স্টাটাস

আবেগি ফেসবুক স্ট্যাটাস ২০২৩

আবেগ নিয়ে অনেকেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকেন। এদের মধ্যে অধিকাংশ মানুষ রয়েছে যারা আবেগ নিয়ে স্ট্যাটাস লিখতে গিয়ে কিভাবে লিখবেন বুঝতেই পারেনা ফলে তাদেরকে অনলাইনে অনুসন্ধান করে আবেগি ফেসবুক স্ট্যাটাস নিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা সহজে আবেগ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গুলো খুঁজে পায়না খুঁজে পেলেও একসাথে অনেকগুলো আবেগি স্ট্যাটাস থাকে না এক্ষেত্রে তাদের পছন্দনীয় স্ট্যাটাস পেতে কষ্ট হয়ে থাকে। তাদের সহযোগিতার জন্য আমরা এই পোস্টে হাজার হাজার আবেগি কষ্টের স্ট্যাটাস থেকে সেরা কিছু স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।

নিজের আবেগকে অনেকেই স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করে থাকেন এজন্য মূলত তারা আবেগি কষ্টের স্ট্যাটাস গুলো অনুসন্ধান করে অনলাইনে। এক্ষেত্রে আমরা এই পোস্টে আপনাদের আবেগি কষ্টের স্ট্যাটাস গুলো দিয়ে রাখব।

আবেগি ফেসবুক স্ট্যাটাস বাংলা

এ বিষয়ে অনেক সাইট থাকলেও বাংলা আবেগি কষ্টের স্ট্যাটাস রয়েছে এ ধরনের সাইট খুব কম। তাই মূলত আমরা এই পোস্টে বাংলা আবেগি কষ্টের স্ট্যাটাস দিয়ে রাখবো আশা করি আমাদের দেওয়া স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লাগবে।

আমাকে ছাড়া তুমি ভালো থাকলেও
দিন শেষে তোমাকে ছাড়া আমি চাইলেও ভালো থাকেত পারি না”

“আপনি যখন কষ্ট পাবেন,
তখন সেই কস্টকে প্রেরণায় রূপান্তরিত করার চেষ্টা করুন,
হাল ছাড়ার কারণ হিসাবে নয়।”

রাত কাউকে খুভ সুন্দর স্বপ্ন দেখায়
আবার লাউকে খুভ কাদায়”

“কত সম্পর্ক তবু বেঁচে আছে অশ্রু ভেজা চোখে
অথচ কেউ চলে গ্যাছে বহুদূরে একটু অনুরাগে”

“যে ইচ্ছেগুলো কখনোই পূরন হবার না
মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে”

“তোমার চোখ ভিজবেই
যদি তুমি সত্যিই কাউকে ভালোবেসে থাকো

মনে কষ্ট থাকেল মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয়”

“আমার ভাগ্যটাই এমন
অল্প সময়ে কারো আপন হয়ে যাই
আবার অল্প সময়েই কারো পর হয়ে যাই”

“তার যখন ইচ্ছা হয় মেসেজ দেয় কথা বলে
আর আমি সারাদিন তার ইচ্ছার অপেক্ষায় থাকি”

হরটা ঘুমিয়ে পড়েছে
শুধু জেগে আছে হৃদয় ভাঙ্গা ক্ষত বিক্ষত মানুষগুলো

আবেগি নিয়ে ফেসবুক স্ট্যাটাস

যারা আবেগ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস খুঁজছেন তারা এখান থেকে নিতে পারেন আবেগ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গুলো। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এই সকল স্ট্যাটাস দেওয়া হয়েছে। সেখান থেকে আপনার জন্য উপযুক্ত যে আবেগি ফেসবুক স্ট্যাটাস রয়েছে সেটি নির্বাচন করে কপি করে নিতে পারেন।

১। আমি মানে,মন খারাপ থাকলেও হাসির আড়ালে লুকিয়ে রাখা।

২। জীবনের সবচ্যে পছন্দের জিনিসগুলো হয়তো দামি, নয়তো নিষিদ্ধ, হয়তো অবৈধ, কিংবা অন্য কারোর।

৩। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কিছু জিনিস মেনে নিতে হয়।

৪। হারিয়ে গেলে কেউ খঁজেবেনা, অথচ সবাই-বলে ‘তুমি চলে গেলে মিস করবো।

৫। কারো ওপর প্রতিশোধ নেয়ার চাইতে, নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ।

৬। খারাপ সময় গুলো তো কেটে যাবে ইনশাল্লাহ, তবে মানুষ গুলো চেনা হলো।

৭। মন খারাপের কারণ ব্যাখ্যা করার চেয়ে ‘আলহামদুলিল্লাহ ভালো আছি’ বলে দিতেই বেশি পছন্দ করি।

৮। মহান আল্লাহ কারো উপর অবিচার করেন না, মাঝে মাঝে শুধু আমাদের ধৈর্যের পরীক্ষায় ফেলেন।

৯। নামমাত্র বন্ধুর চেয়ে একা থাকায় শ্রেয়।

১০। পরিচয়টা বিশ্বাসে, বদনামী ভুলের। সম্পর্কটা দুই জনের, বিচ্ছেদটা শুধু এক জনের।

১১। ‘বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে’ শুধুমাত্র এই কথা ভেবেই কিন্তু ভালোবাসা আজীবন আড়ালেই থেকে যায়।

১২। সব কথা শেয়ার করা যাবে এমন কাউকে খুজে পাওয়া সত্যিই অনেক কষ্টের ব্যাপার।

১৩। সবার মন জুগিয়ে চলতে গেলে জীবন চলবে না।

১৪। হাসতেই হাসতেই চলে যাবো একদিন সবাইকে ছেড়ে।

১৫। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, বেঁচে থাকাটা সেদিনের জন্যই।

১৬। আমি হাত বাড়িয়েই আছি তুমি নাহয় ছুঁইয়ে দিলে মিথ্যে অজু হাতে।

১৭। সবশেষে নিঃসঙ্গতাই হলো দিন শেষে আমার সঙ্গি।

১৮। একদিন আমিও ভীষন ভালো হয়ে যাবো, মরে গেলে সবাই তো বলে, ‘মানুষটা অনেক ভালো ছিল।

১৯। দুঃখ কখনো একা আসে না দল বেধে আসে।

২০। তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমিও বদলে গেলে কিন্তু আমি তো বদলাইনি, তবে কি আমি মানুষ নই।

২১। অভিজ্ঞতা তো আর কম হলো না, তবুও মানুষ চিনতে ভুল হয়।

২২। মধ্যবিত্তদের ভালোবাসা সিনেমাতেই গ্রহনযোগ্য হয়, বাস্তবে না।

২৩। মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাবার পর।

২৪। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে অভ্যাস হয়ে যায়।

২৫। বাস্তবতা হলোঃ নতুন মানুষ পেলে পুরান মানুষের কদর কমে যায়।

২৬। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়? নাকি চলে যাওয়ার বাহানা বানায়?

২৭। কিছু মানুষের একাকিত্বের গল্প গুলো লুকিয়ে থাকে, কিছু মিথ্যে হাসির আড়ালে।

২৮। দেখলাম, শুনলাম, বুঝলাম এবার বেলা শেষে চুপ থাকলাম।

২৯। আমার কাছে বেঁচে থাকাটা জীবন, ভালো থাকাটা বিলাসিতা।

৩০। হবে না জীবনে কিছুই পাওয়া, শুধু আর্তনাদ মিথ্যে চাওয়া।

৩১। আগলে কেউ রাখেনি কেউ রাখেও না, কত মানুষ থাকবে ভেবেও, শেষ অবধি থাকে না।

৩২। কষ্টের কোনো ওজন নেই, তবুও বহন করা কষ্টকর।

৩৩। আমি মানে, সবার প্রয়োজন, কারোও প্রিয়জন নই।

৩৪। আমি মানে, হাজার চেষ্টা করলেও স্বার্থপর হতে পারিনি।

৩৫। ইচ্ছে গুলোকে খুন করে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত।

৩৬। হারিয়ে গেলে ক্ষতি কি। এই ব্যস্ত নগরীতে খুজে নেওয়ার মতো কেউ নাই।

৩৭। আগলে রাখতে শিখো প্রিয় জীবনে কিছু মানুষ বারবার আসে না।

৩৮। মানুষের পিছনে যেটা হাটে তার নাম ছায়া। আর মানুষ যার পিছনে হাতে তার নাম মায়া।

৩৯। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছেঃ একটা তোমাকে ব্যাথা দিবে, আর একটা তোমাকে বদলে দিবে।

৪০। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দূর্বল তখন শুরু হয়ে যায় অবহেলা নামের জঘন্য খেলা।

৪১। সব ব্যথা সবাইকে জানানো ঠিক না। কিছুটা দেয়াল জানুক, কিছুটা আয়না দেখুক।

৪২। শব্দ করে অভিনয়ের হাসিটা ঠিকই দেওয়া যায়। কিন্তু সত্যিকারের কান্নাটা নীরবেই করে যেতে হয়।

৪৩। একদিন সব ঠিক হয়ে যাবে, আসলে কিছুই ঠিক হয় না, সবশেষে একদিন আমরা মেনে নিয়ে বাঁচতে শিখে যায়।

৪৪। কারো জীবনে সাধারন থেকে প্রিয় মানুষ ওঠার গল্পটা যেমন সুন্দর, ঠিক তেমনিই ভাবে প্রিয় মানুষ থেকে ধীরে ধীরে অপ্রিয় হয়ে যাওয়ার গল্পটাও অনেক বেশি ভয়ঙ্কর।

৪৫। তেতো হলেও সত্যি। আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে।

৪৬। সত্যিকারের পুরুষের চোঁখে ভালোবাসার মানুষটার সেরা সুন্দরী, আর কাপুরুষের চোঁখে হাজারটা মেয়ে সুন্দরী।

৪৭। কম বেশি মুখের কথা তো সবাই শোনে, কিন্তু মনের কথা গুলো একমাত্র উপর ওয়ালাই শোনেন।

৪৮। মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে।

৪৯। শুনেছি ভালোবাসার কাছে স্বার্থ নাকি কিছু না, কিন্তু বাস্তবতায় মনে হলো স্বার্থের কাছে ভালোবাসার মূল্য তুচ্ছ।

৫০। স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নেই, জোছনার স্বার্থেই তো মানুষ চাঁদকে এতো বেশি ভালোবাসে।

ইমোশনাল ফেসবুক স্ট্যাটাস

আমাদের সকলের মধ্যেই ইমোশন রয়েছে কারো ক্ষেত্রে কম আরও ক্ষেত্রে বেশি। তবে অনেকেই ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে ইমোশনাল স্ট্যাটাস ব্যবহার করেন। এমন স্ট্যাটাস গুলোর ভাষা সহ অনুভূতিগুলো ভিন্নধর্মী হওয়ায় সকলেই পছন্দ করেন এবং এই ধরনের স্ট্যাটাসগুলোতে মানুষ বিভিন্ন ধরনের রিঅ্যাকশন দিয়ে থাকে। এক্ষেত্রে অনেকেই এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস গুলো পাওয়ার আগ্রহ প্রকাশ করেন । তাই আমরা নির্বাচন করেছি এমন ইমোশনাল কিছু ফেসবুক স্ট্যাটাস আর আলোচনা সাপেক্ষে স্ট্যাটাস গুলোই আপনাদের মাঝে তুলে ধরছি।

“তোমার কি কখনো জানতে ইচ্ছা করে,
আমি কেমন আছি!!
কাজের মাঝে কি হঠাৎ আমাকে মনে পরে!!
আমার কেন জানি খুব জানতে ইচ্ছা হয়,
তুমি কেমন আছো!
আমার খবর কি তুমি রাখো”

“আপনার সেই আবেগগুলি আপনাকে কষ্ট দেয়
যেগুলি একান্তই আপনার মনে হয়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button