Daily Info BD

open
close

ঈদুল আযহা নিয়ে কবিতা ২০২৪। ঈদুল আযহার ছোট কবিতা সমূহ

August 28, 2025 | by Alamgir Islam

ঈদুল আযহা নিয়ে কবিতা

ঈদ সম্পর্কিত আরো একটি আলোচনা নিয়ে উপস্থিত হলাম আমরা। ঈদকে কেন্দ্র করে অনেক তথ্য অনুসন্ধান হয়ে থাকে অনলাইনে আমরা চেষ্টা করছি বেশ কিছু তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার। এক্ষেত্রে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে উপস্থিত হয়েছি এ ক্ষেত্রে ঈদুল আযহা কে নিয়ে সুন্দর কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরার জন্য অনলাইন থেকে সেরা কিছু কবিতা সংগ্রহ করেছি যেগুলো ঈদুল আযহারকে নিয়ে লেখা হয়েছে। কিছু সংখ্যক কবি রয়েছেন যারা বিভিন্ন বিষয়ের উপর ছোট বড় কবিতা গুলো লিখে থাকেন। তবে তাদের কবিতাগুলো পড়ে থাকে সোশ্যাল মিডিয়ায় কিংবা অনলাইনের কোন একটি ছোট্ট ওয়েবসাইটে। আর এই কবিতাগুলোই নির্বাচন করে সেরা কবিতাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি আমরা।

অনেকেই কবিতাগুলো অনুসন্ধান করেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারের জন্য অনেকেই চায় কবিতাগুলো সোশ্যাল মিডিয়া আপলোডের জন্য কিংবা ফেসবুক ফটো ক্যাপশন এর পাশাপাশি স্ট্যাটাস গ্রুপে অনেকেই ব্যবহার করার জন্য আগ্রহ দেখিয়ে অনলাইন অনুসন্ধান করে। এমন ব্যক্তিদের জন্যই মূলত আমরা নির্বাচন করেছি সেরা কিছু কবিতা যেগুলো সকল ক্ষেত্রে ব্যবহারের সক্ষমতা অর্জন করেছেন নির্বাচিত স্ট্যাটাস গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব আমরা যার মাধ্যমে এবারের ঈদে।

ঈদুল আযহা নিয়ে কবিতা ২০২৪

নির্বাচিত কিছু ছোট ছোট কবিতা গুলো আপনাদের মাঝে উপস্থাপন করব আমরা। চেষ্টা করব এই বিষয়ে সেরা কিছু কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের এসএমএস স্ট্যাটাস এর ব্যবহার লক্ষ্য করে থাকে তবেই কিছু সংখ্যক কবিতা প্রেমে রয়েছেন যারা এ বিষয়ে কবিতা পড়ার জন্য আগ্রহী হয়ে থাকেন আর এমন ব্যক্তিদের ঈদের কবিতা প্রদানের কাজে নিজেকে নিয়োজিত রাখতে চেষ্টা করেছি অসংখ্য কবিতা রয়েছে যেগুলো ঈদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে । আপনি চাইলে এই কবিতা গুলো পড়তে পারেন আমাদের ওয়েবসাইট থেকে।

ঈদ-উল আযহা

– আবু জাফর বিঃ

ঈদ পবিত্র, ঈদ খুশির, ঈদ আনন্দের,
ঈদ ক্ষমার, ঈদ প্রার্থনার, ঈদ মিলনের।
জিলহজের দশতারিখে এল ঈদুল আযহা,
ধনী-গরীব সবার মনে আনন্দ আর মজা।

হিংসা বিদ্বেষ ভুলে, নাও গুরু জনের দীক্ষা,
ত্যাগ আর বিলিয়ে দেওয়া কোরবাণীর শিক্ষা।
আগে মনের পশুত্বকে করতে হবে কোরবাণী,
মুসলিম জাতির জন্য এটাই হলো জোরবাণী।

রাগ অনুরাগ যতই থাকুক, হৃদয় যত পাষান,
ভাইয়ের সাথে ভাই মিলবে, ভুলে অভিমান।
দ্বীন-দুঃখীনির মুখে আজ ফুটছে সুখের হাসি,
তাইতো মনে আনন্দ আজ এলো ঈদের খুশি।

এককাতারে পড়বে নামাজ আজ ঈদের দিনে,
নামাজ শেষে কোলাকোলি করবে সবার সনে।
ঈদ মুসলমানের বড়ই খুশির, পবিত্র উৎসব,
আবাল-বৃদ্ধ বাদশা-ফকির, সবার মুখেই রব।

ঈদ মোবারক — ঈদ মোবারক

………………রুবিনা মজুমদার

ঈদ মানে আনন্দ , ঈদ মানে খুশির ছন্দ ।
সারা জাহানের মুসলমানদের তরে —
— ঈদ এসেছে ঘরে ঘরে ।
এই খুশির ঈদ কতো রকমে আসে
—– মানুষের জীবনে ।
ঈদ মানে কোর্মা – পোলাও ,সেমাই পায়েশ
ঈদ মানে রোজার শেষে খাবার আয়েশ ।
ঈদ মানে খোকা – খুকুর নতুন জামা ও জুতা
ঈদ মানে ছেলে – বুড়োর পাঞ্জাবী – পাজামা ।
ঈদ মানে বউ – ঝি এর নতুন শাড়ী গহনা
এতো সুখ আবার কারো কপালে সয়না ।
কেউ ঈদের খুশিতে হাসে
কেউ বা আবার পার্কে বসে কাঁদে ।
ঈদ মানে কারো সুখের হাসি
ঈদ মানে পথ-শিশুর খাবার বাসি ।
ঈদে কেউ খুশি হয় সালামী নিয়ে
ঈদে কেউ খুশি হয় সালামী দিয়ে ।
ঈদের দিন কেউ কাটায় ঘুমিয়ে
কেউ বা বাসায় বাসায় ঘুরে খাবার
খায় একটু চুমিয়ে …।
ঈদ কতো রকমে আসে
—- মানুষের জীবনে ।
ঈদ কারো জীবনের আশীর্বাদ
ঈদ আবার কারো জন্য অভিশাপ ।
কেউ ঈদে সুখ খুজে—
একা বসে বসে নিরালায় ,
কেউ আবার ঈদে সুখ খুঁজে
আপন ঠিকানায় ।
ঈদে ঝলমল করে শহর ঢাকা
ঈদে ঢাকা শহর হয় যে ফাঁকা ।
এই জীবনের শত হতাশার ভিড়ে
সবাই হারাতে চায় একটু খানি খুশির নীড়ে ।
ঈদ কতো রকমে আসে মানুষের জীবনে ।
তবুও মানুষ বেঁচে থাকতে চায় এই রঙ্গিন ভুবনে ।
ঈদ আসমানি তাবিজ
ঈদ আল্লাহ তালার রহমতের আশিস ।
এই ভাবেই চলছে জীবনের রেলগাড়ি
ঈদের দিনে কেউ করোনা মুখটি ভারী
ঈদ কতো রকোমে আসে
—— মানুষের জীবনে ……।

RELATED POSTS

View all

view all