অমর একুশে ফেব্রুয়ারি ছবি, পিকচার, স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তা
অমর একুশে ফেব্রুয়ারি । আপনাদের সকলকে জানাই একুশে ফেব্রুয়ারি শুভেচ্ছা ও অভিনন্দন। বছর ঘুরে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে একুশে ফেব্রুয়ারি। একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবসকে ঘিরে অনেক ইতিহাস রয়েছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এই দিনটিতে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। বাঙালি সকল মানুষ এই দিনটির জন্য আগ্রহের সাথে অপেক্ষা করে থাকেন।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিয়ে মিছিল মিটিং হয়ে থাকে। এছাড়াও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা রয়েছে। রেলি হয়ে থাকে সেখানে স্লোগান দেওয়া হয় ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে শহীদ মিনারে ফুল প্রদান করা হয়। ভাষা শহীদদের জন্য দোয়া প্রার্থনা করা হয়। পরবর্তী সময়ে আনুষ্ঠানিকতার মাধ্যমে এই অমর একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়ে থাকে।
অমর একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস
একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত স্ট্যাটাস গুলো করে থাকেন অনেকেই। যারা স্ট্যাটাস করে থাকেন তাদের মধ্যে অনেকেই নিজে লেখেন আবার অনেকেই অনলাইন থেকে সংগ্রহ করেন। যারা এই স্ট্যাটাসগুলো ডিজে লিখতে ব্যর্থ তারা এখান থেকে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক ভাষা দিবস সম্পর্কিত সুন্দর সুন্দর স্ট্যাটাস সংগ্রহ করতে পারেন। আমরা এখানে অনেকগুলো স্ট্যাটাস দিয়ে রেখেছি উল্লেখিত স্ট্যাটাসগুলোর মত থেকে নির্বাচিত ভাবে একটি স্ট্যাটাস ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে একাধিক স্ট্যাটাস ব্যবহার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে।
- ফাল্গুণ মানে বর্ণ মালার খেলা,
ফাল্গুণ মানে হাজার ফুলের মেলা,
ফাল্গুণ মানে ফুটন্ত লাল গোলাপ,
ফাল্গুণ মানে স্বাধীনতার আলাপ,
ফাল্গুণ মানে ভাষার মেলা
আমার তোমার সবার।
সবাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
- বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল…
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।
- যদি এই ভাষাটা না থাকতো
তবে এত কাব্য এত কবিতা কে লেখত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে ভালোবাসি এই মিষ্টি কথাটা কে বলত।
যদি এই ভাষাটা না থাকতো
তবে মাকে এত মধুর সুরে কে ডাকত।
সব্বাইকে ২১শে ফেব্রুয়ারীর শুভেচ্ছা।
- রক্তে লিখা একটি দিন,
নাম তার ২১শে ফেব্রুয়ারী।
শ্রদ্ধায় আজ সিক্ত জাতী,
জানাই মোরা ফুল দিয়ে প্রিতি।
বাকি ৩৬৪দিন শহীদ মিনার
কাটে যে অবহেলায়।
আজ তুই জবাব দে মা,
যাদের জন্য জবাফুল হল লাল।
রক্ত তে ভেসেগেল বাংলার মাটি,
১দিন স্মরণ করে কি শোধ হবে,
৩০ লক্ষ ভাষা শহীদদের ঋণ।
একুশে ফেব্রুয়ারি ছবি
এখন প্রায় সকল দিবস এই ছবির ব্যবহার রয়েছে। এক্ষেত্রে আমরা একুশে ফেব্রুয়ারি অর্থাৎ তোর জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছু সেরা ছবি নির্বাচন করেছি আপনাদের মাঝে আপলোড করার আশায়। প্রয়োজনীয় এই ছবিগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের দেওয়া সকল ছবি ভালোভাবে পর্যবেক্ষণ ও দেখার পর ভালো লাগলে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজনীয় কাজে।