উক্তি

অনুভুতি সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস ও ছন্দ কবিতা

অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো মানুষ অনুসন্ধান করে থাকেন। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ অনলাইনে আসছেন এই উক্তিগুলো করার লক্ষ্যে। বিষয়টি আমরা বুঝতে পারার পর এ বিষয়ে বিশ্বের সেরা কিছু উক্তি নিয়ে উপস্থিত হয়েছি। মানুষের অনুভূতিগুলো একেক রকমের হয়ে থাকে । অনুভূতি থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই অনেক কিছু করতে পারে। তবে প্রত্যেক মানুষের অনুভূতি একই হয় না একটি মানুষ একেকভাবে একে বিষয় অনুভব করে থাকে।

সুতরাং আপনারা অনুভুতি সম্পর্কিত উক্তি সহ অনুভূতি কি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে। এর জন্য আপনাকে পুরো পোস্টের সাথে থাকতে হবে মনোযোগ সহকারে পুরো পোস্টটি পড়ার মাধ্যমে আপনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। আশা করছি অনুভুতি সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহ করবেন।

অনুভূতি কি ?

অনেকেই জানেননা অনুভূতি কি ? অনুভূতির বিষয় বুঝে থাকলে অনুভূতির সংখ্যা সঠিকভাবে তারা জানে না এক্ষেত্রে আমরা এখানে অনুভূতি কি এই বিষয়টি উল্লেখ করলাম। অবশ্যই এই বিষয়ে আমাদের জানার প্রয়োজন রয়েছে যেহেতু আমরা প্রত্যেক ব্যক্তি মানুষ অনুভূতির সাথে সম্পর্কিত অনুভূতির সাথে পরিচিত তাই এই বিষয়ে সম্পর্কে জানার গুরুত্ব রয়েছে। দেহে বা মনে সংবেদন সৃষ্টি হওয়াকে বলা হয় অনুভূতি। অনুভূতি শারীরিক ও মানসিক দুই ধরনের হয়। স্পর্শের দ্বারা ঠাণ্ডা, গরম কিংবা ব্যাথা, আরামের অনুভব করা শারীরিক অনুভূতির মধ্যে পড়ে। মনের আনন্দ, ব্যাথা-বেদনা, হতাশা, ভালোবাসা ইত্যাদি মানসিক অনুভূতির উদাহরণ। আশাকরি মনোবতী সম্পর্কে জানতে সক্ষম হয়েছেন।

অনুভূতি নিয়ে উক্তি

সাধারণভাবে আমরা যে বিষয়ে জেনে থাকি সেটি হচ্ছে দেহ-মনের সংবিধান সৃষ্টি হওয়াকে অনুভূতি বলা হয়ে থাকে। একে ক্ষেত্রে একেক বিষয়ের উপর এক ধরনের অনুভূতি কাজ করে থাকেন। আর এই অনুভূতি নিয়ে বিশেষ ব্যক্তিগণ কি মতামত দিয়েছেন সেই বিষয়ে জানব এখানে নিচে অনুভুতি সম্পর্কিত উক্তি গুলো উল্লেখ করা হলো।

প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন- কাজী নজরুল ইসলাম

সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত

– রবীন্দ্রনাথ ঠাকুর

কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে, “চলো”, যেদিকে দু’চোখ যায় চলে যাই, যাবে?

– হেলাল হাফিজ

মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত বিকৃত রুচি

– প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যেখানে তোমার চোখ খুনি আমি খুন হই প্রতিদিন

– শিরোনামহীন

দেবদারু-চুলে উদাসী বাতাস মেখে স্বপ্নের চোখে অনিদ্রা লিখি আমি, কোন বেদনার বেনোজলে ভাসি সারাটি স্নিগ্ধ রাত?

– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

শূন্যতা নিয়ে উক্তি
অনুশোচনা নিয়ে উক্তি

“পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলোঃ
মানুষ যখন সাফল্যের দ্বারপ্রান্তে এসে পৌছায়
আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়”।

“যে থাকবেনা তাকে যত ভাবেই আটকে রাখতে চাওনা কেন কোন লাভ হবে না, কারন সে ইতিমধ্যে তোমার প্রতি তার সকল মায়া ত্যাগ করে ফেলেছে। হয়তোবা তোমার চোখের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভালবাসার অভিনয় করবে, কিন্তু তুমি তাকে এতই ভালবেসে ফেলেছ যে তার সামান্য একটু অভিনয়েই তাকে ফিরে পাওয়ার স্বপ্নে অস্থির হয়ে গেছ। আসলে এ স্বপ্নই তোমাকে আরো বেশি কষ্ট দিবে, যা তুমি কল্পনাও করতে পারবে না”।.

“স্বপ্ন তাকে নিয়েই দেখ যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে,

কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখ না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়”।

“কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে
কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে
কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে
তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে,
তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে”।

“তার জন্য কাঁদ যে তোমার চোখের জল দেখে সেও কেঁদে ফেলে, কিন্তু এমন কারো জন্য কেদোনা যে তোমার চোখের জল দেখে উপহাস করে”।

আমি ভীষণ একলা থাকা মানুষ, আমি ভীষণ আমার ভেতর থাকি,
যত্ন করে খুব খেয়ালে রোজ, ‘আমি’টাকে আমার ভেতর রাখি।
আমি ভীষণ স্মৃতির খেরোখাতা, মলাট জুড়ে হাজার আঁকিবুঁকি,
আমি ভীষণ একলা থাকা মানুষ, ‘আমি”টাকে ‘আমার’ ভেতর রুখি।
~ সাদাত হোসাইন।

চমৎকার মেয়েগুলি এমন-এমন জায়গায় থাকে যে ইচ্ছা করলেই হুট করে এদের কাছে যাওয়া যায় না। দূর থেকে এদের দেখে দীর্ঘনিঃশ্বাস ফেলতে হয় এবং মনে মনে বলতে হয়, আহা, এরা কী সুখেই না আছে
– হুমায়ূন আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button