শিক্ষা ও জীবন

আধুনিক পর্যায় সারণী পর্যায় সারণি মনে রাখার সহজ উপায়

পর্যায় সারণি মনে রাখার সহজ উপায় | আধুনিক পর্যায় সারণী

পর্যায় সারণি মনে রাখার সহজ উপায়- পর্যায় সারণি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে সকল শিক্ষার্থী নবম শ্রেণী থেকে বিজ্ঞান শাখায় পড়াশোনা করে তাদের পর্যায় সারণি সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হয়। পর্যায় সারণি রসায়ন বিজ্ঞানের একটি অংশ। কে রসায়নের প্রাণ বলা হয়। এই সারণিতে প্রায় ১২৭ টির উপরে মৌলিক পদার্থ রয়েছে। বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এই ১২৭ টি মৌলিক পদার্থ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে।প্রতিটা মৌলের সম্পূর্ণ ধারণা পাওয়া যায় এই পর্যায় সারণি থেকে।

পর্যায় সারণি থেকে মৌলের কি কি তথ্য পাওয়া যায়?

ইলেকট্রন সংখ্যা
মৌলের ভর।
অবস্থান।
কোন প্রকৃতির।
ইলেকট্রন বিন্যাস।
সক্রিয় না নিষ্ক্রিয়।
আয়তন।
এছাড়াও আরো অনেক বিষয় জানা যায়।

পর্যায় সারণী মনে রাখার সহজ উপায়

পর্যায় সারণি মনে রাখার জন্য আমি শিক্ষার্থী বন্ধুদের দুইটা টেকনিক শিখাবো ।

ছন্দ
অ্যাপ
ছন্দের সাহায্যে পর্যায় সারণী মনে রাখার সহজ উপায়

পর্যায় সারণিতে মোট ৭ টি পর্যায় এবং ১৮ টি গ্রুপ রয়েছে । ১৮ টি গ্রুপ কে দুই ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপে এ [A] এবংগ্রুপ বি [B]। গ্রুপে এ [A] তে আটটি এবং দিতে দশটি উপগ্রুপ বিদ্যমান।

গ্রুপ A1

হা ⇒  লিনাকে ⇒ রুবিসাজাবেফ্রান্সে
H ⇒  Li     ⇒  K   ⇒  Rb  ⇒     Cs      ⇒    Fr

H= Hydrogen
Li= Lithium
K= Potassium
Cs= Cesium
Fr =Francium

গ্রুপ A2

বিরানিমোগলাই কাবাব  ⇒ সরিয়ে ⇒  বাটিতে ⇒  রাখা
   Be    ⇒     Mg      ⇒    Ca      ⇒     Sr    ⇒     Ba     ⇒   Ra

গ্রুপ A3

বন্যাএল ⇒ গাঙে⇒  ইন্ডিয়া ⇒  তাই  কাঁদে
     ⇒   Al  ⇒   Ga ⇒    In      ⇒   Ti

গ্রুপ A4

চামেলীসিলেটগেলেটিনপাবে
    C     ⇒       Si  ⇒    Ge  ⇒ Sn  ⇒ Pb

গ্রুপ A5

নদীতেপানিআসেসকালবিকাল 

   N    ⇒          ⇒ As    ⇒  Sb     ⇒  Bi

গ্রুপ A6

ওরাসবাইসেলিনারটেবিলে পড়তে বসে
   P  ⇒      S   ⇒   Se          ⇒   Te       ⇒     Po

গ্রুপ A7

ফ্লোরাকইলভোমর আইলোএটিএন  টিভিতে
     F    ⇒   Cl    ⇒   Br       ⇒    I          ⇒   At

গ্রুপ A 8

হেঁসেলে⇒  নিভলোআগুন ⇒  কারা ⇒  যেনরাধবে
     He    ⇒       Ne    ⇒      Ar   ⇒    Kr  ⇒    Xe  ⇒  Rn

 

পর্যায় সারণিতে মোট 7 টি পর্যায় এবং 18 টি গ্রুপ রয়েছে । আঠারোটি গ্রুপ কে দুই ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপে এ এবং গ্রুপ বি । গ্রুপে এ তে আটটি এবং দিতে দশটি গ্রুপ বিদ্যমান।

প্রতিটা গ্রুপ এবং পর্যায় নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে চলে।

পর্যায় সারণির প্রতিটা গ্রুপ এবং পর্যায় এর বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলো।

 সারণির বৈশিষ্ট্য:

  সারণিতে বাম থেকে ডান দিকে মোট সাতটি পর্যায় রয়েছে। পর্যায় সারণির আনুভূমিকভাবে যে শাড়িগুলো আছে তাকে পর্যায় বলা হয়।
সারণিতে মোট 18 টি গ্রুপ আছে। উপর থেকে নিচের দিকে যে শাড়িগুলো থাকে তাদেরকে গ্রুপ বলা হয়।
1 নং 2 টি মৌল ।
 2 এবং 3 নং  আটটি করে মৌল থাকে।
4 এবং 5 নং আঠারোটি করে মৌল থাকে।
6 এবং 7 নং 32 টি করে মৌল থাকে।
একটি  বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের আকার কমে পায়।
•  ডান থেকে বাম দিকে যত যাওয়া যায় মৌলের আকার তত বড় হয়।

গ্রুপ:

প্রথম গ্রুপে 7 টি মৌল।
দ্বিতীয়  6 টি মৌল।
তৃতীয়  32 টি মৌল
4 থেকে 12 নং গ্রুপ : প্রতি  চার টি করে মৌল বিদ্যমান ।
13 থেকে 17 নং  6 টি করে মৌল অবস্থিত।
18 নম্বর  7 টি মৌল অবস্থিত।
প্রতিটা  এর উপর থেকে নিচ দিকে গেলে মৌলের আকার বৃদ্ধি পায়।

এই ছন্দ গুলো ছাড়াও পর্যায় সারণি মনে রাখার আরো একটি টেকনিক রয়েছে। পর্যায় সারণী মনে রাখার টেকনিক টি হলো ।

প্রিওডিক টেবিল অ্যাপ

আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে এই টেকনিক আপনি ব্যবহার করতে পারবেন। আমি একটি অ্যাপের নাম আপনাকে বলছি। এই অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল দিয়ে রাখবেন। এটি পিরিয়ডিক টেবিলের একটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনি পর্যায় সারণি খুব সহজে মনে রাখতে পারবেন।

যখনই মোবাইল ফোন ব্যবহার করবেন। এক মিনিটের জন্য হলেও এই পর্যায় সারণিতে ঢুকবেন ।আপনি যদি প্রতিদিন একটা করে মৌলের নাম এবং ইলেকট্রন সংখ্যা এবং অবস্থান মুখস্ত করেন। পর্যায় সারণির সকল মৌলের সম্পর্কে আপনার জ্ঞান হতে বেশিদিন সময় লাগবে না। পর্যায় সারণিতে 127 টি মৌল আছে। কিন্তু মাত্র 50 থেকে 60 টি মৌল সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকলেই হবে। রসায়ন বিজ্ঞানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এর বেশি মূল্য সম্পর্কে জানার প্রয়োজন হয় না।

তবে যারা রসায়ন বিজ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের বড় বড় ডিগ্রী অথবা বিভিন্ন রিসার্চ কোশ্চেন তাদের জন্য সকল মূল্য সম্পর্কে জানা অত্যন্ত জরুরী।

এই অ্যাপে কি কি থাকছে?

পর্যায় সারণির সকল মৌলের প্রতীক এবং নাম।
ইলেকট্রন সংখ্যা
পারমাণবিক ভর
যোজনী
চার্জ বা আধান
ইলেকট্রন বিন্যাস
ইলেকট্রনের চার্জ
এছাড়াও আরো অনেক কিছু।

কিভাবেপর্যায় সারণি মনে রাখার জন্য এই এপ্লিকেশনটি ইন্সটল করব?
এই অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।

ইনস্টল

প্লে স্টোরে পিরিয়ডিক টেবিল লিখে সার্চ দিন।
ইনস্টল বাটনে ক্লিক করে এপ্লিকেশনটি ইন্সটল করুন।
অ্যাপ্লিকেশনটি চিনতে অসুবিধা হলে নিচের ছবিটি খেয়াল করুন।
কিভাবে অ্যাপটি ব্যবহার করব?

অ্যাপটিতে সম্পূর্ণ পিরিয়ডিক টেবিল তুলে দেওয়া আছে। আপনি যে মৌল সম্পর্কে জানতে চান সেই মৌলের উপর ক্লিক করলেই সেই মৌল সম্পর্কে বিস্তারিত সকল তথ্য চলে আসবে।

 

কেমিস্ট্রি এবং অন্যান্য বিষয়ে মজার মজার টেকনিক শিখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button