্যাপশন কিংবা স্ট্যাটাস প্রদান করেন অনেকেই রয়েছে নৌকায় উঠে নদীর সামনে গিয়ে ছবি তুলে সেই নদী ও নৌকার বিষয়ে ক্যাপশন দেওয়ার জন্য অনলাইন অনুসন্ধান করে থাকেন ক্যাপশন সংগ্রহের উদ্দেশ্য নিয়ে । এক্ষেত্রে আমরা এমন ব্যক্তিদের সহযোগিতার জন্য আজকের আলোচনাটি বিশেষভাবে গুরুত্বের সহিত প্রদান করেছি আপনাদের মাঝে।

পাঠক বন্ধুগণ আপনারা অবশ্যই আমাদের আলোচনা থেকে এ বিষয়ে সম্পর্কে অসংখ্য ক্যাপশন ও স্টাটাস পেতে চলেছেন সমস্ত বিষয়ের উপর তথ্য প্রদান করে আমরা ক্যাপশন গুলো সাজিয়েছি পেয়ে যাবেন সেরা কিছু সেরা সুতরাং আপনাদের অবশ্যই আমাদের আলোচনা থেকে এই স্ট্যাটাস গুলো নির্বাচন করে নিতে ভালো লাগবে আমরা চেষ্টা করেছি উভয়ের বিষয়ে সুন্দর তথ্যগুলো প্রদান করার।

নদী নিয়ে ক্যাপশন

আঁকাবাঁকা পথে বয়ে চলেছে অনেক ছোট বড় নদী আমাদের দেশে। এই নদীগুলো বিভিন্নভাবে আমাদের উপকৃত করেন। আমাদের দেশের মাটিতে উর্বর করার ক্ষেত্রে এই নদীর রয়েছে বিশেষ ভূমিকা। নদী নিয়ে ক্যাপশনগুলো অনুসন্ধান করে যারা আমাদের ওয়েবসাইটটিতে রয়েছেন তারা এখান থেকে পাচ্ছেন সেরা কিছু ক্যাপশন নদী সম্পর্কিত ক্যাপশন গুলো তুলে ধরা হচ্ছে নিচে:

১.”নদী কখনো বিপরীত দিকের হয় না তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন

আপনার অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন”।

২. নদী কখনোই তার নিজের জল পান করে না; গাছ কখনোই তার নিজের ফল খায় না। তাই জীবনে অন্যদের জন্যেও বাঁচতে শিখুন।”

৩.যদি ভালোবাসতেই হয় নদীর মতো ভালোবাসো

কোন স্বার্থহীন এক বস্তু হলো নদী

৪.নদীর মতো, ভালোবাসা, যখনই কোনও বাধা পূরণ করে তখন নতুন পথ কেটে নেয়।” –

৫.সমুদ্রতে যেমন নদী হারিয়ে যায়, তেমন ভালোবাসায় মানুষ হারিয়ে যায়।”

৬.নদীর এপাড় কহে ছাড়িয়া নিশ্বাস, ওপাড়েতে সর্ব সুখ আমার বিশ্বাস।” –

৭.নদীর যত্ন নয় মানুষের হৃদয়ের প্রশ্ন।”

৮.যে কখনো নদীর স্রোত উপভোগ করতে পারেনি সে কখনো কাউকে ভালোবাসেনি।

৯,.নদী যেমন গভীর ঠিক মানুষের ভালোবাসা ঠিক ততটাই গভীর।

১০.নদীর বুকে হাঁটছে আলো

মানুষের মনে নতুন প্রেম

১১.”একটি নদী কখনই হ্রদে পরিণত হতে চায় না এবং যে প্রেম  নদীর মতো প্রবাহিত হতে পছন্দ করে সে কখনো মানুষের মতো স্থির হয়ে থাকতে চায় না ।

১২.একটি নদী তার মাছের জন্য সম্মানিত হয়, ঠিক তেমনি সত্যিকারের প্রেম মানুষে মানুষে পূর্ণতা পায়।

নৌকা নিয়ে ক্যাপশন

নদীর উপর বয়ে চলেছে ছোট বড় নৌকা। আমাদের দেশের মাঝি বইটা হাতে ভাটিয়ালি গান এর সাথে নৌকা চালিয়ে থাকেন নদীর বুকে এই ছোট ছোট নৌকাগুলো নদীর বুকে ভাসতে থাকে অসম্ভব সুন্দর লাগে আর এই সুন্দর প্রকৃতির সাথে নিজেকে জড়িয়ে অনেকেই সুন্দর সুন্দর ক্যাপশন প্রদান করার জন্য আগ্রহী হয়ে থাকেন এক্ষেত্রে আমরা এই সুন্দর মুহূর্তে আপনাদেরকে সুন্দর কিছু নৌকা নিয়ে ক্যাপশন দিয়ে সহযোগিতা করব।

  • তুমি হয়তো সুখ কিনতে পারবে না তবে নৌকা কিনতে পারবে আর এই নৌকা কিনেই তুমি সুখ অর্জন করতে পারবে।

— সংগৃহীত

  • একটি নৌকা পানিতে থাকতে পারে তবে পানিকে কোনদিন নৌকাতে থাকতে পারে না।

— রামাকৃষ্ণা

  • একজন মাঝি ছাড়া নৌকা কখনোই সাগরে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না।

— সংগৃহীত

  • হয়তো আমরা সবাই বিভিন্ন জাহাজে চড়ে এসেছি তবে আমরা এখন সবাই জীবন নামক নৌকায় রয়েছি ।

— মার্টিন লুথার কিং

  • নৌকা ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই পানি কাছে যেতেই হবে।

— এনকি মিন

  • নৌকা চালানোর উদ্দেশ্যে এই নয় যে একজন মালিকের সারাক্ষণ বৈঠা চালিয়ে নৌকাটি চালাতে হবে বরং কিছুক্ষণ চালিয়েই যেন নৌকাটি নিজে নিজে চলতে সক্ষম হয় সেটা নিশ্চিত করতে হবে।

— জন রউস্মাইনেরে

  • একটি নৌকা যা তার পিছনে চলে তা কখনোই সূর্য উদয় দেখতে পারবে না।

— বিল কসবি

  • কোন একটি নির্দিষ্ট ইচ্ছা ছাড়া জীবন হলো একটি মাঝিবিহীন নৌকার মত।

— দেবাশীষ মৃধা

  • জীবন হলো একটা নৌকার মতো যেন কাটা জীবনের অপর পাড়ে পৌঁছানোর জন্য প্রতিনিয়ত চলেছে।

— লাওয়ানশু কৌশিক

  • জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক নৌকা বাছাই করা।

— সংগৃহীত

  • নৌকা মাটিতে সব সময় সুরক্ষিত কিন্তু সে সেজন্য তৈরি হয়নি তাকে তৈরি করা হয়েছে পানিতে ঝড়ো হাওয়া সম্মুখে চালককে এগিয়ে নিয়ে যেতে।

— ক্যাটিয়ে কৌরিক

  • প্রত্যেক মানুষেরই জীবনে একবার না একবার কোন এক নৌকাকে পাহাড়ে চূড়ায় তোলস উচিত।

— ওয়ার্নার হারজোগ

  • যদি তোমার নৌকা তোমার কাছে না আসে তবে সাঁতার কেটে তুমি তোমার নৌকা চলে যাও।

— জোনাথন উইন্টারস

  • নৌকার ভিতরে পানি হলো এর ডুবে যাওয়ার কারণ আর নৌকার বাইরের পানি হল এর সাপোর্ট।

— রুমি

  • জীবন হলো নৌকার মতোই।

— পুজা রাই

  • নৌকা যেমন মাঝি ছাড়া কিছুই না তেমনি মানুষ স্বপ্ন ছাড়া কিছুই না।

— মেহমেত মুরাদ ইলদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button