স্টাটাস

বিকেল নিয়ে ক্যাপশন ও কিছু কথা

আসসালামু আলাইকুম আপনাদের প্রতি রইল অনেক অনেক প্রীতি ও আন্তরিক অভিনন্দন। পাঠক বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি বিকেল নিয়ে ক্যাপশন সম্পর্কিত একটি পোস্ট। আপনারা আমাদের আজকের এই পোস্ট থেকে বিকেল নিয়ে বেশ কিছু ক্যাপশন পেয়ে যাবেন। আমাদের আজকের এই ক্যাপশন গুলো সংগ্রহ করে আপনি বিকেলের সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করতে পারবেন। আমাদের আজকের এই ক্যাপশন গুলো সংগ্রহ করার মাধ্যমে আপনারা বিকেলের অপরূপ সৌন্দর্য গুলো উপলব্ধি করতে পারবেন। আশা করি আমাদের আজকের এই পোস্টটি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করবে।

বিকেল মানেই ভালোবাসা আর ভালোলাগার কিছু মুহূর্ত বিকেল মানেই অতীতে কাটানো শ্রেষ্ঠ সময় গুলোর মধ্যে অন্যতম একটি সুন্দর সময়। প্রতিদিন বিকেল আসে আমাদের মাঝে নতুন থেকে নতুনত্ব হয়ে প্রতিদিনের বিকেলকে মনে হয় নতুন কোন এক বিকেল। বিকেলবেলা ঘুরতে কার না ভালো লাগে বিকেল সময় যে সময়ে মানুষের মন থেকে ফুরফুরে। প্রতিদিন বিকেলে সবাই মানুষ হয়ে ওঠে অত্যাধুনিক। অনেকে অনেক ভাবে বিকালটা উপভোগ করে থাকে কেউ গানে গানে কেউ গল্পে আড্ডায় কেউবা ঘুরতে আবার কেউ বা নদীর তীরে বিকাল তা কাটিয়ে থাকে। মানুষের মন ভালো হয়ে যায় বিকেলের সৌন্দর্যমণ্ডিত প্রকৃতিকে উপভোগ করে। বিকেলের অপরূপ সৌন্দর্যে মানুষ হয়ে ওঠে রোমান্টিক। বিকেলের অপরূপ সৌন্দর্য আমাদের সকলের মনে দোলা আঁকে। তাই আমাদের সকলের উচিত বাস্তব জীবনের পাশাপাশি বিকেলের প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা।

বিকেল নিয়ে ক্যাপশন

বন্ধুরা এখানে আমরা আপনাদের মাঝে বিকেল নিয়ে বেশ কিছু ক্যাপশন তুলে ধরবো । আমাদের আজকের এই বিকেল নিয়ে ক্যাপশন গুলো থেকে আপনি আপনার পছন্দনীয় বিকেল নিয়ে ক্যাপশন গুলো খুজে পাবেন। আপনি আমাদের আজকের এই বিকেল নিয়ে ক্যাপশন গুলো আপনার বন্ধু-বান্ধব ও প্রিয় মানুষদের মাঝে শেয়ার করে দিতে পারবেন। আপনি যদি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও স্ট্যাটাস দিতে ভালোবেসে থাকেন। তাহলে আমাদের আজকের এই বিকেল নিয়ে সুন্দর ক্যাপশন গুলো আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস বা পোস্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। বিকেল নিয়ে ক্যাপশন গুলো তুলে দেওয়া হলো:

শেষ বিকেলের আলোয় এসো না আর ফিরে,
তোমায় না হয় খুঁজে নেবো মিথ্যা কল্পনার ভিড়ে ।

এগিয়ে যায় মুহূর্তেরা আর আবছা হয় পরিচিত মুখ-
পিছু ডেকে যায় বারে বারে মন কেমন করা বিকেলগুলো
কবিতায় জেগে থাকে গভীর অসুখ ।

চলনা একটু বিকেল বিকেল বেরিয়ে পড়ি দুজনে
পাতা হাতে লাইনে দাঁড়াই কোন ফুচকার দোকানে ।

তোর গ্রীস্মের বিকেলে এক টুকরো কালবৈশাখী হওয়ার ইচ্ছাটা আর পূরণ হলো না আমার ।

সেই বিকেলটা ধূসর লাগে , একলা কেমন , আমার সাথে ভিশন মিলে
আজ না হয় ফের বদলে গেলে, হঠাৎ আপন , অনেক আগে যেমন ছিলে ।

বিকেল তুমি সাজানো ছায়ার খেলা, বেলাশেষের নিশ্চুপ কলতান
বিকেল তুমি হলদে খামের চিঠি, কোন হতাশ পথিকের ফিরে আসার গান ।

বিকেল মানে উড়ছে মন ডাকছে নদীর পাড়
বিকেল মানে ক্রিকেট-ফুটবল আর মাঠের চিৎকার ।

শেষ বিকেলের আলোয় কিছু কুড়িয়ে পাওয়া ছবি
টুকরো টুকরো মন খারাপের কোলাজ জলছবি ।

তোমার বসন্ত ছদ্মনামে, সময় পুরোচ্ছে রোজ
মেঘলা পাহাড়ে নামছে বিকেল আমার বসন্তে রোদ ।

বিকেলবেলায় অবহেলায় রেলিং ফাঁকে বেঁচে থাকে স্মৃতিগুলো
ভালোবাসা দুচোখ ভেজায়, বাষ্প জমে কাচের ফ্রেমে পড়ে ধুলো ।

আমি তোর বিকেলের আকাশ হবো লাল গোধূলি মাখা
আমি তোর হাসিতে রং ছড়াবো মুগ্ধ মোহ আঁকা ।

মন খারাপের বিকেলে বেলাশেষের আকাশ তোমায় দিলাম রেখো যত্ন করে
না হোক আমার মতো গুছিয়ে রেখো তোমার মত করে ।

ঠোঁটে মাখা হাসি নিয়ে বইতে দিয়ে বেলা
পিছন ঘুরে অতীত দেখে অলস বিকেল বেলা ।

ভোরের স্বপ্নরা পূর্ণতা পায়নি হিসাব করেছিলে পাশ-ফেল
শূন্যতা নিয়ে এক আজ দুটি পথ সময়টা ছিল জীবনের বিকেল ।

বিকেল নিয়ে কিছু কথা

বিকেল সম্পর্কে বিভিন্ন ব্যক্তিগণ বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। বিকেল কে কেন্দ্র করে বিকেলের পরিবেশকে কেন্দ্র করে অনেক লেখ গান লিখেছেন এছাড়াও কবিতা রয়েছে উক্তি সমূহ বিভিন্ন ধরনের কথা শুনে থাকি আমরা এর মধ্যে আমরা আজকের আলোচনায় বিকেল কে কেন্দ্র করে সুন্দর সুন্দর কিছু কথা প্রদান করব আপনাদের মাঝে সুতরাং আপনারা যারা বিকেল নিয়ে কথা সম্পর্কে জানতে এসেছেন তারা আমাদের আলোচনার সাথে থেকে বিকেল কে কেন্দ্র করে সুন্দর সুন্দর এই কথাগুলো জেনে নিতে পারেন।

বিকালবেলায় মেয়েরা জল ভরে নিয়ে যায় ঘটে,
তেমনি করে ভরে নিচ্ছি প্রাণের এই কাকলি
আকাশ থেকে
মনটাকে ডুবিয়ে দিয়ে।

আমাকে শুনতে দাও,
আমি কান পেতে আছি।
পড়ে আসছে বেলা;
পাখিরা গেয়ে নিচ্ছে দিনের শেষে
কণ্ঠের সঞ্চয় উজাড়-করে-দেবার গান।

আজকে রাতের চাঁদটা  না হয় তোমার সাথেই থাক,
আজকে ভোরের পাখিরা গান
তোমার সুরেই গাক
আজ দুপুরে পলাশ বাতাস
তোমায় নিয়েই ভাসুক
আজ বিকেলের সূর্যটা ও
তোমার ভালোবাসুক

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়

বিকেলের শেষ আলো একটু থাকো,
গোধূলির ছায়া ফেলে যেয়ো নাকো.
রাত জেনো ছুটি নেই তোমার আলো,
তাই বাসি ভালো, সোনার আলো…….

পাঠক বন্ধুরা বিকেলের অপরূপ সৌন্দর্য আপনাদের সকলের মনে দোলা আঁকুক এই প্রত্যাশা ব্যস্ত রেখে আমার আজকের লেখার এখানেই সমাপ্তি করছি। আপনারা সকলে ভালো। থাকবেন আল্লাহ হাফেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button