Daily Info BD

open
close

কষ্টের এসএমএস ১ম পর্ব ।

August 28, 2025 | by Sumona Khan

25

 

কষ্টের এসএমএস ।

ভালোবাসা মানে, কাউকে জয় করা নয়।
বরং নিজেই, কারো জন্য হেরে যাওয়া ।

পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে,
তাহলে সেটা হলো “মানুষ চেনা,

মাঝে মাঝে ভাবি সারাটা জীবন ।
কি করলাম মৰ পেলাম একুল
পেলাম ও কুল ।

 

ভালােবেসে কাউকে বুকে
জড়ানো সহজ, তবে সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন ।

তোমার চোঁখের পানি। যার মন গলাতে পারবে না।
মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিছু হবে না!

 

‘ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য ।
শিশির ভেজা ফুলের মত পবিত্র ।
কিন্তু সময়ের কাছে পরাজিত ।
বাস্তবতার কাছে অবহেলিত ।

জীবনে সেই মানুষটাকে ছেড়োনা,
যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে
ও আসে ।

যারা সত্যিকারের।
ভালোবাসে ‘ তারা মোনাজাতে কাদে.! কখনো অভিশাপ দেয়।

ইচ্ছা থাকলে হাজারটা উপায় থাকে,
ছেড়ে যাওয়ার জন্য একটি
অজুহাতই যথেষ্ট ।

পরাণে আজ যন্ত্রণা কিসের।
দেহ প্রাণ ছটফটে এ জ্বালা মোর প্রেমো বিষের | ইচ্ছে যাই মাটিতে লুটে ।

কাউকে না পেলে,
জীবন কখনো শেষ হয় না!
কাউকে পেয়ে তাকে আবার হারালে ।

জীবনের আর কিছু বাকি থাকে না ।

কষ্টে ভরা জীবন আমার, দুঃখ ভরা মন,
মনের সাথে যুদ্ধ করে আছি সারাক্ষন,
তারার সাথে থাকি আমি,
চাঁদের পাশাপাশি, আজব এক মানুষ আমি, দুঃখ পেলেও হাসি ।

 

“ভালবাসার জগতে””কিছু প্রিয় যদি থাকে,
তার নাম বেদনা ।

নিজের ভিতর একটা ‘ জগৎ গড়ে তুলেছি আর।
সেই জগৎটার নাম | একাকীত্ব।

উনো সূর্য আলোকিত
জীবন অন্ধকারে ভালােবাসা আজনীড় হারিয়েছে।
ফেরেনা আপন ঘরে ।

জীবনে,
‘ একা থাকতে শেখার দরকার আছে, কারন সবচেয়ে খারাপ মুহুর্তগুলি
একাই কাটাতে হয় ।

শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়।
তাকে আঁকবে ধবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে-দুঃখে
পাশে থেকে তাকে শান্তনা দেওয়ার নাম সম্পর্ক

তোকে ছাড়া কষ্টে
কাটে দিন খুজবি আমায়, বুজবি সেদিন বাজবে। যেদিন আমার মরন বীন ।

অজ্ঞান
যদি দেখা না হয়,জেবো না দূরে আছি। যদি কখা। না হয়,জেবো না ভুলে গেছি। যাদ না হাসি,জেবো।
অজ্ঞান করোহ। যাদি কল না দেইভেবো না। বদলে গেছি। সত্যি বলতে কি আমি সব সময়।
তোমায় মিস করি।

‘ তোমার পৃথিবীটা বিশাল বড় আমাকে ছাড়াই হাসা যায়।
বাঁচা যায়। ‘ আমার কথা মনে না করেই।
থাকা যায়!

আপন ভেবে কাউকে, মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে
তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে৷ ।

কেউ যদি আপনার জীবনের
অতীত ভুলিয়ে দিতে পারে,তাহলে খুব সম্ভবত সেই। ‘আপনার জীবনের ভবিষ্যত !

কেউ যদি আপনার জীবনের।
অতীত ভুলিয়ে দিতে পারে, তাহলে খুব সম্ভবত সেই । আপনার জীবনের ভবিষ্যত ।

তোমাকে দেবার মত
আর কিছুই নেই আমার। শুধু জেন আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি,    যেতে পারি নি।
| আমার শেষ বিশ্বাস
সেই প্রথম ভালবাসার মত। তোমাতেই রেখেছি ,তোমারই অজান্তে।

RELATED POSTS

View all

view all