জুম আ্যপ ব্যবহারের নিয়ম
জুম আ্যপ ব্যবহারের নিয়ম: বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি জুম অ্যাপ এর ব্যবহার। তবে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন অফিস কিংবা অনলাইন ক্লাস মিটিং এর সাথে যুক্ত হতে গিয়ে লোন অ্যাপের ব্যবহার সম্পর্কিত সমস্যার সম্মুখীন হয়েছেন। এর কারণ অনেকেই নতুন এই অ্যাপ ব্যবহার করছেন এক্ষেত্রে কিভাবে এই জুম অ্যাপ ব্যবহার করতে হয় ব্যবহার বিধি সম্পর্কে জানা না থাকায় সমস্যার সম্মুখীন হয়ে অনলাইনে অনুসন্ধান করছে। এমন ব্যক্তিদের সহযোগিতার জন্য আমরা আমাদের আজকের আলোচনায় রুম অ্যাপ ব্যবহারের বিষয় সম্পর্কে জানাবো। সুতরাং আপনি আপনার প্রয়োজনে জুম এমটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আমাদের সাথে থেকে এই অ্যাপস ব্যবহার সম্পর্কে জানবেন।
অনলাইন কাজ সহ অফিস আদালতের অনেক মিটিং সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা পর্যালোচনার জন্য এই অ্যাপসটি তৈরি করা হয়েছে। বর্তমান সময়ে অন্যান্য অনেক অ্যাপস কিংবা ওয়েবসাইট রয়েছে যেখানে একসাথে অসংখ্য মানুষ যুক্ত হওয়া সম্ভব তবে এর মধ্যে অন্যতম সেরা ও জনপ্রিয় একটি অ্যাপস হচ্ছে জুম। যার মাধ্যমে খুব সহজেই যুক্ত হয়ে আপনি আলোচনা করতে পারেন। অর্থাৎ আমাদের আজকের আলোচনার মাধ্যমে আপনি রুম ম্যাপের ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।
জুম অ্যাপ ডাউনলোড
জুম অ্যাপ ডাউনলোড করার বিষয় সম্পর্কে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করে অনলাইনে এসে থাকেন। এক্ষেত্রে আমরা আপনাদেরকে জানাবো জুম অ্যাপ ডাউনলোড করার উপায়। আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি তারা অবশ্যই প্লে স্টোর থেকে খুব সহজেই রুম অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে ব্যবহার করতে পারেন। খুবই সহজ পদ্ধতি আপনারা আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে গিয়ে জুম অ্যাপ লিখে অনুসন্ধান করে ডাউনলোড করে নিতে পারবেন।
জুম অ্যাপ কি
অনেকেই জানেন না জুম অ্যাপ কি এটি মূলত এটি বর্তমান সময়ের জনপ্রিয় আ্যপ। এটি একটি অফিসিয়াল অ্যাপ যার মাধ্যমে আপনি অনলাইন ক্লাস সহ অফিসের বিভিন্ন মিটিং এ জয়েন হতে পারেন। কোভিদ নাটির কারণে এই অ্যাপটি বহুল জনপ্রিয় হয়ে উঠেছে এর কারণ এই রুম এ ব্যবহার করে অনলাইন ক্লাস সম্পূর্ণ করা হয়েছে তাই বর্তমান সময়ে এই অ্যাপ এর ব্যবহার অনেক বেশি।
জুম এর প্রধান ফিচারসমুহ
- এইচডি ভিডিও চ্যাট এবং কনফারেন্স
- অডিও কনফারেন্সিং (ভয়েস ওভার ইন্টারনেট ব্যবহার করে)
- ইনস্ট্যান্ট মেসেজিং
- ভিডিও কলের জন্য ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড
- স্ক্রিন শেয়ারিং ও অন্যান্য কোলাবোরেটিভ ফিচার
- ভিডিও ওয়েবিনার হোস্টিং
জুম অ্যাপ ব্যবহারের নিয়ম
জুম অ্যাপ ডাউনলোড করার উপায় সম্পর্কে জানিয়েছি এছাড়াও এর কাজ সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন। এক্ষেত্রে কিভাবে এটি ব্যবহার করবেন অনেক নতুন ব্যবহারকারী রয়েছেন তাদের অবশ্যই ব্যবহার সম্পর্কে জানতে হবে কিভাবে অ্যাকাউন্ট করবেন এছাড়াও কিভাবে যুক্ত হবেন আপনার ক্লাস কিংবা মিটিংয়ে যুক্ত হওয়ার নিয়ম সহ বিস্তারিত সকল তথ্যই থাকছে আমাদের আজকের আলোচনায় আলোচনার মূল পর্বে তুলে ধরা হচ্ছে জুম অ্যাপ ব্যবহারের সঠিক নিয়ম।
স্টেপ ১.
যখনি আপনি নিজের মোবাইলে zoom app download এবং install করবেন, তখন app টি ওপেন করার সাথে সাথে ৩ টি option দেখতে পাবেন।
- Join a meeting
- Sign up
- Sign in
এবার যদি সরাসরি কোনো meeting এর সাথে join হতে চাইছেন, তাহলে join a meeting option এর মধ্যে click করতে হবে।
এবং একটি নতুন জুম একাউন্ট বানাতে হলে Sign Up অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ২.
এবার sign up অপশনে ক্লিক করার পর আপনাকে নিজের জন্মের তারিখ (Date Of Birth) দিতে বলা হবে।
স্টেপ ৩.
এখন, আপনাকে এক এক করে আপনার Email ID, First name, Last name দিয়ে দিতে হবে এবং নিচে Sign Up এর অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪.
এবার আপনার দিয়ে দেওয়া ইমেইল আইডিতে (Email ID) একটি verification mail পাঠানো হবে যেখানে আপনি “Activate your account” নামের লিংক একটি দেখবেন।
সরাসরি সেই লিংকে ক্লিক করুন, এতে আপনার একাউন্ট ভেরিফাই হয়ে যাবে।
এবার আপনারা নিজের তৈরি করা জুম একাউন্টের মাধ্যমে Zoom Meetings & Chat এর full access পেয়ে যাবেন।
কিন্তু এর আগেই আপনাকে নিজের পাসওয়ার্ড সেট করে নিতে হবে।
স্টেপ ৫.
Verification email এর মধ্যে click করার পর আপনাকে zoom এর website এর মধ্যে নিয়ে যাওয়া হবে।
এবার আপনারা আবার একটি Sign Up form দেখতে পাবেন যেখানে আপনাকে কিছু তথ্য দিয়ে দিতে হবে।
- First name
- Last name
- Password
- Confirm password
- তথ্য গুলো সঠিক ভাবে দেওয়ার পর “I am not a robot box” এর মধ্যে ক্লিক করে ক্যাপচা ভেরিফাই করুন।
- এবার, Are you signing up on behalf of a primary or secondary (K-12) institution? অপশনে NO সিলেক্ট করুন।
- এখন নিচে continue বাটন এর মধ্যে ক্লিক করলেই আপনার জুম আইডি বা একাউন্ট তৈরি হয়ে যাবে।
- Start meeting এর অপশনে ক্লিক করে নিজের zoom meeting host করতে পারবেন।
- Go to my account এর মধ্যে ক্লিক করে নিজের zoom account ভিসিট করতে পারবেন।