Daily Info BD

open
close

অভাব নিয়ে উক্তি ও স্ট্যাটাস 2022

August 28, 2025 | by Alamgir Islam

অভাব নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম পাঠক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে অভাব নিয়ে উক্তি এবং অভাব নিয়ে সামগ্রিক কিছু তথ্য তুলে ধরবো। আশা করি আমার ছেলেটি লেখাটি সবার মন ছুয়ে যাবে।

অভাব হলো কোন কিছু পাওয়ার তীব্র চাহিদা । অভাব একটি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে কোন অভাব নেই। অভাব ছাড়া ব্যক্তির জীবন কল্পনা করা বৃথা মাত্র। সবার জীবনে অভাব রয়েছে। কারো টাকার অভাব কারো পোশাকের অভাব কারো বা মানুষের অভাব আবার কারো বা ভালোবাসার অভাব। সবার জীবনে

অভাব থাকবে। অভাব মানুষের জীবন কুরে কুরে খায়। অনেক সময় অভাব মানুষের জীবনের ধ্বংস ডেকে আনে। অতিরিক্ত অভাব থেকে লোভের জন্ম নেয়। অভাবের কারণেই মানুষ জীবনে অনেক কষ্ট পায়। পৃথিবীতে অলস ব্যক্তিরাই সব থেকে বেশি অভাবে পরে। তাদের অলসতার কারণে অভাব তাদের পিছু ছাড়েনা।মানুষ যখন অভাবে পড়ে তখন তার বন্ধুর সংখ্যা কমে যায়। অনেক সময় অভাবের কারণেই মানুষের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। আমাদের স্বার্থপর সমাজ অভাবী মানুষকে অবহেলা করে। অভাবের কারনে মানুষের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। অভাবের কারনে মানুষ বিষন্নতায় ভোগে ফলে মানুষে জীবনে সুখী হতে পারে না। কেবলমাত্র কঠোর পরিশ্রমের দ্বারাই অভাবকে লাঘব করা যায়। তাই আমাদের সবার উচিত জীবনে কঠোর পরিশ্রম করা।

বন্ধুরা এখানে আমরা আপনাদের জন্য অভাব নিয়ে কিছু উক্তি তুলে ধরবো। পৃথিবীতে অভাব নিয়ে অনেকে অনেক কথা বলে গেছেন। সে রকমি কিছু কথা আমি আপনাদের মাঝে শেয়ার করবো। নিচে অভাব নিয়ে বিখ্যাত মনিষীদের উক্তি গুলো দেওয়া হলোঃ

১। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
— উইলিয়াম শেক্সপিয়ার

২। যদি আপনি গরিব হয়ে জন্মান তাহলে আপনার কোনো দোষ নেই। তবে যদি আপনি দারিদ্রতা নিয়ে মারা যান তবে দোষটা আপনারই।
— বিল গেটস

# নিশ্চয়ই আল্লাহ্‌ কাউকেই তার সামর্থের বাইরে কোন কাজ চাপিয়ে দেন না ।
— সূরাঃ আল-বাকারাহ ২৮৬

৩। সম্পদ কোনোদিনই দারিদ্রতা নিরসন করতে পারে না। দারিদ্রতা নিরসনের জন্য দরকার শিক্ষা।
— এম. এফ মুঞ্জাযের

৪। দারিদ্র্যের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করো। কেননা ইহার অভিশাপ মানুষকে কাফেরে পরিনত করে।
— আল হাদিস

৫। সৃষ্টিকর্তা দারিদ্রতা তৈরি করে দেন না, বরং আমরা একে অপরের সহযোগিতা করি না বলেই দারিদ্রতা সৃষ্টি হয়।
— মাদার তেরেসা

৬। দেশের সকল প্রকার অন্যায়ের মূল হলো নাগরিকদের দারিদ্রতা।
— মোজি

৭। দরিদ্র মানুষের একমাত্র যেটি প্রয়োজন সেটি হচ্ছে সুযোগ।
— ড. মুহাম্মদ ইউনূস

৮। যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে আর সেই স্বপ্নের জন্য তুমি মরতেও রাজি থাকো, তবে জেনে রেখো টাকার অভাবে তোমার কোনো স্বপ্নই আটকে থাকবে না।
— জ্যাক মা

৯। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি।
— সুকান্ত ভট্টাচার্য

১০। শিক্ষা হলো সুযোগ তৈরির চাবিকাঠি। আর এর মাধ্যমেই আপনি দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে পারবেন।
— জর্জ বুশ

১১। দারিদ্রতা শুধু টাকার কমতি নয়, বরং নিজের কাজ করার সামর্থ্য আছে এটা বোঝার অক্ষমতাও দারিদ্রতা।
— অমর্ত্য সেন

১২। আমার জীবনের সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক বিষয়টি ছিল দারিদ্রতা।
— জিমি ডিন

১৩। যদি আপনি দারিদ্রতা নিয়েই খুশি থাকেন তাহলে মনে রাখবেন শয়তান হলো আপনার বন্ধু।
— কোজো বেনটিল

১৪। একজন দরিদ্র লোকও ভালো থাকার জন্যে প্রার্থনা করতে পারে।
— কোলরিজ

১৫। বিপ্লব ও অন্যায় সৃষ্টির একমাত্র কারণ হলো জনগণের দারিদ্রতা।
— এরিস্টটল

১৬। সম্পদ ছাড়া বেচে থাকাকে দারিদ্র্যতা নয়। বরং আশা ছাড়া বেচে থাকাই হলো আসল দারিদ্রতা।
— সংগৃহীত

১৭। দারিদ্রতা হলো কোনো পাপের সাজার মতো যা আপনি কোনোদিন করেননি।
— এলি খামারভ

মানুষের জীবনে সুখ দুঃখ অভাব অনটন থাকবেই। এগুলো ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। দুঃখ ছাড়া যেমন সুখ কল্পনা করা যায় না তেমনি অভাব ছাড়া জীবনে সত্যিকার অর্থে আপন মানুষকে চেনা যায় না। যেহেতু মানুষের জীবনে চাহিদার শেষ নেই সেহেতু মানুষের জীবনে অভাব থাকবেই। তাই অভাব নিয়ে পরে না থেকে আমাদের অভাব থেকে উত্তরণের পথ খুঁজে বেড় করতে হবে। তাহলে মানব জীবন সুন্দর ও স্বার্থক হবে।

RELATED POSTS

View all

view all