বিনোদন
খাঁচার ভিতর অচিন পাখি (Khachar Vitor Ochin Pakhi lyrics) লালনগীতি
প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি বিষয়ের উপর পোস্ট। আজকে আমরা লালনগীতি থেকে জনপ্রিয় একটি সংগীত লিরিক্স আপনাদের সামনে প্রকাশ করছি। জেটি খুবই জনপ্রিয় একটি লালন গীতি, খাচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এটি মূলত একটি ভাইরাল গান হিসেবে পরিচিতি পেয়েছে। বাংলাদেশ সহ দেশের বাইরের অনেক শিল্পী নিজের সুরে এটি গিয়েছেন। বাংলাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী শূন্য এই গানটি গেয়েছিলেন। যেটি বর্তমানে ভাইরাল একটি গান। মানুষের মুখে মুখে এই গানটি শোনা যায়। এটি মূলত একটি লালন গীতি। আর এই লালনগীতি টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব।
সুতরাং যারা এ লালনগীতি রিলিক্স টি সম্পর্কে জানার জন্য আমাদের ওয়েবসাইটে এসেছেন তারা এখান থেকে এ রিলিস্টিক পেয়ে যাচ্ছেন। সুতরাং এই পোস্টের মাধ্যমে আপনি উপকৃত হবেন।
খাচার ভেতর অচিন পাখি লিরিক্স
আপনাদের সকলের চেনা প্রিয় এই লিরিক্সটি নিচে দেওয়া রইল আপনারা এটি চাইলে কপি করে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। যারা এটি পড়ার জন্য এসেছেন তারা চাইলে এখান থেকে পড়তে পারেন অথবা স্ক্রিনশট এর মাধ্যমে নিজের ফোনের গ্যালারিতে রাখতে পারে।
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
আমি ধরতে পারলে মন-বেড়ি
ধরতে পারলে মন-বেড়ি দিতাম পাখির পায়ে
ধরতে পারলে মন-বেড়ি দিতাম পাখির পায়ে
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
আট কুঠুরী, নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাটা
তার উপরে সদর কোঠা
তার উপরে সদর কোঠা, আয়না মহল তায়
তার উপরে সদর কোঠা, আয়না মহল তায়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
কপালের ফের, নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
কপালের ফের, নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
পাখিটির এমন ব্যবহার
কপালের ফের, নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ভেঙে পাখি আমার
খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়
খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
“কোনদিন খাঁচা পড়বে খসে”
“কোনদিন খাঁচা পড়বে খসে, ” লালন কেঁদে কয়
“কোনদিন খাঁচা পড়বে খসে, ” লালন কেঁদে কয়
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন-বেড়ি
ধরতে পারলে মন-বেড়ি দিতাম পাখির পায়ে
ধরতে পারলে মন-বেড়ি দিতাম পাখির পায়ে
কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়
Khachar Bhitor Ochin Pakhi Lyrics
Khachar Bhitor Ochin Pakhi Kemne Ashe Jay
Dhorte parle mon beri ditam tahar paye
Aat kuthuri noy dorja antha
Modhye modhye jhorka kata
Tar upore sodor kotha
Ayna mohol tai
Kopale more noile ki arr
Pakhitir emon byabohar
Khacha khule pakhi amar
Kon bone palay
Mon, tui roili khachar ashe
Khacha je tor toiri kacha banshe
Kondin khacha porbe khose
Lalon kende koy
Lalon koy khacha khule
Sey pakhi konkhane palay