ছেলেদের কষ্টের স্ট্যাটাস ২০২৩ | কষ্টের ফেসবুক স্ট্যাটাস
আমাদের আজকের এই নতুন পোস্টে আপনাদেরকে স্বাগতম। আজকের এই পোস্টে আমরা আলোচনা করব ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের মনে কষ্ট নেই। সবার মনেই কোন না কোন কষ্ট আছে। এই কষ্ট মানুষের জীবনের ক্ষণস্থায়ী। বর্তমানে বিপুলসংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করে থাকেন কিছু কষ্টের ছবি স্ট্যাটাস সম্পর্কে ।তাই আমরা আজকে আপনাদের এই পোস্টে ছেলেদের কিছু কষ্টের ছবি স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি। মানুষ অনেক বড় সময় কষ্ট মনের মধ্যে চেপে রাখে এতে তাদের কষ্ট বাড়ে এবং এতে তাদের মানসিক চাপ সৃষ্টি হয়। তাই এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে এই কষ্ট অন্যের সাথে শেয়ার করতে হয়। আর এই কষ্ট শেয়ার করার প্রধান অনেক সময় ফেসবুকে বিভিন্ন ধরনের কষ্টের ছবি স্ট্যাটাস ভালো লাগে এবং তা ডাউনলোড করে নিতে আমরা সংকোচ বোধ করি।
কিন্তু আমাদের আজকের এই পোস্টটি থেকে আপনারা ছেলেদের বিভিন্ন ধরনের কষ্টের ছবি স্ট্যাটাস খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
মানুষ নিজের আপনজনদের কাছ থেকেই বেশী কষ্ট পায়। মানুষ অনেক সময় মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। এই দুঃখ বা কষ্ট হতে পারে শারীরিক মানসিক অথবা আর্থিক। অতএব আপনারা যদি ছেলেদের এসব কষ্টের ছবি স্ট্যাটাস ডাউনলোড করতে চান তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সুতরাং গুরুত্বপূর্ণ এই পোষ্টটি অবশ্যই সম্পূর্ণ করবেন আশা করি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে। অর্থাৎ আমাদের আজকের এই পোস্টটিতে ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে।
ছেলেদের কষ্টের স্ট্যাটাস
আমাদের আজকের এই নতুন পোস্টে আপনাদেরকে স্বাগতম ।আজকের এই পোস্টে আমরা আলোচনা করব ছেলেদের কষ্টের স্ট্যাটাস সম্পর্কে।পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের মনে কষ্ট নেই। সবার মনে কোন না কোন কষ্ট আছে ।
এই কষ্ট মানুষের জীবনের ক্ষণস্থায়ী ।বর্তমানে বিপুলসংখ্যক মানুষ অনলাইনে অনুসন্ধান করে থাকেন কিছু কষ্টের স্ট্যাটাস সম্পর্কে। তাই আমরা আজকে আমাদের এই পোস্টে ছেলেদের কিছু কষ্টের ছবি ও স্ট্যাটাস নিয়ে উপস্থিত হয়েছি। মানুষ অনেক সময় কষ্ট মনের মধ্যে চেপে রাখে এতে তাদের কষ্ট বাড়ে এবং এতে তাদের মানসিক চাপ সৃষ্টি হয় । তাই এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে এই কষ্ট অন্যের সাথে শেয়ার করতে হয় ।আর এই কষ্ট শেয়ার করার প্রধান মাধ্যম হলো ফেসবুক ।অনেক সময় ফেসবুকে বিভিন্ন ধরনের কষ্টের স্ট্যাটাস ভালো লাগে এবং তার ডাউনলোড করতে আমরা সংকোচ বোধ করি ।
দুখেঃর সুখের মাঝেই মানুষ বড় হয় কখনো মানুষকে সুখে অনেক আনন্দে রাখে, সুখ যখন আসে তখন আপনার চারদিক দিয়েই সুখ আসবে এবং দুখঃ যখন আসবে আপনার চারদিক দিয়ে অন্ধকারের ছায়া নেমে আসবে।
“কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।”
“সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।”
“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে।”
“আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না।”
“প্রেম,
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে।”
“ম্যাচুরিটি
বয়সের সাথে আসেনা,
আসে জীবনের কঠিন
বাস্তব অভিজ্ঞতা থেকে।”
“মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট
ভর্তি টাকা থাকেনা!
মাথা ভর্তি টেনশন থাকে !”
“চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না!
মাঝে মাঝে চুপ থাকতে হয় !”
“কেউ ভুলে যায় না!
প্রয়ােজন শেষ…
তাই আর যােগাযােগ রাখে না!”
“অতিরিক্ত কোন কিছুই
ভালাে না।
‘অতি’
শব্দটাই খারাপ!”
“যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!”
“মধ্যবিত্ত পরিবারের সন্তান
গুলাের পকেট ভরা টাকা নাই থাকুক…
বুক ভরা স্বপ্ন থাকে।”
“যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?”
কিন্তু আমাদের আজকের এই পোস্টটি থেকে আপনারা ছেলেদের বিভিন্ন ধরনের কষ্টের স্ট্যাটাস খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। মানুষ নিজের আপনজনদের কাছ থেকে বেশি কষ্ট পায়। মানুষ অনেক সময় মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় ।
এই দুঃখ-কষ্ট হতে পারে শারীরিক মানসিক আর্থিক। অতএব আপনার যদি ছেলেদের এইসব কষ্টের স্ট্যাটাস ডাউনলোড করতে চান তাহলে আমাদের আজকের এই পোস্টটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । সুতরাং গুরুত্বপূর্ণ এই পোষ্টটি অবশ্যই সম্পূর্ণ পড়বেন ।আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ পোষ্ট টি।
কষ্টের ফেসবুক স্ট্যাটাস
কষ্ট ছাড়া কেউ চোখের পানি ঝরাতে পারে না,
সত্যিকারের ভালবাসা ছাড়া কোন বন্ধন তৈরি হয়না.
জীবনে একটা কথা মাথায় রেখো,
কাও কে কষ্ট দিয়ে বা কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না.
তুমি বলেছিলে এই পৃথিবীর সব কিছু বদলে গেলেও বদলাবে না তুমি.
এই কথা সরল হৃদয়ে বিশ্বাস করে ছিলাম আমি…
আজ আমার সবাই আছে শুধু বদলে গেলে তুমি |
চলেই যদি যাবে তবে কেন এসেছিলে,
আমার এই সাজানো জীবনে ?
ভালই তো ছিলাম একা এই জীবনে,
কেন এই সাজানো জীবন চলে যেয়ে নষ্ট করলে.. এখন আমি শুধু একা………
তুমি কী বুঝতে পারো আমার জীবনে তুমি ঠিক কতটা গুরুত্বপুর্ন ।
কে তুমি কোথায় তোমার বাড়ি জানিনা জানতে চাইও না।
শুধু এটাই জানি জীবনে তোমার মত করে
কাউকে কখনো খুব করে ভালোবসি বলতে ইচ্ছা করেনি।
আমিতো এখনো তোমায় ভালোবাসি,
আমি সুখে নেই, তাতে কি ?
তোমার সুখই আমার সুখ ।
অভিমানী বুঝলেনা তুমি,
তাইতো চলে গেলে দূরে ।
তোমাকে আগলে রাখতে গিয়ে,
অজনায় হারালে ।।।
তুমি কি জানো ?
একটি ক্ষন সহ্য করার ক্ষমতা তোমার নেই।
সে এক তীব্র যন্ত্রনা !
পারবে না সইতে তুমি !
কেন আমার এই কষ্ট তোমাকে ছুতে পারেনা ?
কেন এত দূরে তুমি…?
“স্বপ্ন” তুমি এতো মধুর কেনো ? “জীবন” তোমার এতো কস্ট কেনো ? “মন” তোমার এতো ভাবনা কেনো ? “সুখ” তুমি এতো দূরে কেনো ? “বাস্তব” তুমি এতো কঠিন কেনো !
এমন কোন একদিন আসবে, যে দিন তুমি তোমার সব ভুল বুঝতে পারবে, আর আমাকে খুঁজবে , কিন্তু পাবে না । তখন অনেক দেরী হয়ে যাবে । তখন শুধু কান্নাই তোমার সঙ্গী হবে ।
সত্যি এটাই যে আমি কখনো তোমার ছিলাম না,
আর তুমি কখনো আমার ছিলে না আর কখনো হবেও না।
যেখানেই থাকো ভালো থেকো ।
অথিতি পাখি কে মনের মাঝে বসতে দিও না, বসন্ত শেষে সে তোমাকে ছেড়ে চলে যাবে অজানা কোন পথে । তুমি তার পথ চেয়ে থাকবে । কিন্তু সে আর ফিরে আসবে না ।
তুমি যদি আমার না হও দুঃখ পাবো না, তুমি যদি আরেক জনের হয়ে সুখী হও, হিংসা করবো না । কিন্তু আমার চেয়ে বেশী ভালো কেউ তোমায় বাসতে পারবে না ।
স্বপ্ন গুলো ধীরে ধীরে ভেঙ্গে যাচ্ছে, কেমন জানি আপন মানুষ গুলো পর হয়ে যাচ্ছে । শান্ত হয়ে শুধু ভাবছি তোমায়, কেনো এমন লাগছে !
নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, আর মানুষের কষ্ট হয় আপন জন ভুলে গেলে ।
সব সময় নিজেকে অনেক একা ভাবি, কারন, জানি পাশে থাকার
ছেলেদের কষ্টের মেসেজ
ছেলেরা মেয়েদের মত প্রকাশ্যে কান্না করে না। তাই বলে ভাববেন না ছেলেটা কান্না করে না। ছেলেটা কান্না করে রাতের অন্ধকারে সবাইকে এড়িয়ে মুখ লুকিয়ে কান্না করেন ছেলে। ছেলেদেরও কষ্ট হয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তারাও চোখের জল ফেলে। হয়তো কেউ জানতে পারে না ছেলেদের কষ্টের কিছু মেসেজ আপনাদের মাঝে উপস্থাপন করার জন্যই আজকের এই আলোচনাটি নিয়ে এসেছি। যে সমস্ত ছেলেরা তাদের কষ্টের মেসেজগুলো অন্যকে প্রেরণ করতে চান তারা এখান থেকে কষ্টের কিংবা ছেলেদের দুঃখের কিছু হৃদয় কাঁপানো কষ্টের কথার সমন্বয়ে লেখা হয়েছে এমন কিছু এসএমএস সংগ্রহ করতে পারেন এখান থেকে। আমরা আশায় রাখছি আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহীত ছেলেদের কষ্টের এসএমএস গুলো আপনি ব্যবহার করতে পারবেন।
ছেলেদের কষ্টের কথা
“ তপ্ত সীসার মতো পুড়ে পুড়ে একদিন
কঠিন হয়েছি শেষে, হয়েছি জমাট শীলা।
তবু সেই পাথরের অন্তর থেকে
কেঁদে ওঠে একরাশ জলের আকুতি,
ঝর্ণার মতো তারা নেমে জেতে চায় কিছু
মাটির শরীরে ”
—- রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
“ পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি॥ ”
—- হুমায়ুন আজাদ।
ছেলেরা পাবার ভেতর দিয়ে মেয়েদের দেয়। আর মেয়েরা দেবার ভেতর দিয়ে ছেলেদের পায়।মেয়েদের অনুমান পুরুষদের নিশ্চয়তা হতে অনেক বেশী ঠিক।
—- কিপলিং
“ পুরুষের দশ দশা, কখনও হাতি কখনও মশা॥ ”
—- মীর মশারফ হোসেন।
“ জীবন খুবই মূল্যবান : জীবনবাদীরা যতোটা মূল্যবান মনে করে, তার চেয়ে অনেক বেশি মূল্যবান। আর শিল্পকলা জীবনের থেকেও মূল্যবান। ”
—- হুমায়ূন আজাদ
মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস
মধ্যবিত্ত পরিবারের ছেলেদের কষ্টের স্ট্যাটাস প্রদান করার উদ্দেশ্যে এই আলোচনায় বিষয়টি উল্লেখ করেছি। সত্যিকার অর্থে একজন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা কতটা কষ্টের মধ্যে দিয়ে বড় হয়ে থাকে তা শুধুমাত্র তারাই অনুভব করতে পারে। এরা নিজেদের চাহিদা প্রয়োজন এর বিষয়টি অন্যের মাঝে প্রকাশ করার সামর্থ্য রাখেনা বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে জীবন এর সাথে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এদের। তবে তাদের এই অনুভূতির বিষয়গুলো সম্পর্কে অন্যকে জানানোর উদ্দেশ্যে কিছু সংখ্যক ব্যক্তি মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরার আগ্রহ প্রকাশ করে মূলত তাদের জন্য আমাদের এই আলোচনা। আশা করছি আপনারা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন তারা তাদের অনুভূতির বিষয় সম্পর্কে অন্যকে জানাতে আমাদের আলোচনা প্রধানকৃত স্ট্যাটাস গুলো ব্যবহার করতে পারেন।
- একলা ঘর জরাজীর্ণ হেডফোন আর একাকিত্ব হ্যাঁ এই তো আমি বেশ ভালই আছি….
- হেলায় হারানো সে বিকেল আবছা আলোয় ঝাপসা,কাঁচে আজ যে আদর অধিকার কই প্রেমের নিবিড় প্রবীন জালে…
- একটা সকাল এমনও আসতে পারতো… মুখোমুখি তোমায় পেতাম.. কিন্তু তা আর হল না… মোহের জালের মিথ্যে আশা ভাঙলো.. একা ছাদে কাঁটা ঘুড়ি একাই পড়ে রইল… ভালো-বাসা আর হল না…
- একটা বিকেল আমাদের হতে পারতো… ময়দানের পাশে ট্রামে চড়ে সূর্যাস্ত দেখতাম.. একটা বৃষ্টিভেজা সন্ধে মদেরও হতো…এক ছাতায় অনেকটা পথ চলতাম…