উক্তি

চামচামি নিয়ে উক্তি | চামচামি নিয়ে কবিতা | চামচামি নিয়ে স্ট্যাটাস

আজকের আলোচনায় আপনাদের স্বাগতম। প্রতিদিন আপনাদের বিভিন্ন ধরনের তথ্য প্রদান করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি আমরা। আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে চামচামি সম্পর্কিত বিষয় সম্পর্কে উক্তি স্ট্যাটাস ও কবিতা সম্পর্কে জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ আলোচনার সাথে থাকবেন। এই ধরনের স্বভাব রয়েছে অনেক ব্যক্তির বর্তমান সময়ে এটি প্রকাশ পায় অনেক বেশি। বর্তমান সময়ে অনেকেই মনে করে থাকেন চামচামি করা হচ্ছে এক ধরনের গুণ আর এই গুণের উপর ভিত্তি করে অনেকেই জীবনে উন্নতি লাভ করেছে বর্তমান সময়ে চামচামি এই ব্যতীত মানুষের কাছে ভালো হওয়া অনেক কষ্টকর।

সকলেই হতো এমন স্বভাবের নয়। তবে প্রয়োজনে অনেকেই এমন কাজ করে থাকেন। এটি এক ধরনের গুণে রূপান্তর হয়েছে যাই হোক আমরা অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে উক্তি ও স্ট্যাটাস প্রদান করব। চামচামি স্বভাব রয়েছে এমন অনেক ব্যক্তি রয়েছে আমাদের আশেপাশে যাদের উদ্দেশ্য করে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করতে পারেন আমরা আপনাদেরকে স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা দিয়ে সহযোগিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমাদের সম্পূর্ণ আলোচনার সাথে থাকুন আশা করছি সামচামি সম্পর্কিত এই তথ্যগুলো সংগ্রহ করে উপস্থাপন করতে পারবেন আপনি।

চামচামি নিয়ে উক্তি

সকল ক্ষেত্রে বেশির বেক্তিদের মতামত গুলো গ্রহণযোগ্যতা পেয়েছে। আমাদের আশেপাশে অনেকেই চামচামি করে থাকে এক্ষেত্রে আমরা বোঝার পরবর্তী সময়ে সরাসরি তাদের বলতে ব্যর্থ হলেও স্ট্যাটাস কিংবা ক্যাপশন এর মাধ্যমে বোঝাতে চেষ্টা করি নিচে উল্লেখ করেছি চামচামি কেন্দ্রিক নতুন কিছু উক্তি।

  • তোষামোদ এবং প্রশংসার মধ্যে প্রায়ই অবজ্ঞার নদী প্রবাহিত হয়”  – মিন্না এন্ট্রিম
  • একজন বস ক্ষমতাকে ভালোবাসেন আর একজন নেতা তার অধীনস্হ মানুষদের ভালোবাসেন।– রোনাল্ড রিগ্যান
  • মহান নেতারা বলেন না কি করতে হবে, বরং কিভাবে করা হয় তা দেখিয়ে দেন।
  • যারা আপনাকে তোষামোদ করে, তাদের দিকে ঘনিষ্ঠভাবে তাকান। অর্ধেক অনুভূতিহীন, অর্ধেক অসচেতন।– জোহান উলফগাং
  • রাসুল (সা.) বলেছেন, উম্মতের ব্যাপারে আমার যে বিষয়গুলোতে ভয় হয়, তন্মধ্যে অন্যতম হচ্ছে বাকপটু মুনাফিক। (মুসনাদে আহমদ : ১/২২
  • গর্বিতদের চেয়ে তোষামোদ বেশি করে এমন কেউ নেই, যারা সর্বদা প্রথম হতে চায়। – বারুচ স্পিনোজা
  • চামচামি যখন পেশা হয়ে দাঁড়ায় ,সৎ ও যোগ্য ব্যাক্তিরা তখন বঞ্ছিত হয় তাদের প্রাপ্য অধিকার থেকে।

চামচামি নিয়ে স্ট্যাটাস

সকল ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে চামচামির মত একটি স্বভাব। পরিচিত ব্যক্তিগণ একে অপরের চামচামি করে মনে জায়গা করার চেষ্টা করে থাকে। জুনিয়র রা সিনিয়র পার্সেন এর স্যামসাং করে নিজের সাধ্য হাসিল করার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে। বর্তমান সময়ে সকলেই নিজ স্বার্থের জন্য সকল কিছু করতে রাজি। স্বার্থপর মানুষগুলো আমাদের সামনে অত্যন্ত সুন্দর ও ভালো সাজার চেষ্টা করলেও পিছন থেকে আঘাত করার ইচ্ছে রয়েছে সকলের এমন ব্যক্তিগণের মধ্যে একটি স্বভাব লুকায়িত রয়েছে তা হচ্ছে চামচামি। এ বিষয়ে কিছু স্ট্যাটাস তুলে ধরছি নিচে।

  • পাষণ্ড শীতের ধমকানো প্লাবন ডিঙিয়ে রজনীর নিশি ডিঙিয়ে ওরে তোরা সবাই নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে গোসল কর- পবিত্র হ!
  • টেবিলে কাগজপত্র এলোমেলো করে রেখে নিজের ব্যস্ততা প্রকাশ করা
  • নিজের মূর্খতা ডাকতে দক্ষ  সহকর্মীর বিরুদ্ধে  কর্মকর্তার কাছে বিষধাগার করা।
  • নিজেকে নিজের প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য মনে করা।
  • সত্য মিথা বলে নিজের বস কে খুশি করা এক রকম চমকদার চাটুকারিতা।
  • বস আমিই ভালো ,আমিই সেরা, আর সবাই অকর্মা।
  • যদি দেখ হাতের তালুতে রেখা কম তাহলে বুঝে নিয় তার তেল দেয়ার বিশেষ দক্ষতা রয়েছে।
  • তেল মাথায় সবাই তেল দিতে চায়,
  • সমাজে দক্ষলোক বেকার থাকার পেছোনে একটাই কারন।

চামচামি নিয়ে কবিতা

চামচামি এ নিয়ে কবিতা পড়তে ইচ্ছুক অনেকেই। এক্ষেত্রে আমরা কবিতা উল্লেখ করে সহযোগিতা করতে পারি আপনাদের। তবে আপনাদের পাশে থাকা ব্যক্তিগণ আপনার সাথে এমন স্বভাব প্রকাশ করলে আপনারা সরাসরি তাদেরকে থামিয়ে দিতে পারেন। স্বাভাবিক অর্থে এমন স্বভাবের ব্যক্তিগণ সুবিধার নয়।

চাটুকার

আছে যত চাটুকার দালাল,

সব কিছুই তাদের হালাল।

না আছে ধর্ম, না আছে জাত।

খয়রাত দেখলেই ধরে মোনাজাত।

কথার ভেতর কথার পাকাবে দড়ি,

তাদের নাকি সৎসঙ্গ আহামরি।

এই যখন সামাজিকীকরণের রূপ।

তখন কি করে থাকি চুপ?

বিকল এই সঙ্গের চাই মুক্তি,

কার সাথে যে করি এমন এক চুক্তি?

একটা সমাজ চাই নির্ভরতার।

যেখানো বাস নেই চাটুকারিতার।।

এই দেশ ভরে গেছে চাটুকার চামচায়

চান্স পেলে এরা শুধু সব খানে খামচায়

চামচামি করে শেষে বিনিময়ে দাম চায়।

বাড়ি গাড়ি পেয়ে গেলে

দুধ, কলা, আম চায়।

চাটুকারি পেশা তার

লেখা রোজনামচায়,

ধরা খেয়ে বাছাধন

মুখ ডাকে গামছায়।

চামচাদের চামচামি

চামচাদের চামচামিতে পাল্লা দেয়ার মিশন আজ

চামচাগুলার চামচামিতে বিন্দুমাত্র নেই যে লাজ

লাজের মাথা খেয়া তারা হজম কবেই করেছে

চামচাগুলা চামচামিতে পাল্লা দিতে নেমেছে

চামচাদের চামচামিতে দেশের বারো যাচ্ছে বেজে

চামচামিতে পাল্লা দিয়ে দেশকে তারা খাচ্ছে চুষে

নিজের স্বার্থ রক্ষা পেলেই চামচারা হয় বেজায় খুশ

দেশের স্বার্থও নিজের স্বার্থ চামচাদের নেই সে হুশ

চামচাগুলার উদর পুরে নষ্ট নেতার বর্জ্য মলে

চামচামিতে জিতছে যারা বিজয় মালা তাদের গলে

বিজয় মালা গলায় নিয়ে চামচা হাটে বুক ফুলিয়ে

চামচাদের বিজয় দেখে হাসে ইবলিস দাত কেলিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button