একুশে ফেব্রুয়ারি কবিতা ২০২৪
একুশে ফেব্রুয়ারি কবিতা ২০২৪: ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি একুশে ফেব্রুয়ারি কে কেন্দ্র করে প্রয়োজনীয় একটি আলোচনা কবিতা সম্পর্কিত একটি প্রতিবেদন। আপনারা যারা কবিতা পছন্দ করেন কবিতা ভালোবাসেন তাদের জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে থাকি। বিভিন্ন বিষয় উৎসব অনুষ্ঠান কে কেন্দ্র করে তুলে ধরে থাকি কবিতা।
নিজের লেখা কিংবা অন্য কারো লেখা বিভিন্ন বিষয় ভিত্তিক সুন্দর কবিতাগুলো আপনাদের মাঝে তুলে ধরার আগ্রহ প্রকাশ করে কাজ করি দীর্ঘদিন ধরে। আপনারাও আমাদের প্রকাশিত কবিতাগুলো পছন্দ করেন তাই আজকের আলোচনায় নিয়ে এসেছি একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সুন্দর কিছু কবিতা।
একুশে ফেব্রুয়ারি কবিতা ২০২৪
একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে অনেক বড় বড় লেখক অনেক কবিতা লিখেছেন। এমন কবিতা রয়েছে অনেক বইয়ে তবে আরো অনেক নতুন কবি নতুন ধরনের কবিতা লিখেছেন একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। আর এমন বিষয়কে কেন্দ্র করে অনেক ছোট বড় কবিতা রয়েছে আমরা চেষ্টা করব সুন্দর কবিতা গুলো নির্বাচন করে আপনাদের মাঝে তুলে ধরতে। আশা রাখছি এই কবিতা গুলো আপনাদের ভালো লাগবে আপনাদের সহযোগিতার উদ্দেশ্যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে এমন কবিতাগুলো সংগ্রহ করে থাকি। এবারে চেষ্টা করেছি নতুন কবিতা গুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আশা রাখছি এবারে নতুন এই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লেখা কবিতা গুলো আপনাদের ভালো লাগবে।
অনেকেই রয়েছেন যারা নতুন এই কবিতাগুলো স্ট্যাটাস ও এসএমএস হিসেবে ব্যবহার করছে। সম্পূর্ণ কবিতা এভাবে ব্যবহার না করলেও কিছু কিছু লাইন নির্বাচন করছে স্ট্যাটাস বা এসএমএস হিসেবে ব্যবহার করার জন্য।
একুশে ফেব্রুয়ারি ছোট কবিতা
বড় কবিতা গুলো পড়ার আগ্রহ ও ধৈর্য অনেকের থাকে না। এক্ষেত্রে এরা ছোট ছোট কবিতা গুলো পড়ার আগ্রহ প্রকাশ করে। তাইতো আমরা চেষ্টা করেছি বড় কবিতাগুলোর পাশাপাশি ছোট কবিতা গুলো নির্বাচন করে আপনাদের মাঝে তুলে ধরতে। এই কবিতাগুলো নিঃসন্দেহে আপনি স্ট্যাটাস ক্যাপশন এসএমএস হিসেবে ব্যবহার করতে পারবেন।
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
রক্তে কেনা বাংলা আমার লক্ষ শহীদের দান,
তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান?
সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐ দিনে,
বিকেলে আবার উঠছো মেতে ইংলিশ হিন্দি গানে!
কোনো ভাষা হারিয়ে গেলে আমি সর্বদা দুঃখিত
কারণ ভাষাগুলি জাতির বংশধর- স্যামুয়েল জনসন
ভাষা জোয়ারের উপর চাঁদের মতো
লুকানো শক্তি প্রয়োগ করে। – রিটা মে ব্রাউন
আপনি যত বেশি ভাষা স্বীকার করবেন,
তত বেশি আপনি মানুষ। – টমাস গ্যারিগু মাসারিক
ধন্য আমার বাংলার মাটি,
যেথায় জন্মেছে লাখো বীর সন্তান,
সালাম জানাই বীর সন্তানদের,
সালাম জানাই ৩০ লক্ষ সহীদদের প্রতি।
ভাষা দিবসের কবিতা
ভাষা দিবসকে কেন্দ্র করে লেখা কবিতাগুলো বেশ জনপ্রিয়। এই কবিতাগুলো সকল সময়ে অনুসন্ধান হয়ে থাকে এরপরেও ভাষা দিবস কে কেন্দ্র করে ব্যাপক অনুসন্ধান হয়ে থাকে। তাই ভাষা দিবস ও তার একুশে ফেব্রুয়ারির আগমন হিসেবে আমরা আরো কিছু কবিতা যুক্ত করেছি। এর ফলে আপনি আজকে বেশ কিছু কবিতা এই সংগ্রহ করতে পারছেন আমাদের ওয়েবসাইট থেকে। ভাষা দিবসের সুন্দর ও ছোট কবিতা গুলো তুলে ধরছি নিচে আশা করছি আপনাদের ভালো লাগবে।
সেতো
মিবুলি প্রাণের প্রিয় আমি
যে ভাষাতে প্রাণঘাতী হতে চেয়েছি
সবার সুখের তৃষ্ণা মিঠালো
সেই মধুর
ভাষা বাংলা ভাষা
সেলোগান মুখের পছন্দের
যে ভাষাতে সলোগানের ভাষা সে ভাষা
সে ভাষা কোন দূলা আজকে
তারা বাঁধা ভঙ্গ করে ধারা
হায়জন গর্জন লঙ্গিয়ে দেয়।
হুংকারে হয় ধনি পুষ্প ধনি
রাষ্ট্র ভাষা
বাংলা চাই
ভাষা সেতো রক্তে ভেজা ২১শের দুপুর
রক্ত! সেতো নতুন সূর্য
যে ভাষা লাগি দিয়া মতিয়া বাঙ্গালী জাতী
জ্বলে বেজে রক্তে বাঙ্গালী সাম্যের
গীতি আমাদের মানুষ অভাব রয়
ভাষা জয়।
একুশের কবিতা আবৃতি
বাংলা ভাষার জন্য যারা দিয়েছে প্রাণ
শহীদ হয়েছে তারা, অক্ষয় অমর অম্লান,
ভুলিনি আজো, তাদের রক্ত বৃথা যায়নি
স্মরণে তব শহীদ মিনার গড়েছি জানি।
বায়ান্ন সালের একুশের এমন এক দিনে
সালাম রফিক জব্বার আর কত কত জনে
মায়ের কোলে শহীদ হয়েছে ভাষার কারণে।
বিল ঝিল হাওড় নদী কলকল তানে
আমারে বাংলা ভাষায় সুখে দুঃখে ডাকে।
পাখির গানে ভোরের শিশিরে আকাশের চাঁদ
রাতের জোনাকী ফুল ফল, খুশি মানেনা বাধ
মায়ের হাসি সবুজ শ্যামলে ফসলের মাঠ
এইতো আমারই বাংলা ভাষার প্রথম পাঠ।
ভালবাসি বাংলা আর ভালবাসি ভাষা
রাষ্ট্র ভাষা বাংলা ভাষা, মায়েরই ভাষা ।
শোন বিশ্ব, নাই এমন ইতিহাস আর নাই
কোন কালে বাংলা ভাষার নাই মৃত্যু নাই।