কলকাতা নাইট রাইডার্সে সাকিব ।
কলকাতা নাইট রাইডার্সে সাকিব ।
নিউজিল্যান্ডের সিরিজে যাবেনা তা আগেই জানি আমরা ৷ সাকিব ছুটি নিয়ে ছিলেন নিউজিল্যান্ডের সিরিজে খেলবেন না বলে,এবার আইপিএল খেলার জন্য
শ্রীলঙ্কা টেস্ট সিরিজ থেকে ছুটি নিলেন সাকিব আল হাসান ৷
ছুটি সম্পর্কে আকরাম খান বলেন যারা জাতীয় দলের হয়ে খেলতে আগ্রহী নয় এমন কাউকে জোর করে খেলাতে চাই না৷
সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত ম্যাককালাম
এক টুইট বার্তায় তিনি লিখেছেন-
অভিজ্ঞ মানসম্পন্ন এবং পরীক্ষিত একজন
ক্রিকেটার।সাকিবকে কলকাতা নাইট রাইডার্সে ফিরে পেয়ে ভালো লাগছে ।
আমার হিসেবে ক্রিস মরিসের ছেয়ে সব দিক দিয়ে সেরা সাকিব । তাহলে কিভাবে মরিসের মূল্য ১৬.২৫ কোটি হয় আর সাকিবের মূল্য মাত্র ৩.২০ কোটি
কলকাতার দলে সাকিব সহ ৭ বিদেশি খেলোয়ার
বিদেশি কোটায় ৪ জন প্লেয়ার খেলতে পারবেন
ফিট থাকলে রাসেল,নারাইন সম্ভবত রেগুলার খেলবেন
মরগান অধিনায়কত্ব করলে তিনিও দলে নিশ্চিত
বাকি চারজন (সাকিব,কামিন্স,ফার্গুসন,শেফার্ড)থেকে ১জন খেলবেন।
কলকাতার স্কোয়ার্ডে দেশি তারকা pace bowlar কম থাকায় pat cammins এর খেলাও অনেকটা নিশ্চিত।
বরুণ চক্রবর্তী(last session highest wicket taker for kkr) & কুলদীপ যাদব spinner হওয়ায় ৪র্থ স্পিনার হিসেবে সাকিবের খেলার সম্ভাবনা কম।
এবারও সম্ভবত বেঞ্চেই কাটাতে হচ্ছে সাকিবকে ।